X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

তিন জেলায় চার পুরোহিতকে হত্যার হুমকি

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৮ জুলাই ২০১৬, ১৮:১৪আপডেট : ১৮ জুলাই ২০১৬, ১৮:১৪

হুমকি দেশের তিন জেলায় চার পুরোহিতকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এদের মধ্যে রংপুরে একজন ও পিরোজপুরে দুইজনকে চিঠি দিয়ে এবং পটুয়াখালীতে এক  সেবায়েতকে স্বশরীরে হুমকি দেওয়া হয়।

আমাদের রংপুর প্রতিনিধি জানান, নগরীর কলেজ রোড এলাকায় এক মন্দিরের পুরোহিত বিজয় চক্রবর্তীকে হত্যার হুমকি দিয়ে চিঠি দিয়েছে দুবৃর্ত্তরা। এ ব্যাপারে ওই পুরোহিত জীবনের নিরাপত্তা চেয়ে কোতোয়ালি থানায় জিডি করেছেন। এদিকে, মন্দিরের পুরোহিতকে হত্যার হুমকি দিয়ে চিঠি দেওয়ায় মন্দির ও আশপাশের এলাকায় বসবাসকারী শতাধিক হিন্দু পরিবারের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

কোতোয়ালি থানার ওসি এবিএম জাহিদুল ইসলাম মন্দিরের পুরোহিতকে হত্যার হুমকি দিয়ে চিঠি আসার বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্দিরের পুরোহিত বিজয় চক্রবর্তী জানান, সোমবার (১৮ জুলাই) রংপুর নগরীর কলেজ রোড এলাকায় অবস্থিত আনন্দমসয়ী সেবা আশ্রম মন্দিরে হলুদ খামে একটি চিঠি কে বা কারা ভেতরে ফেলে দিয়ে যায়। সকালে মন্দির ঝাড়ু দেওয়ার সময় এক নারী একটি হলুদ খাম দেখে সেটা খুলে দেখতে পান পুরোহিতকে উদ্দেশ্য করে চিঠি লেখা হয়েছে। তাকে যে কোনও সময় হত্যা করা হবে হুমকি দিয়ে এ জন্য প্রস্তুত থাকতে বলা হয়। বিষয়টি মন্দিরের পুরোহিতকে জানানোর পর তিনি কোতোয়ালি থানায় খবর দিলে পুলিশ এসে চিঠির একটি কপি নিয়ে চলে যায়।

কোতোয়ালি থানার ওসি জানান, কারা চিঠি দিলো সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সেই সঙ্গে সেখানকার নিরাপত্তা জোরদার করা হচ্ছে।

এদিকে,পিরোজপুরেও দুই পুরোহিতকে চিঠি পাঠিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে। আমাদের পিরোজপুর প্রতিনিধি জানান,রবিবার রাতে পালপাড়া দুর্গা- কালী মন্দিরের পুরোহিতকে ও সোমবার সকালে কেন্দ্রীয় কালী মন্দিরের পুরোহিতকে হত্যার হুমকি দেওয়া হয়।

পালপাড়া দুর্গা-কালী মন্দিরের সভাপতি নরেন্দ্রনাথ রায় বলেন, রাতে মন্দিরের মধ্যে পুরোহিত রুহিদাস পাল ঢুকলে একটি চিঠি পড়ে থাকতে দেখেন। চিঠিতে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। বিষয়টি আমাকে জানানো হলে সোমবার সকালে জেলা প্রশাসক মো. খাইরুল আলমকে জানাই।

শহরের কেন্দ্রীয় কালী মন্দিরের পুরোহিত সলিল মুখার্জী সিবু বলেন, সকালে মন্দিরের ভেতরে একটি খাম পড়ে থাকতে দেখি। চিঠিতে আমাকে জীবননাশের হুমকি দেওয়া হয়েছে। ঘটনাটি সঙ্গে সঙ্গে মন্দির কমিটি ও পুলিশকে জানাই।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাসুমুর রহমান বিশ্বাস বলেন, এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। পুরোহিতদের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এছাড়া পটুয়াখালীতে দেশবন্ধু বিশ্বকল্যাণ গীতাশ্রমের সেবায়েতকে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা।

আমাদের পটুয়াখালী প্রতিনিধি জানান, সোমবার সকালে জেলার বাউফল উপজেলার পৌর শহরের ৫ নং ওয়ার্ডের ফুলতলা এলাকায় মন্দির প্রাঙ্গনে সেবায়েত পরিতোষ সাহাকে (৭০) হত্যার হুমকি দেয় অজ্ঞাত পরিচয় এক যুবক।

বাউফল থানার ওসি আজম খান ফারুকি জানান, ঘটনার সময় পরিতোষ সাহা মন্দিরের ধোয়া মোছার কাজ করছিলেন। এ সময় রেইন কোর্ট পড়া এক যুবক এসে তাকে ডেকে নিয়ে বলে- খেয়ে দেয়ে রেডি হও তোমার দিন শেষ। তারপর ওই যুবক স্থান ত্যাগ করে।

ওসি আরও জানান, ঘটনার পর ওই এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। বিষয়টি  গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলেও জানান ওসি।

 

আরও পড়ুন:

জঙ্গি সংগঠন থেকে বেরিয়ে এসে সঠিক তথ্য দিলে ১৫ লাখ টাকা পুরস্কার: র‌্যাব

নিখোঁজদের নিয়েই এখন যত টেনশন

জঙ্গিবাদের বিরুদ্ধে আবারও সবাইকে সতর্ক করলেন প্রধানমন্ত্রী

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
সাফের আগে চাইনিজ তাইপের বিপক্ষে সাবিনাদের ম্যাচ
সাফের আগে চাইনিজ তাইপের বিপক্ষে সাবিনাদের ম্যাচ
কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
থাইল্যান্ডের রাজা-রানির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
থাইল্যান্ডের রাজা-রানির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ