X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

গুগল-ফেসবুক-ইউটিউবকে এখনই করের আওতায় আনা সম্ভব নয়

হিটলার এ. হালিম
০৫ এপ্রিল ২০১৮, ২২:২৬আপডেট : ০৫ এপ্রিল ২০১৮, ২২:৩৫

 

এবিআর-গুগল-ফেসবুক সার্চ ইঞ্জিন গুগল, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ভিডিও শেয়ারিং পোর্টাল ইউটিউবকে এখনই করের আওতায় আনা সম্ভব নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, প্রতিষ্ঠান তিনটি এ দেশে নিবন্ধিত না হওয়ায় এখনই এই সুযোগ গ্রহণ করা যাবে না। তবে ভবিষ্যতে প্রতিষ্ঠানগুলো এ দেশে অফিস চালু করলে বা নিবন্ধিত হলে তবে কেবল করের আওতায় আনা সম্ভব হবে।  

প্রসঙ্গত, বুধবার (৪ এপ্রিল) এনবিআর সম্মেলন কক্ষে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এবং অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো) নেতাদের নিয়ে অনুষ্ঠিত প্রাক-বাজেট আলোচনায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া  গুগল-ফেসবুক-ইউটিউবকে করের আওতায় আনা হবে  বলে জানান।

জানতে চাইলে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (সভপতি) সৈয়দ আলমাস কবির বলেন, ‘এখন যে অবস্থায় আছে, তাতে করের আওতায় আনা সম্ভব নয়।’ কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, ‘প্রতিষ্ঠান তিনটি এ দেশে নিবন্ধিত নয়।’

তবে বেসিস সভাপতি মনে করেন, ‘কিছু বিধিনিষেধ আরোপ করা হলে তারা হয়তো বাধ্য হবে এ দেশে অফিস চালু করতে।’ তিনি বলেন, ‘‘তারা এখন ‘লেজিটিমেটভাবে’ এ দেশ থেকে টাকা নিয়ে যাচ্ছে না। বিধিনিষিধ আরোপ করলে তারা হয়তো ভাববে ব্যবসা কমে যাওয়া বা বন্ধ হয়ে যাওয়ার চেয়ে অফিস চালু করা ভালো। আর তখনই তাদের করের আওতায় আনা সম্ভব হবে।’’ 

সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা গেছে, বাংলাদেশ একাধিকবারে উদ্যোগ নিয়েছিল, এ দেশে ফেসবুকের অ্যাডমিন প্যানেল বসাতে। কিন্তু ফেসবুক রাজি হয়নি। টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি ও ফেসবুকের মধ্যে বারকয়েক চিঠি চালাচালি হলেও বিষয়টির কোনও সুরাহা হয়নি। বিটিআরসির প্রস্তাবের বিপরীতে একাধিক শর্ত জুড়ে দেয় ফেসবুক। ফলে বিটিআরসিও আর শেষ পর্যন্ত আগ্রহী হয়নি। এর আগে ২০১৬ সালের জানুয়ারি মাসের শেষ দিকে সিঙ্গাপুরে ফেসবুকের সঙ্গে বৈঠক হয়। ওই বৈঠকে বাংলাদেশে অ্যাডমিন প্যানেল খোলার পরিবর্তে অফিস খোলার ব্যাপারে বেশি আগ্রহ প্রকাশ করে ফেসবুক।

চাকরির ওয়েব সাইট বিডিজবস ও ই-কমার্স সাইট আজকের ডিলের প্রধান নির্বাহী ফাহিম মাসরুর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গুগল ও ফেসবুককে করের আওতায় আনা সম্ভব নয়। কারণ প্রতিষ্ঠান দু’টি আমাদের দেশে নিবন্ধিত নয়। তাদের ভ্যাট রেজিস্ট্রেশনও নেই। তাহলে তারা দেবে কীভাবে? তিনি আরও বলেন, আমি দীর্ঘদিন ধরে বলে আসছি প্রতিষ্ঠান ‍দু’টির নিবন্ধনের উদ্যোগ নেওয়া হোক।’ 

গুগল ডেভেলপার গ্রুপের সাবেক ব্যবস্থাপক ও গবেষণা প্রতিষ্ঠান প্রেনিউর ল্যাবের প্রধান নির্বাহী আরিফ নিজামী বলেন, ‘গুগল, ফেসবুক ও ইউটিউবের একমাত্র আয় হচ্ছে বিজ্ঞাপন। তাদের বিজ্ঞাপন যারা নেয় অর্থাৎ ডিজিটাল এজেন্সিগুলো ভ্যাট দেয় কিনা, এটাই মোক্ষম কথা হওয়া উচিত। আমার জানামতে, ডিজিটাল এজেন্সিগুলো গ্রাহক থেকে প্রতি ডলারের হিসেবে ভ্যাট চার্জ করে। কিন্তু তারা সরকারকে দিচ্ছে নাকি এটাই দেখার বিষয়। দেশে যেহেতু গুগল, ফেসবুকের অফিস নেই বা প্রতিষ্ঠান দুটি রেজিস্টার্ড নয়, তাই তারা এভাবে ট্যাক্স বা ভ্যাট দিতে পারে না। আর ট্যাক্স, ভ্যাটের কথা আগে তুললে তাদের যদি আসার পরিকল্পনাও থাকে তাহলে তারা পিছিয়ে যাবে কিনা প্রশ্ন থেকে যায়। যেমন, পেপাল আসতেই চাচ্ছে না।’

অন্যদিকে গত বছরের ৯ অক্টোবর একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নিতে বাংলাদেশে আসেন ফেসবুকের দক্ষিণ এশিয়া পলিসি প্রোগ্রামের প্রধান রিতেশ মেহতা। সে সময় এক প্রশ্নের জবাবে তিনি বাংলা ট্রিবিউনকে বলেছিলেন, বাংলাদেশে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে ফেসবুকের মুনাফা করার কোনও উদ্দেশ্য নেই। সামাজিক এনগেজমেন্ট বাড়ানোর জন্য আমরা এসব করেছি।’ বাংলাদেশ থেকে ফেসবুক বুস্টিং, বিজ্ঞাপনসহ অন্যান্য খাত মিলিয়ে কী পরিমাণ অর্থ সামাজিক যোগাযোগ মাধ্যমটি আয় করে, তা জানতে চাইলে রিতেশ মেহতা বলেন, ‘আমার এই বিষয়ে কথা বলা বারণ।’

আরও জানা গেছে, গুগলও এ দেশে অফিস চালুর উদ্যোগ নিয়েছিল। ২০১২ সালে গুগল ঢাকায় অফিস খোলার ঘোষণা দেয় এবং কান্ট্রি কনসালট্যান্টও নিয়োগ দেয় সার্চ ইঞ্জিনটি। ওই বছরের ৫ নভেম্বর গুগলের কান্ট্রি কনসালট্যান্ট গুগলে যোগ দেন। কান্ট্রি কনসালট্যান্ট বসতেন গুগলের সিঙ্গাপুর অফিসে। ২০১৩ সালের ফেব্রুয়ারি-মার্চ মাস নাগাদ গুগলের ঢাকা অফিস চালু হওয়ার কথা থাকলেও হয়নি। ঢাকা সিঙ্গাপুর করতে করতেই শেষ হয়ে যায় তার চুক্তির মেয়াদ। অন্যদিকে কান্ট্রি ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টও নিয়োগ দিয়েছিল গুগল কিন্তু অফিস চালুর বিষয়টি আর এগোয়নি। ঘোষণার পরে ৬ বছর হতে চললো এখনও বাংলাদেশে চালু হলো না গুগলের অফিস।

/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
যুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, শতাধিক শিক্ষার্থী গ্রেফতার
যুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, শতাধিক শিক্ষার্থী গ্রেফতার
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না