X
বুধবার, ০১ মে ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

হোয়াটসঅ্যাপের মাল্টিডিভাইস ফিচার সম্পর্কে যা জানা প্রয়োজন

দায়িদ হাসান মিলন
১৫ জুলাই ২০২১, ২১:৩৯আপডেট : ১৫ জুলাই ২০২১, ২১:৩৯

গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে পরীক্ষামূলকভাবে চালু হলো হোয়াটসঅ্যাপের মাল্টিডিভাইস ফিচার। গত মাসে ফেসবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ ও হোয়াটসঅ্যাপের প্রধান নির্বাহী উইল ক্যাথকার্ট এই ফিচারটি দ্রুত চালু হবে বলে নিশ্চিত করেছিলেন।

এ সময় মার্ক জাকারবার্গ বলেন, ‘‘মাল্টিডিভাইস তৈরি করতে ‘টেকনিক্যাল চ্যালেঞ্জের’ মধ্য দিয়ে যেতে হচ্ছে। এটি বেশ জটিল একটি ফিচার। এটা ব্যবহারের আগে ব্যবহারকারীদের বেশ কয়েকটি বিষয় সম্পর্কে জানতে হবে।’’

জাকারবার্গ তার বক্তব্যে মাল্টিডিভাইস সম্পর্কে কী জানতে হবে, তা সরাসরি উল্লেখ করেননি। পরবর্তীতে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষও এ বিষয়ে বাড়তি কোনও তথ্য যোগ করেননি। তবে মাল্টিডিভাইস ফিচার সম্পর্কে প্রাথমিকভাবে কিছু তথ্য আপনি জেনে নিতে পারেন।

মাল্টিডিভাইস এমন একটি ফিচার, যার সাহায্যে ব্যবহারকারীরা একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টকে কয়েকটি ডিভাইসে একইসঙ্গে এবং স্বাধীনভাবে ব্যবহার করতে পারবেন। অর্থাৎ, ফোনের সঙ্গে সংযোগ না রেখেও অন্য কয়েকটি ডিভাইসে একই অ্যাকাউন্ট ব্যবহারের সুযোগ দেবে মাল্টিডিভাইস ফিচার।

এখনও সব ব্যবহারকারী হোয়াটসঅ্যাপের আলোচিত এই ফিচার ব্যবহারের সুযোগ পাবেন না। অল্প কিছু ব্যবহারকারীর মধ্যে ফিচারটির পরীক্ষা চালানো হচ্ছে। অ্যান্ড্রয়েড এবং আইওএস অপারেটিং সিস্টেমের হোয়াটসঅ্যাপ এবং হোয়াটসঅ্যাপ বিজনেস বেটা ব্যবহারকারীরা মাল্টি ডিভাইস ফিচারটি ব্যবহারের সুযোগ পাবেন।

ভারতের প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম গেজেটস নাউ এক প্রতিবেদনে জানায়, এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা একটি অ্যাকাউন্ট সর্বোচ্চ চারটি ডিভাইসে একই সঙ্গে ব্যবহারের সুযোগ পাবেন। এক্ষেত্রে স্মার্টফোনের সঙ্গে সংযোগের কোনও প্রয়োজন হবে না।

হোয়াটসঅ্যাপ মাল্টিডিভাইস ফিচার সম্পর্কে অনেকের মনেই প্রশ্ন আসতে পারে যে, এতে চ্যাট সুরক্ষিত থাকবে কিনা। কর্তৃপক্ষ জানিয়েছে, এই চ্যাট হবে এন্ড-টু-এন্ড এনক্রিপটেড। অর্থাৎ, প্রেরক ও প্রাপক ছাড়া আর কেউ চ্যাটে প্রবেশ করতে পারবে না। এমনকি হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ নিজেরাও দেখতে পাবে না এসব চ্যাট।

 

/এইচএএইচ/এপিএইচ/
সম্পর্কিত
হোয়াটসঅ্যাপ ‘স্ট্যাটাস’ ফেসবুকে শেয়ার করা যাবে যেভাবে
হোয়াটসঅ্যাপে গ্যালারির ছবি দিয়ে হবে স্টিকার
কখন হোয়াটসঅ্যাপে ছিলেন সেটা কাউকে না জানানোর উপায়
সর্বশেষ খবর
তপ্ত রোদেও থামে না তাদের কাজ
আজ মহান মে দিবসতপ্ত রোদেও থামে না তাদের কাজ
মদ ছেড়ে বললেন, ‘মাইলফলক’
মদ ছেড়ে বললেন, ‘মাইলফলক’
প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বৃহস্পতিবার
প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন বৃহস্পতিবার
১০৩ চেয়ারম্যান প্রার্থীসহ ১৭৭ জনের প্রার্থিতা প্রত্যাহার
উপজেলা পরিষদ নির্বাচন১০৩ চেয়ারম্যান প্রার্থীসহ ১৭৭ জনের প্রার্থিতা প্রত্যাহার
সর্বাধিক পঠিত
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
চুয়াডাঙ্গা জেলায় ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
সিস্টেম লস কমাতে সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেট চায় পেট্রোবাংলা
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
এক ফ্রেমে এত ‘সুন্দরী’, স্মৃতিকাতর সকলেই!
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস
আজকের আবহাওয়া: তাপপ্রবাহ অব্যাহত থাকার আভাস
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড 
সাতক্ষীরার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড