X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

সুরক্ষা নিশ্চিতে একাধিক ফিচার আনছে গুগল

দায়িদ হাসান মিলন
২২ জুলাই ২০২০, ২১:১৯আপডেট : ২২ জুলাই ২০২০, ২১:২০

গুগল ব্যবহারকারীদের সুরক্ষা নিশ্চিতে বেশ কয়েকটি ফিচার আনার ঘোষণা দিয়েছে গুগল। সম্প্রতি এ ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। নতুন এসব ফিচারের কারণে হ্যাকারদের আগের চেয়েও বেশি এড়িয়ে চলতে সক্ষম হবেন ব্যবহারকারীরা।
প্রযুক্তিভিত্তিক সংবাদমাধ্যম দ্য ভার্জ বলছে, ব্যবহারকারীদের সুরক্ষার জন্য বেশ কয়েকটি সিকিউরিটি ফিচারের পরীক্ষা চালাবে গুগল। পরীক্ষা সফল হলে সবার জন্য ফিচারগুলো উন্মুক্ত করা হবে।

গুগলের সেবা জিমেইলে বাড়তি সুরক্ষার জন্য প্রত্যেকটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পাঠানো মেইলে ওই প্রতিষ্ঠানের লোগো অ্যাভাটার হিসেবে ব্যবহার করা হবে। এতে করে ব্যবহাকারীরা নিশ্চিত হতে পারবেন, এটি কোনও ভুয়া ই-মেইল নয়। এই ফিচারের মাধ্যমে গ্রাহকরা সহজেই ফিশিং মেইলগুলো এড়িয়ে চলতে পারবেন।

যে ফাংশনের মাধ্যমে এই ফিচারটি পরিচালনা করা হবে সেটি হলো ব্র্যান্ড ইন্ডিকেটরস ফর মেসেজ আইডেন্টিফিকেশন (বিআইএমআই)। গুগল গত বছর থেকে এটি নিয়ে কাজ করছে এবং আগামী কয়েক সপ্তাহে অল্প কিছু প্রেরকের মধ্যে ফিচারটির পরীক্ষা চালানো হবে।

বিআইএমআই ব্যবহারের ফলে ব্যবহাকারীরা ই-মেইলের সোর্স সম্পর্কে শতভাগ নিশ্চিত হতে পারবেন। হ্যাকাররা মাঝেমধ্যে নামকরা প্রতিষ্ঠানের পরিচয় দিয়ে গ্রাহকদের প্রতারিত করেন। গুগলের নতুন ফিচারের কারণে এ ধরনের প্রতারণার হার কমে আসবে বলে ধারণা করা হচ্ছে।

কয়েকটি প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম বলছে, গুগলের এই ফিচারটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের ভেরিফায়েড ব্যাজের মতো। স্বীকৃত সেলিব্রেটি ও প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে এসব ব্যাজ দেওয়া হয়। জিমেইলে বিআইএমআই ছাড়াও অন্যান্য সেবার ক্ষেত্রে গুগল আরও কয়েকটি ফিচারের ঘোষণা দিয়েছে।

এরমধ্যে আছে- গুগল মিট-এ মিটিংয়ের সুরক্ষা নিশ্চিতে নতুন কন্ট্রোল ফিচার, জি-স্যুট অ্যাডমিনদের জন্য স্যুট সার্ভিসের সব ক্ষেত্রে নতুন কন্ট্রোল ফিচার এবং চ্যাট রুমস-এর ক্ষেত্রে রিপোর্টিং ও ব্লকিং ফিচার।

 

/এইচএএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিভোট ছাড়াই চেয়ার দখল করতে বগুড়া চেম্বারের কার্যালয়ে তালা
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৩ জুলাই ২০২৪
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৩ জুলাই, ২০২৫)
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন