X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

অ্যাপলকে ছাড়াই মেটাভার্স বানাতে সংঘবদ্ধ টেক জায়ান্টরা

ইশতিয়াক হাসান
২২ জুন ২০২২, ২১:৪৮আপডেট : ২২ জুন ২০২২, ২২:১৫

মেটা, মাইক্রোসফট এবং অন্যান্য টেক জায়ান্টরা মেটাভার্স তৈরি করার উদ্দেশ্যে একটি গ্রুপে সংঘবদ্ধ হয়েছেন। নতুন এই প্রযুক্তিটির সঠিক উন্নয়ন এবং প্রত্যেকেই যেন এর উন্নয়নে সঠিকভাবে অংশ নিতে পারে এজন্যই মূলত একত্রিত হওয়া। মেটাভার্স স্ট্যান্ডার্ড ফোরামে রয়েছে চিপ মেকার থেকে গেমিং প্রতিষ্ঠানসহ আরও বিভিন্ন প্রতিষ্ঠান। তারা মিলিত হয়ে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম বা ডাব্লিউ ৩সি এর মতো একটি স্ট্যান্ডার্ড সেটিং বডি তৈরি করেছে।

কিন্তু এই ফোরামে দেখা গেছে, সেখানে অ্যাপলের কোনও উপস্থিতি নেই বলে জানিয়েছে রয়টার্স। যদিও আশা করা যাচ্ছিল, অ্যাপল এখানে একটি শক্তিশালী অবস্থানে থাকবে। এদিকে অ্যাপল এবছর বা আগামী বছর মিক্সড রিয়েলিটি হেডসেটও বাজারে আনতে যাচ্ছে। তবে অ্যাপল ছাড়াও গেমিং প্রতিষ্ঠান রোবলক্স এবং নিয়ানটিক এই ফোরামে নেই। আবার ক্রিপ্টোবেজড মেটাভার্স প্ল্যাটফরম যেমন- স্যান্ডবক্স অথবা ডিসেন্ট্রাল্যান্ডও নেই সেই ফোরামে।

রয়টার্স জানায়, অ্যাপল তাদের হেডসেট আনার কথা জনসম্মুখে এখনও জানায়নি। যদিও তার বোর্ডকে এ বিষয়ে একটু উঁকি ঝুঁকি মারতে দেখা গিয়েছে। আর ব্লুমবার্গ জানায়, সেই ফোরামে যোগদানের বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি অ্যাপল। তবে অ্যাপল এধরনের কোনও ডিভাইস বাজারে আনলে মেটার সঙ্গে সরাসরি প্রতিযোগিতা শুরু হবে। অপরদিকে মেটা মিক্সড রিয়েলিটি হেডসেটের একটি পরিকল্পনা সম্পর্কে জানিয়েছে, যার কোডনেম হলো ‘ক্যাম্ব্রিয়া’।

এদিকে মেটাভার্স স্ট্যান্ডার্ড ফোরামের চেয়ারপারসন চিপ মেকার এনভিডিয়ার এক্সিকিউটিভ নেইল ট্রিভেট বলেন, ‘যেকোনও প্রতিষ্ঠানই এই গ্রুপে যোগদান করতে পারে, এমনকি ক্রিপ্টো ওয়ার্লডের যেকেউ।’

/এইচএএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
কুমিল্লা শিক্ষা প্রকৌশল কার্যালয়ে ঠিকাদারকে মারধর২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ