X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

পাঁচটি অর্থনৈতিক অঞ্চলে টেলিকম সুবিধা দেবে বিটিসিএল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মে ২০২১, ১৪:২৫আপডেট : ১৬ মে ২০২১, ১৪:২৫

দেশের ৫টি নতুন অর্থনৈতিক অঞ্চলে টেলিকম সুবিধা দেবে বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। সম্প্রতি একনেকে ‘অর্থনৈতিক অঞ্চলসমূহে টেলিযোগাযোগ নেটওয়ার্ক স্থাপন (১ম পর্যায়)’ শীর্ষক প্রকল্প অনুমোদিত হয়েছে। প্রকল্প অনুমোদনের পর বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বিইজেডএ) বিটিসিএলকে চাহিদাপত্র পাঠিয়েছে বলে জানিয়েছেন কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক ড. মো. রফিকুল মতিন।

এই প্রকল্পের আওতায় দেশের ৫টি নতুন অর্থনৈতিক অঞ্চল— মৌলভীবাজারের শ্রীহট্ট, টেকনাফের সাবরাং ও নাফ, মহেশখালীর সোনাদিয়া এবং জামালপুরে ফাইবার অপটিক ক্যাবলের মাধ্যমে উচ্চক্ষমতার টেলিযোগাযোগ সুবিধা (ভয়েস কল, ইন্টারনেট, ডেটা ইত্যাদি) দেবে বিটিসিএল।

বিটিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা ৫টি অর্থনৈতিক অঞ্চলে উচ্চগতির নিরবছিন্ন টেলিযোগাযোগ সুবিধা নিশ্চিত করবো। এগুলো হবে ফাইভ-জি এনাবল নেটওয়ার্ক। আমরা এখন কাজ শুরুর অপেক্ষায় আছি।’ তিনি আরও বলেন, ‘প্রতিটি অর্থনৈতিক জোনে আমরা একটি করে টেলিকম ভবন তৈরি করবো। ভবনটিতে টেলিকম অবকাঠামো গড়ে তোলা হবে। সেই ভবনে থাকবে সব ধরনের সুবিধা।’

তিনি জানান, প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ৯৫ কোটি ১২ লাখ টাকা। এর মধ্যে বাংলাদেশ সরকার দেবে ৬০ ভাগ। অবশিষ্ট ৪০ ভাগ অর্থ ঋণ নেওয়া হবে। ডিপিপি (ডিটেইল প্রজেক্ট প্ল্যান) অনুসারে প্রকল্পের কাজ এ বছরের জানুয়ারিতে শুরু হওয়ার কথা ছিল। এখন তা জুন  নাগাদ শুরু হতে পারে বলে তিনি জানান। প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে ২ বছর ৬ মাস। সেই হিসাবে ২০২৩ সালের ডিসেম্বর মাসের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে। প্রকল্পটি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের।

 

/এইচএএইচ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশের গ্রুপে স্কটল্যান্ড
নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপবাংলাদেশের গ্রুপে স্কটল্যান্ড
উঠলো অভিযোগ, তবু অন্তর্জালে ‘মা লো মা’ ঝড়!
উঠলো অভিযোগ, তবু অন্তর্জালে ‘মা লো মা’ ঝড়!
বার্জার ট্রেনিং ইনস্টিটিউটে ‘পেইন্টিং ফর কনস্ট্রাকশন’ শর্ট কোর্সের উদ্বোধনী ক্লাস
বার্জার ট্রেনিং ইনস্টিটিউটে ‘পেইন্টিং ফর কনস্ট্রাকশন’ শর্ট কোর্সের উদ্বোধনী ক্লাস
অর্থনীতি চাঙা করতে গাঁজা চাষে ঝুঁকছে পাকিস্তান
অর্থনীতি চাঙা করতে গাঁজা চাষে ঝুঁকছে পাকিস্তান
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?