X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

বর্তমান বাজারে ‘সেরা ল্যাপটপ’ যেগুলো

দায়িদ হাসান মিলন
১৩ জানুয়ারি ২০২৩, ২০:৩২আপডেট : ১৩ জানুয়ারি ২০২৩, ২০:৩২

নতুন বছরে অনেকেই পুরনো কম্পিউটার পাল্টে নতুন ল্যাপটপ কেনার পরিকল্পনা করেন। বাজারে বর্তমানে বিভিন্ন ধরনের ল্যাপটপ রয়েছে। ফলে প্রয়োজন অনুযায়ী সবচেয়ে ভালো ল্যাপটপটি বাছাই করা সহজ নয়। কোন ল্যাপটপটি কেনা উচিৎ এটি নিয়ে কেউ কেউ দ্বিধায়ও পড়ে যান।

এ বছর বিভিন্ন প্রতিষ্ঠান নতুন নতুন ল্যাপটপ বাজারে এনেছে। ব্র্যান্ড, ফিচার, কনফিগারেশন ইত্যাদি বিবেচনায় দামেরও পার্থক্য রয়েছে এগুলোতে। বর্তমানে বিশ্ববাজার মুদ্রাস্ফীতি মোকাবিলা করছে। ফলে দাম স্বাভাবিকের চেয়ে একটু বেশি মনে হতে পারে। সব মিলিয়ে অসংখ্য ল্যাপটপের মধ্য থেকে কেনার সময় আপনি এই কয়েকটি ল্যাপটপ বিবেচনায় রাখতে পারেন-

সবকিছু বিবেচনায় সবচেয়ে ভালো ল্যাপটপ অ্যাপলের ম্যাকবুক এয়ার এম-২। অনেক উইন্ডোজ ব্যবহারকারীও অ্যাপলের এই ল্যাপটপ (ম্যাকবুক) ক্রয়ের পরামর্শ দেন। ২০২০ সালে বাজারে আসা এম-১ সিরিজের সর্বশেষ ভার্সন ম্যাকবুক এয়ার এম-২। সুন্দর ডিজাইন এবং কর্মক্ষমতার জন্য যে কেউ এটির প্রশংসা করবে। অত্যন্ত দ্রুতগতির এই ল্যাপটপের ব্যাটারি লাইফ সাড়ে ১৬ ঘণ্টা। ফলে দিনের সব কাজ সহজেই করতে পারবেন ব্যবহারকারীরা। ম্যাকবুকটির ১৩ দশমিক ৬ ইঞ্চির লিকুইড রেটিনা ডিসপ্লে রয়েছে। অ্যাপলের এই ল্যাপটপ কিনতে খরচ করতে হবে অন্তত ১ হাজার ১৯৯ মার্কিন ডলার।

শুধু উইন্ডোজ ল্যাপটপের মধ্যে সবচেয়ে ভালো ডেল এক্সপিএস-১৩ প্লাস। যারা ম্যাকবুক কিনবেন না তাদের জন্য এটি হতে পারে সবচেয়ে ভালো বিকল্প। এতে থাকা দ্বাদশ জেনারেশনের ইন্টেল কোর প্রসেসর অসাধারণ কর্মদক্ষতা নিশ্চিত করবে। এই ল্যাপটপের অসুবিধা- এতে হেডফোন জ্যাক নেই। ফলে যাদের হেডফোন জ্যাক প্রয়োজন, তারা ডেলের একই সিরিজের আগের ল্যাপটপগুলো দেখতে পারেন। এছাড়া স্যামসাং গ্যালাক্সি বুক ২ প্রো সিরিজ এবং মাইক্রোসফটের সারফেস ল্যাপটপগুলোও ভালো বিকল্প হতে পারে।

গেমিংয়ের জন্য সবচেয়ে ভালো ল্যাপটপ হতে পারে রেজর ব্লেড ১৫ অ্যাডভান্সড। এতে কোর আই ৭ প্রসেসর এবং এনভিডিয়া আরটিএক্স ৩০৭০ গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে। এটি কিনতে খরচ করতে হবে প্রায় ২ হাজার ৫০০ মার্কিন ডলার। গেমিং ল্যাপটপের মধ্যে এটি সবচেয়ে ব্যয়বহুল। তবে একটু কমদামে কিনতে চাইলে আসুসের গেমিং ল্যাপটপও বিবেচনায় রাখা যেতে পারে।

কম দামে ল্যাপটপ কিনতে চাইলে এইচপি প্যাভিলিয়ন অ্যারো ১৩ ল্যাপটপটি দেখতে পারেন। এতে অন্য অনেক সুবিধার পাশাপাশি রয়েছে রাইজেন ৫০০০ সিরিজ প্রসেসর। এইচপির প্যাভিলিয়ন অ্যারো ১৩ ল্যাপটপের ব্যাটারি লাইফও সন্তোষজনক। এটি কিনতে খরচ করতে হবে ৮০০ মার্কিন ডলারের মতো।

সূত্র: এনগ্যাজেট

/এইচএএইচ/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নড়াইলে ‘সুলতান মেলা’ উপলক্ষে আর্ট ক্যাম্প
নড়াইলে ‘সুলতান মেলা’ উপলক্ষে আর্ট ক্যাম্প
লোকসভা নির্বাচন: রাস্তার দাবিতে ভোট বয়কট করলেন গ্রামবাসী
লোকসভা নির্বাচন: রাস্তার দাবিতে ভোট বয়কট করলেন গ্রামবাসী
ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মরণে কাল নাগরিক সভা
ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মরণে কাল নাগরিক সভা
শেষ ম্যাচে জিতে সুপার লিগে গাজী গ্রুপ
শেষ ম্যাচে জিতে সুপার লিগে গাজী গ্রুপ
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!