X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

অনলাইনেও জমেছিল কোরবানির পশু বিক্রি

হিটলার এ. হালিম
১২ আগস্ট ২০১৯, ১১:৪৮আপডেট : ১২ আগস্ট ২০১৯, ১১:৫১





অনলাইনে পশুর হাট

অনলাইনেও জমেছিল কোরবানির পশুর হাট। মূলত অনলাইনে কোরবানির পশুর মধ্যে শীর্ষে ছিল গরু ও ছাগল। তবে কী পরিমাণ পশু বিক্রি হয়েছে তার সামগ্রিক চিত্র পাওয়া না গেলেও উদ্যোক্তারা পশু বিক্রির ক্ষেত্রে সন্তোষ প্রকাশ করেছেন। 
অনলাইন নির্ভর ই-কমার্স সাইটগুলোতে কোরবানির পশু বিক্রির তথ্য পাওয়া গেলেও ফেসবুক নির্ভর তথা এফ কমার্সে বিক্রি হওয়া কোরবানির পশুর কোনও তথ্য পাওয়া যায় না। ই-ক্যাবের কাছেও এ বিষয়ে কোনও তথ্য নেই। 
অনলাইন হাটের মধ্যে রয়েছে— বিক্রয় ডট কম, বেঙ্গলমিট, দারাজ, আমেরিকান ডেইরি, দেশি মিট, প্রিয়শপ, আমার দেশ ও আমার গ্রাম-এর মতো প্রতিষ্ঠান। অন্যদিকে, সাদিক অ্যাগ্রো ফার্মের মতো অনেক ফেসবুক পেজ থেকেও বিক্রি হয়েছে কোরবানির পশু।
এসব বিষয়ে জানতে চাইলে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সাধারণ সম্পাদক আবদুল ওহায়েদ তমাল বলেন, ‘আমাদের কাছে আসলে কোনও পরিসংখ্যান এখনও নেই। হয়তো ঈদের পরে সঠিক পরিসংখ্যান জানতে পারবো। তবে ক্রেতাদের রেসপন্স ভালো। বিক্রিও ভালো হয়েছে।’ 
বিক্রয় ডটকম সূত্রে জানা গেছে, এবার এই মার্কেট প্লেস থেকে তিন হাজারের বেশি কোরবানির পশু বিক্রি হয়েছে। ২০১৮ সালে তাদের বিক্রি সংখ্যা ছিল ২ হাজার ২৯৩টি। আর ২০১৭ সালে বিক্রির সংখ্যা ছিল ১ হাজার ৫৪৪টি। 
বেঙ্গল মিটের মোহাম্মদ আসাদুজ্জামান খান (হেড অফ রিটেইল সেলস) বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা এবার অনলাইনে এক হাজার ২০০ গরু বিক্রি করেছি। আর কোরবানির অর্ডার পেয়েছি ৩০০ গরুর। ঈদের দিন কোরবানি শেষে এগুলো প্রসেস করে সংশ্লিষ্টদের কাছে পাঠানো হবে।’ 
প্রিয়শপ ডটকমের প্রধান নির্বাহী আশিকুল আলম খান বলেন, ‘এবারই আমরা প্রথমবারের মতো গরু বিক্রি শুরু করেছি। প্রথমবার হিসেবে রেসপন্স খারাপ না। আমরা চারটি গরু বিক্রি করেছি।’ 

 

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
ইউএনআরডব্লিউএ-তে ফের অর্থায়নের পরিকল্পনা জাপানের
ইউএনআরডব্লিউএ-তে ফের অর্থায়নের পরিকল্পনা জাপানের
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’