X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

করোনা: ঘরেই কর্মীদের কাজ করতে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর পরামর্শ

শরীফ এ চৌধুরী
০৪ মার্চ ২০২০, ১৮:২৭আপডেট : ০৪ মার্চ ২০২০, ১৮:৩০

করোনা: ঘরেই কর্মীদের কাজ করতে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর পরামর্শ বিশ্বব্যাপী করোনা ভাইরাসের বিস্তার বেড়ে চলায় এবার বিখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো নিজেদের কর্মীদের ঘরে বসেই কাজ করার পরামর্শ দিয়েছে। আয়ারল্যান্ডের ডাবলিনে সার্চ ইঞ্জিন গুগলের ইউরোপিয়ান প্রধান কার্যালয় থেকে প্রথম এমন উদ্যোগ নেওয়া হয়। কার্যালয়টিতে গুগলের প্রায় ৮ হাজার কর্মী কাজ করছেন। গত ২ মার্চ তাদের মধ্যে একজনের ফ্লু আলামত দেখা গেলে এমন সিদ্ধান্ত নেওয়া হয়।
গুগলের এমন সিদ্ধান্তের পর বিশ্বব্যাপী পাঁচ হাজার কর্মী নিয়ে কাজ করা মাইক্রোব্লগিং সাইট টুইটার সারাবিশ্বে থাকা নিজেদের কর্মীদের ঘরে বসেই অফিসের কাজ করার পরামর্শ দিয়েছে। প্রতিষ্ঠানটি এক ব্লগ পোস্টে জানায়, ‘আমাদের সব কর্মীকে নিজ নিজ বাসায় বসেই কাজ করার পরামর্শ দিচ্ছি। কর্মীদের মধ্যে কোভিড-১৯ করোনা ভাইরাস যাতে আরও বেশি ছড়িয়ে যেতে না পারে সেটাই আমাদের লক্ষ্য।’
টুইটারের প্রধান নির্বাহী জ্যাক ডোরসি এক টুইটে উল্লেখ করেন, ‘সারাবিশ্বে আমাদের কর্মী রয়েছে। আমরা ইতোমধ্যে গুগল এবং স্ল্যাক ব্যবহারের মাধ্যমে ভার্চুয়াল অফিস শুরু করে দিয়েছি।’
একইরকম সিদ্ধান্তের কথা জানিয়েছে ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ ভিত্তিক প্ল্যাটফর্ম কয়েনবেইসের প্রধান নির্বাহী ব্রায়ান আর্মাস্ট্রং। টুইটারে তিনি লিখেছেন, ‘আমরা ইতোমধ্যে আমাদের কিছু কর্মীকে বাসায় বসেই কাজ করার জন্য বলেছি। যদিও বাসায় বসে কাজ করাটা কোনও সমাধান নয়। তবুও ভাইরাস  যাতে ছড়িয়ে না পড়ে তা চিন্তা করেই এমন সিদ্ধান্ত নিয়েছি।’
করোনা ভাইরাস আতঙ্কে বিভিন্ন প্রতিষ্ঠান বাসায় বসেই অফিস পরিচালনার উদ্যোগ নেওয়ায় সহায়তা করতে এগিয়ে এসেছে গুগল। এক ব্লগ পোস্টে গুগলের জি সুইট বিভাগের জেনারেল ম্যানেজার ও ভাইস প্রেসিডেন্ট জাভিয়ের সল্টেরিও জানান, বিভিন্ন প্রতিষ্ঠানকে রিমোট পদ্ধতি কাজের সুবিধার্থে গুগল বিভিন্ন সুবিধা চালু করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য বড় মিটিংয়ের জন্য একইসঙ্গে ২৫০ জনের ভার্চুয়াল মিটিং ও লাইভ স্ট্রিমিং সুবিধা, যা একটি ডোমেইনের আওতায় এক লাখ মানুষ দেখতে পারবেন। এছাড়া ভার্চুয়াল মিটিং রেকর্ড করে গুগল ড্রাইভে সংরক্ষণ করার সুবিধা রয়েছে।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান, গুগল ক্লাউড

/এইচএএইচ/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
বিক্রির জন্য সবজি কিনে ফেরার পথে দুই ব্যবসায়ী নিহত
বিক্রির জন্য সবজি কিনে ফেরার পথে দুই ব্যবসায়ী নিহত
সর্বাধিক পঠিত
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!