X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

২০২২ সালে রাজত্ব করবে যেসব প্রযুক্তি

দায়িদ হাসান মিলন
০৩ জানুয়ারি ২০২২, ১৯:১৫আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ১৯:১৭

নতুন বছরের প্রযুক্তি জগতের দিকে মুখিয়ে আছে অনেক প্রতিষ্ঠান ও বিনিয়োগকারী। কিছু প্রযুক্তি এখনই উঠে এসেছে আগ্রহের কেন্দ্রে। এমনই কিছু খাত তুলে ধরেছে মার্কিন গবেষণা প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট মনিটর।

 

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার বিরুদ্ধে অভিযোগ অনেক। তারপরও ২০২২ সালে আরও বেশি প্রায়োগিক ভূমিকায় দেখা যাবে এ প্রযুক্তিকে। বিদায়ী বছরে কৃত্রিম বুদ্ধিমত্তার বাজার ছিল ৬ হাজার ৭০০ কোটি ডলারের। ২০২৫ সালে যা ১৯ হাজার কোটি ডলারে পৌঁছাবে। ফলে বিভিন্ন প্রতিষ্ঠান বা বিনিয়োগকারীরা নিশ্চিন্তে এতে বিনিয়োগ করতে পারেন বলে পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা।

 

মেটাভার্স

ফেসবুক প্রতিষ্ঠানের মেটাভার্স হলো এমন এক ভার্চুয়াল দুনিয়া, যেখানে বাস্তবের মতো একে-অপরের সঙ্গে যোগাযোগ এবং অভিজ্ঞতা ভাগাভাগি করা সম্ভব। ব্লুমবার্গ ইন্টেলিজেন্স বলছে, ২০২৪ সালের মধ্যে বৈশ্বিক মেটাভার্সে বিনিয়োগের পরিমাণ ৮০ হাজার কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে। বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠান এরইমধ্যে এতে বিনিয়োগ করতে শুরু করেছে। ২০২১ সালে মেটা নিজেই এ খাতে বিনিয়োগ করেছে অন্তত এক হাজার কোটি ডলার।

 

কোয়ান্টাম কম্পিউটিং

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, ২০২২ সালটা হবে কোয়ান্টাম কম্পিউটিং-এর। তবে এতে দক্ষ জনবলের সংকটও দেখা দেবে৷

 

ক্লাউড কম্পিউটিং

ক্লাউড কম্পিউটিং-এর বাজার ২০২১ সালের চেয়ে ১৩ শতাংশ বাড়বে এ বছর। যার পরিমাণ হবে প্রায় ৬১ হাজার কোটি ডলার। এ বছর ক্লাউড সার্ভিসের গুরুত্ব আরও বাড়বে। তবে বেশি গুরুত্বপূর্ণ হবে ডাটা সেন্টার সিকিউরিটি৷ পাশাপাশি ২০২২ সালে সাইবার সিকিউরিটিতেও বিনিয়োগ বাড়ার পূর্বাভাস দিয়েছেন বিশ্লেষকরা।

 

এ ছাড়া ২০২২ সালে ফিনটেক, ক্রিপ্টোকারেন্সি, ইলেকট্রিক গাড়ি, ব্যাটারি, ফাইভ-জি ও রোবটিকসের মতো খাতগুলো সম্প্রসারিত হবে। ২০২০ সালে রোবটিকসের বাজার ছিল সাড়ে চার হাজার কোটি ডলারের। যা ২০৩০ সাল নাগাদ ৫৬ হাজার কোটি ডলারে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে।

/এইচএএইচ/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!