X
বুধবার, ১৫ মে ২০২৪
৩১ বৈশাখ ১৪৩১

ডিএসইতে প্রধান সূচক ১৩, সিএসইতে বেড়েছে ১৩ পয়েন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ সেপ্টেম্বর ২০১৭, ১৫:২৬আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৭, ১৫:২৬

ডিএসই ও সিএসই সপ্তাহের পঞ্চম কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত কার্যদিবসের চেয়ে সূচক বেড়ে শেষ হয়েছে এদিনের লেনদেন কার্যক্রম।  এদিন ডিএসইর প্রধান সূচক ১৩ দশমিক ৫১ পয়েন্ট বেড়েছে এবং সিএসইর প্রধান সূচক ১৩ দশমিক ২৬ পয়েন্ট বেড়েছে।

এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৯১৭ কোটি ৫২ লাখ  টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত বুধবার লেনদেন হয়েছিল ৮৪০ কোটি ৭৫ লাখ টাকা।

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার ডিএসইর লেনদেন চিত্র ডিএসই 

এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৬২৪ কোটি ৮৩ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ৭৭৫ কোটি ৫৩ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ১৫০ কোটি ৫১ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৩ দশমিক ৫১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৯২ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ দশমিক ৪০ পয়েন্ট কমে এক হাজার ৩৪৫ পয়েন্টে এবং ০ দশমিক ৪৩ পয়েন্ট কমে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ১৭৭ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩১টির, কমেছে ১৬০টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪০টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- শাহজালাল ইসলাম ব্যাংক, উত্তরা ব্যাংক, যমুনা ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, এক্সিম ব্যাংক, ইফাদ অটোমোবাইল, সামিট পাওয়ার, লংকা-বাংলা ফাইন্যান্স এবং গ্রামীণ ফোন।
বৃহস্পতিবার সিএসইর লেনদেন চিত্র
সিএসই 

অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ২৯২ কোটি ৬৯ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ৬৫ কোটি ৪১ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে ২২৭ কোটি ২৮ লাখ টাকা।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ১৩ দশমিক ২৬ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৪১১ পয়েন্টে, সিএএসপিআই সূচক ২১ দশমিক ৫৬ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৮৮০ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৩ দশমিক ৪৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪২০ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ২ দশমিক ৩৩ পয়েন্ট কমে ১৬ হাজার ৪১৩ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮৯টির, কমেছে ১২৪টির এবং কোনও পরিবর্তন হয়নি ২৮টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ইসলামী ব্যাংক, প্রাইম ব্যাংক, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ন্যাশনাল ব্যাংক, উত্তরা ব্যাংক, বেক্সিমকো লিমিটেড, পূবালী ব্যাংক, এক্সিম ব্যাংক, আইএফআইসি ব্যাংক এবং সিএনএ টেক্সটাইল।
আরও পড়ুন:
যেভাবে সাব জেলে জন্মদিন কেটেছিল শেখ হাসিনার
একজন শেখ হাসিনা

/এসএনএইচ/
সম্পর্কিত
এনআরবিসি ব্যাংকের ১১ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ
পুঁজিবাজার নিয়ে গুজব ছড়িয়ে যেভাবে চলতো কারসাজি
৯ মাসে ওয়ালটনের মুনাফা বেড়েছে ৫১২ কোটি টাকা
সর্বশেষ খবর
‌‘এখনও ঘুমালে মনে হয় জলদস্যুরা এই বুঝি গুলি করলো’
এমভি আবদুল্লাহর চিফ অফিসার‌‘এখনও ঘুমালে মনে হয় জলদস্যুরা এই বুঝি গুলি করলো’
‘দলীয় সাংবাদিক’ ও সাংবাদিকতায় অনাস্থা
‘দলীয় সাংবাদিক’ ও সাংবাদিকতায় অনাস্থা
‘আমাদের ছাড়াতে এয়ারক্রাফটের মাধ্যমে মুক্তিপণ দেওয়া হয়েছিল’
‘আমাদের ছাড়াতে এয়ারক্রাফটের মাধ্যমে মুক্তিপণ দেওয়া হয়েছিল’
লিগ্যাল এইড পরিচালনায় অসামঞ্জস্য তুলে ধরলেন প্রধান বিচারপতি
লিগ্যাল এইড পরিচালনায় অসামঞ্জস্য তুলে ধরলেন প্রধান বিচারপতি
সর্বাধিক পঠিত
শুক্রবারও চলবে মেট্রোরেল
শুক্রবারও চলবে মেট্রোরেল
সজনে পাতা খেলে মিলবে এই ১২ উপকারিতা
সজনে পাতা খেলে মিলবে এই ১২ উপকারিতা
রংপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিযোগ
রংপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিযোগ
সাকিব-তামিমের কারণে দলের পরিবেশ নষ্ট হয়েছে: ইমরুল 
সাকিব-তামিমের কারণে দলের পরিবেশ নষ্ট হয়েছে: ইমরুল 
সোনার অলংকার কেনাবেচায় নতুন হার নির্ধারণ
সোনার অলংকার কেনাবেচায় নতুন হার নির্ধারণ