X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

আশুগঞ্জ ৪০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র নির্মাণে চুক্তি স্বাক্ষর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মার্চ ২০১৮, ২২:০২আপডেট : ২০ মার্চ ২০১৮, ২৩:১৩



 বিদ্যুৎকেন্দ্র নির্মাণে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান আশুগঞ্জ ৪০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্র নির্মাণে চুক্তি সই হয়েছে। মঙ্গলবার (২০ মার্চ) রাজধানীতে হোটেল সোনারগাঁওয়ে এই চুক্তিতে সই করে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি (এপিএসসিএল) ও চায়না ন্যাশনাল টেকনিক্যাল ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশন (সিএনটিআইসি) এবং চায়না ন্যাশনাল কোঅপারেশন ফর ওভারসিজ ইকোনমিক কোঅপারেশন কনসোর্টিয়াম।
চুক্তি অনুযায়ী, আগামী ৩ বছরের মধ্যে গ্যাসচালিত কেন্দ্রটির নির্মাণ কাজ শেষ হবে। ২০১৯ সালের এপ্রিলে এতে বাণিজ্যিক উৎপাদন শুরু হবে। ২ হাজার ৯৩১ কোটি ৩৬ লাখ টাকা খরচে (প্রাক্কলিত) নির্মিতব্য কেন্দ্রে সরকারি অর্থায়ন ৪২০ কোটি ৬৯ লাখ টাকা। এপিএসসিএল সরবরাহ করবে ১৫২ কোটি ৪০ লাখ টাকা। প্রকল্পের বাকি অর্থ ২ হাজার ৩৫৮ কোটি ২৮ লাখ টাকা ঋণ সহায়তা হিসেবে দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও আইডিবি। প্রকল্পটির ইপিসি (ইঞ্জিনিয়ারিং, প্রকিউরমেন্ট ও কনস্ট্রাকশন) চুক্তিমূল্য প্রায় ১ হাজার ৪৭৪ কোটি টাকা।
চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, ‘সোমবার দেশের বিদ্যুৎ উৎপাদন ১০ হাজার মেগাওয়াট ছাড়িয়েছে। এটি ২০০৯ সালে এ সরকার ক্ষমতায় আসার আগের উৎপাদিত বিদ্যুতের ৩ গুণ। এ ধারা অব্যাহত রেখে দেশকে এগিয়ে নিতে হবে।’
বিশেষ অতিথির বক্তব্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ‘বিদ্যুৎ খাতে বড় বড় বিনিয়োগ দরকার। বেসরকারি বিনিয়োগকারীদেরও অর্থায়ন বাড়াতে বৈচিত্র্যময় ও চৌকস পদক্ষেপ নিতে হবে। সামিট গ্রুপ সিঙ্গাপুরের শেয়ারবাজারে বিনিয়োগ করেছে। অন্যদেরও এমন পদক্ষেপ নেওয়া দরকার।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি সমন্বয়ক আবুল কালাম আজাদ, বিদ্যুৎ সচিব আহমেদ কায়কাউস, পিডিবির চেয়ারম্যান খালেদ মাহমুদ, এপিএসসিএল’র ব্যবস্থাপনা পরিচালক এ এম এম সাজ্জাদুর রহমান।

/এসএনএস/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্রাজিলিয়ানের গোলে আবাহনীতে স্বস্তি
ব্রাজিলিয়ানের গোলে আবাহনীতে স্বস্তি
স্নাতক অনুষ্ঠান বাতিল করল ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়
যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী বিক্ষোভস্নাতক অনুষ্ঠান বাতিল করল ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়
বৈশাখী মেলায় গানের আয়োজন, কমিটির সঙ্গে দর্শকদের সংঘর্ষে নিহত ১
বৈশাখী মেলায় গানের আয়োজন, কমিটির সঙ্গে দর্শকদের সংঘর্ষে নিহত ১
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
সর্বাধিক পঠিত
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!