X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান-এমডির ‍বিরুদ্ধে চার্জ গঠন ২৮ আগস্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুলাই ২০১৭, ২১:২১আপডেট : ১০ জুলাই ২০১৭, ২১:২২

পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডে এর চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ( সিইও) এর বিরুদ্ধে আগামী ২৮ আগস্ট চার্জ গঠনের দিন ধার্য করেছেন আদালত। মৃত শ্রমিকদের বীমা দাবির টাকা আদায়ে দায়ের করা মামলায় এ চার্জ গঠনের তারিখ নির্ধারণ করা হয়। সোমবার (১০ জুলাই) শুনানি শেষে প্রথম শ্রম আদালতের বিচারক তাবাসসুম ইসলাম এ আদেশ দেন।
গোষ্ঠী বীমার আওতাভুক্ত মৃত শ্রমিকদের বীমার টাকা নিয়ে টালবাহানা করায় বীমা কোম্পানিটির বিরুদ্ধে শ্রম আদালতে পাঁচটি মামলা করে বিকেএমএই এর সদস্যরা। অবন্তি কালার টেক্সটাইল লিমিটেডের মালিক এ এইচ আসলাম সানি, এমবি নিট ফ্যাশনের মালিক মোহাম্মদ হাতেম, রূপসী নিটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সরওয়ার্দী, মডেল ডি ক্যাপিট্যাল লিমিটেডের মালিক মাসুদুজ্জামান ও মিনার ইন্ড্রাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মঞ্জুরুল হক আলাদাভাবে মামলার বাদী হন।

মামলার অভিযোগে বলা হয়,১৫৫ শ্রমিকের দাবি বাবদ তিন কোটির বেশি টাকা আত্মসাৎ করার পাঁয়তারা করছে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিকেএমই’র সদস্যভুক্ত কারখানার শ্রমিকদের বীমা সুবিধা দিতে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সঙ্গে গ্রুপ বীমার চুক্তি করে বিকেএমইএ। কিন্তু শর্ত না মেনে শ্রমিকদের বীমা দাবির টাকা দিতে টালবাহানা শুরু করে বীমা কোম্পানিটি।

মৃত্যু দাবির টাকার জন্য তারা গত  তিন বছর ধরে সরকারের বিভিন্ন সংস্থার কাছে আবেদন জানিয়েছেন। দাবি টাকা আদায়ে শ্রম মন্ত্রণালয়, অর্থমন্ত্রণালয় ও দুনীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ দায়ের করা হয়েছে। তাতে কোনও ফল না পেয়ে শ্রম আদালতে এই মামলা করা হয়।

এছাড়া শ্রম প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবে কাছে কাছে অভিযোগ দেওয়া হয়েছে। একইভাবে  বিকেএমইএর পক্ষ থেকে দুর্নীতি দমন কমিশনেও অভিযোগ দেওয়া হয়েছে। এছাড়া অর্থমন্ত্রণালয়ের অধীন বীমাখাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এর বিরোধ নিষ্পত্তি কমিটিতেও অভিযোগ করা হয়।

/জিএম/এসএমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
সাফের আগে চাইনিজ তাইপের বিপক্ষে সাবিনাদের ম্যাচ
সাফের আগে চাইনিজ তাইপের বিপক্ষে সাবিনাদের ম্যাচ
কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
থাইল্যান্ডের রাজা-রানির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
থাইল্যান্ডের রাজা-রানির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ