X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

পূর্বাভাসকেও ছাড়িয়ে গেছে ফেসবুকের আয়

আসির আহবাব নির্ঝর
২৯ এপ্রিল ২০২১, ২০:১৭আপডেট : ২৯ এপ্রিল ২০২১, ২০:১৭

চলতি বছর বিশ্বের বিভিন্ন দেশে শুরু হয়েছে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ। কিছু কিছু দেশে গত বছরের তুলনায় যা মারাত্মক আকার ধারণ করেছে। এমন পরিস্থিতিতেও ফেসবুকের রেকর্ড পরিমাণ আয় হয়েছে যা ছাড়িয়ে গেছে বিশ্লেষকদের পূর্বাভাসকেও।

মার্কিন সাময়িকী ফোর্বসের এক প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের প্রথম ত্রৈমাসিকের উপার্জনের হিসাব প্রকাশ করেছে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার (২৮ এপ্রিল) বিকালে প্রতিষ্ঠানটির আয়ের হিসাব প্রকাশ করা হয়।
হিসাব বলছে, চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে ফেসবুকের মোট রাজস্ব আয় হয়েছে ২ হাজার ৬১০ কোটি ডলার যা বিশ্লেষকদের পূর্বাভাসের চেয়ে অন্তত ৩০০ কোটি ডলার বেশি। গত বছর প্রথম ত্রৈমাসিকে ফেসবুকের মোট রাজস্ব আয় ছিল ১ হাজার ৭৭০ কোটি ডলার।

নেট আয়ের দিক থেকেও বিশ্লেষকদের পূর্বাভাসকে ছাড়িয়ে গেছে ফেসবুক। ২০২১ সালের প্রথম ত্রৈমাসিকে প্রতিষ্ঠানটি আয় করেছে ৯৫০ কোটি ডলার বা শেয়ার প্রতি ৩ দশমিক ৩০ ডলার। তবে বিশ্লেষকদের পূর্বাভাস ছিল এ সময় ফেসবুকের নেট আয় হবে শেয়ার প্রতি ২ দশমিক ৩৩ ডলার। গত বছর প্রথম ত্রৈমাসিকে ফেসবুকের মোট নেট আয় ছিল ৪৯০ কোটি ডলার। অর্থাৎ, গত বছরের চেয়ে এবার নেট আয় প্রায় দ্বিগুণ হয়েছে।
নিজেদের এই রেকর্ড আয় সম্পর্কে ফেসবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বলেন, মানুষকে পরস্পরের সঙ্গে সংযুক্ত রাখতে এবং ব্যবসা এগিয়ে নিতে সাহায্য করায় আমরা একটি শক্তিশালী ত্রৈমাসিক পার করেছি। আগামী দিনগুলোতে ব্যবহারকারীদের নতুন এবং অর্থবহ অভিজ্ঞতা সরবরাহে আমরা আমাদের বিনিয়োগ অব্যাহত রাখব।

/এইচএএইচ/এমআর/
সম্পর্কিত
প্রবাসীদের ফেসবুক আইডি হ্যাক করে কোটিপতি, দুই ভাই গ্রেফতার
হ্যাকারের কবলে পিডিবির অফিসিয়াল ফেসবুক পেজ
হিরো আলমের ফেসবুক পেজ হ্যাক করেছে ‘উগান্ডা সাইবার টিম’
সর্বশেষ খবর
গরমে মরে যাচ্ছে শাকসবজি গাছ, উৎপাদন নিয়ে শঙ্কা চাষিদের
গরমে মরে যাচ্ছে শাকসবজি গাছ, উৎপাদন নিয়ে শঙ্কা চাষিদের
টিভিতে আজকের খেলা (৩০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৩০ এপ্রিল, ২০২৪)
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়