X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

‘মাটিকাটার ডাম্পার জব্দ করায় বিট কর্মকর্তাকে হত্যা করে পাহাড়খেকোরা’

কক্সবাজার প্রতিনিধি
১৬ এপ্রিল ২০২৪, ১৬:৫২আপডেট : ১৬ এপ্রিল ২০২৪, ১৬:৫২

কক্সবাজারের উখিয়ায় পৃথক অভিযানে আলোচিত ও চাঞ্চল্যকর বন বিভাগের বিট কর্মকর্তা সাজ্জাদুজ্জামান হত্যার অন্যতম প্রধান পরিকল্পনাকারী কামালসহ চার জনকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় একটি বিদেশি পিস্তল ও দেশে তৈরি একটি রিভলভার উদ্ধার করা হয়।

সোমবার রাতে চট্টগ্রামের সীতাকুণ্ড ও উখিয়ায় অভিযান চালিয়ে র‌্যাব তাদের গ্রেফতার করে। মঙ্গলবার দুপুরে র‌্যাব-১৫ কক্সবাজার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান র‌্যাব ১৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন।

প্রেস ব্রিফিংয়ে র‌্যাব অধিনায়ক বলেন, ‘গত ৩১ মার্চ ভোররাতে উখিয়া উপজেলায় সংরক্ষিত বনাঞ্চলে অভিযানে নেতৃত্বদানকারী বন বিভাগের কর্মকর্তা সাজ্জাদুজ্জামানকে পাহাড়খেকো মাটি পাচারকারী চক্র ডাম্পার ট্রাকের চাপায় হত্যা করে। এ ঘটনায় বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বাদী হয়ে উখিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনার পরপরই র‌্যাব পাহাড়ের মাটি পাচারকারীদের বিরুদ্ধে তদন্তে নামে।

‘এরই ধারাবাহিকতায় সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫-এর একটি দল হত্যার মূল পরিকল্পনাকারী মো. কামালকে চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে এবং হত্যার সহযোগী হেলালকে কক্সবাজারের উখিয়া কোটবাজার এলাকা থেকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা র‌্যাবকে জানিয়েছে, পাহাড়খেকো মাটি পাচারকারীদের বিরুদ্ধে পরপর পাঁচটি অভিযান পরিচালনাসহ বেশ কয়েকটি ডাম্পার ট্রাক জব্দ এবং মামলা করায় বন কর্মকর্তা সাজ্জাদুজ্জামানকে ডাম্পার ট্রাকের চাপা দিয়ে হত্যা করে।’

প্রেস ব্রিফিংয়ে তিনি আরও জানান, সোমবার রাতে র‌্যাবের আরেকটি টিম কক্সবাজার সদর এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি দেশে তৈরি আগ্নেয়াস্ত্র এবং ৯ রাউন্ড গুলিসহ দুই অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কক্সবাজারের বিভিন্ন জায়গায় ভাড়াটে হিসেবে  ডাকাতি, ছিনতাই, সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগ রয়েছে। 

উল্লেখ্য, গত ৩১ মার্চ ভোররাত সাড়ে ৩টার দিকে উখিয়ার রাজাপালং ইউনিয়নের হরিণমারা এলাকায় পাহাড় কেটে মাটি পাচার করছিল একদল পাহাড়খেকো। খবর পেয়ে বনবিভাগের দোছড়ি বিটের কর্মকর্তা মো. সাজ্জাদুজ্জামান সজলসহ কয়েকজন বনকর্মী সেখানে যান। এ সময় তিনিসহ মোটরসাইকেল আরোহী দুই জনকে পাচারকারীদের মাটিভর্তি ডাম্পার ট্রাক চাপা দেয়। এতে সাজ্জাদুজ্জামান ঘটনাস্থলে মারা যান এবং মোহাম্মদ আলী নামে এক বনরক্ষী আহত হন।

 

/এমএএ/
সম্পর্কিত
আত্মসমর্পণ করলে কুকি-চিনকে পুনর্বাসন করা হবে: র‌্যাব মহাপরিচালক
‘সাংগ্রাই জলোৎসব’ যেন পাহাড়ে এক মিলন মেলা
বর্ণাঢ্য শোভাযাত্রায় শুরু সাংগ্রাই উৎসব
সর্বশেষ খবর
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
খিলগাঁও তালতলা মার্কেটে ক্যাশলেস লেনদেন চালু
খিলগাঁও তালতলা মার্কেটে ক্যাশলেস লেনদেন চালু
ছদ্মবেশে অভিযান চালিয়ে সাড়ে ১২ লাখ ইয়াবা উদ্ধার, নদীতে ঝাঁপিয়ে পালালো পাচারকারীরা
ছদ্মবেশে অভিযান চালিয়ে সাড়ে ১২ লাখ ইয়াবা উদ্ধার, নদীতে ঝাঁপিয়ে পালালো পাচারকারীরা
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে