X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

দুপুরের পর পেঁয়াজ থাকে না টিসিবির ট্রাকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ অক্টোবর ২০১৯, ১৮:০৩আপডেট : ০৬ অক্টোবর ২০১৯, ১৮:১০

টিসিবির খোলা ট্রাকে পেঁয়াজ বিক্রি রাজধানীতে পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় চারটি পণ্য খোলা ট্রাকে বিক্রি করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এই চারটি পণ্যের পণ্যের মধ্যে সবচেয়ে বেশি চাহিদা রয়েছে পেঁয়াজের। খুচরা বাজারের তুলনায় প্রায় অর্ধেক মূল্যে বিক্রি হওয়া এই পেঁয়াজ দুপুরের আগেই শেষ হয়ে যায়। এরপর থেকে ক্রেতাদের মধ্যে শুরু হয় হাহাকার। তারা বলছেন, দীর্ঘসময় লাইনে দাঁড়িয়ে থেকেও দুপুরের পর আর পেঁয়াজ পাওয়া যায় না। বিষয়টি স্বীকার করেছেন টিসিবির পণ্যবাহী ট্রাকের ম্যানেজাররাও।

রবিবার (৬ অক্টোবর) নগরীর টিসিবির ট্রাকগুলো পরিদর্শন করে দেখা গেছে, দীর্ঘলাইনে দাঁড়িয়ে পণ্য কিনছেন গ্রাহকরা। প্রতি কেজি চিনি ৫০ টাকা, পেঁয়াজ ৪৫ টাকা, মসুর ডাল ৫০ টাকা ও সয়াবিন তেল (২ ও ৫ লিটার) প্রতি লিটার ৮৫ টাকায় বিক্রি হচ্ছে। এর মধ্যে পেঁয়াজের চাহিদা সবচেয়ে বেশি। প্রতিটি ট্রাকে প্রতিদিন ৫০০ কেজি করে পেঁয়াজ বিক্রি করা হয়। আর একজন গ্রাহক একসঙ্গে সর্বোচ্চ ২ কেজি কিনতে পারবেন। এ হিসাবে প্রতিদিন একটি ট্রাক থেকে ২৫০ জন গ্রাহক পেঁয়াজ কিনতে পারছেন।

সকাল ১১টার দিকে খিলগাঁও রেলগেট সংলগ্ন এলাকায় গিয়ে দেখা গেছে, ট্রাকের সামনে দীর্ঘ লাইন। আর চাহিদা অনুযায়ী একজন-একজন করে পণ্য দেওয়া হচ্ছে। এখানে পণ্য বিক্রির ম্যানেজার হৃদয়  বলেন, ‘আমরা বিকেল ৫টা পর্যন্ত থাকি। দুপুরের পরও অন্য তিনটি পণ্য থাকলেও পেঁয়াজ শেষ হয়ে যায়। সেগুলো নিয়ে বসে থাকতে হয়। মানুষের বেশি চাহিদা পেঁয়াজের। তার দাবি দিনদিন মানুষের উপস্থিত বাড়ছে।’

টিসিবির খোলা ট্রাক থেকে পেঁয়াজ কেনার জন্য দীর্ঘ লাইন

পেঁয়াজ কিনতে আসা শাহজাহানপুরের বাসিন্দা সুমাইয়া আক্তার বলেন, ‘বাইরের দোকান থেকে পেঁয়াজ কিনতে গেলে ৯০-১১০ টাকার নিচে পাওয়া যায় না। সে কারণে এখানে এসেছি। দোকানের দামের অর্ধেকে এখানে পেঁয়াজ বিক্রি হয়। তবে পেঁয়াজ কেনার জন্য দীর্ঘসময় লাইনে দাঁড়িয়ে থাকাতে হয়। এতে অনেক সময় নষ্ট হয়।’

প্রায় একই কথা বলেন জাতীয় প্রেসক্লাব ও সচিবালয় সংলগ্ন এলাকার টিসিবির পণ্যবাহী ট্রাকের ম্যানেজার ফজলুল হক। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পেঁয়াজ বেশি বিক্রি হচ্ছে। মানুষ অন্যান্য পণ্য তেমন একটা কিনতে চায় না। আজ  ৫০০ কেজি পেঁয়াজ এনেছি এখন প্রায় শেষ। কিন্তু আমার অন্যান্য পণ্যগুলো রয়ে গেছে। বিক্রি করতে পারছি না।’

এই ট্রাকটি থেকে মসুর ডাল ও পেঁয়াজ কিনতে আসা সচিবালয়ের কর্মচারী তারিফুল মাওলা বলেন, ‘আমি মসুর ডাল ও পেঁয়াজ নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছি। শুনেছি পেঁয়াজের সঙ্গে অন্য কোনও পণ্য না কিনলে পেঁয়াজ দেওয়া হয় না। মানুষেরও অনেক ভিড় দেখতে পাচ্ছি। সকালেও এসেছি। কিন্তু মানুষের দীর্ঘ লাইন দেখে তখন নেইনি। এখন দুপুর হয়েছে। তবু ভিড় কমেনি।’

বিষয়টি নিয়ে কথা বলার জন্য টিসিবির সচিব মো. এনামুল হককে ফোন করলে তিনি সংস্থাটির চেয়ারম্যানের একান্ত সচিব মো. হুমায়ুন কবিরের সঙ্গে কথা বলার জন্য পরামর্শ দেন। কিন্তু একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।

/এসএস/এমএনএইচ/
সম্পর্কিত
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
হজ ব্যবস্থাপনায় বিশৃঙ্খলার শঙ্কা এজেন্সি মালিকদের
সর্বশেষ খবর
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ