X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

শাবির প্রতিষ্ঠাকালীন উপাচার্য ছদরউদ্দিন আর নেই

শাবি প্রতিনিধি
২৩ জুলাই ২০১৬, ২৩:৫৩আপডেট : ২৪ জুলাই ২০১৬, ০০:০১

না ফেরার দেশে চলে গেলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. ছদরউদ্দিন আহমেদ চৌধুরী (ইন্না লিল্লাহি ... রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

অধ্যাপক ছদরউদ্দিন আহমদ চৌধুরী

শনিবার বিকাল সাড়ে ৪টায় রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তবে সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকায় নিয়ে আসা হয়। পরে তিনি হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

প্রতিষ্ঠাকালীন উপাচার্য ছদরউদ্দিন আহমেদ ১৯৮৯ সাল থেকে ১৯৯৩ সাল পর্যন্ত শাবির উপাচার্য ছিলেন। তার মৃত্যুতে শাবি ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। 

এদিকে, শোকসন্তুপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন শাবির বর্তমান উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভুঁইয়া, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সিনিয়র শিক্ষক ও শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব।

তিনি তিন কন্যা সন্তানের জনক ছিলেন। তার বড় মেয়ে নাসেহা চৌধুরী ও ছোট মেয়ে নাইমা চৌধুরী ঢাকায় বসবাস করছেন। আর মেজো মেয়ে ড. নাজিয়া চৌধুরী বর্তমানে শাবির পদার্থবিজ্ঞান বিভাগের প্রফেসর।

পারিবারিক সূত্র আরও জানায়, রবিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং ১১টায় হযরত শাহজালাল (রহ.) দরগাতে ড. ছদরউদ্দিন আহমদ চৌধুরীর জানাজা অনুষ্ঠিত হবে।

তিনি ১৯৩১ সালে সিলেটের গোপালগঞ্জের ফুলবাড়ি এলাকায় জন্মগ্রহণ করেন। তিনি একাধারে শিক্ষাবিদ, পদার্থ বিজ্ঞানী, ভাষাসৈনিক, গবেষক ও মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে কৃতিত্বের সঙ্গে অনার্স ও মার্স্টাস ডিগ্রি সম্পন্ন করেন। পরে ১৯৬৬ সালে যুক্তরাজ্যের ম্যানচেস্টার ইউনিভার্সিটি থেকে ‘এক্স-রে ক্রিস্টালোগ্রাফি’ বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন। দেশ-বিদেশের বিভিন্ন স্বীকৃত জার্নালে তার ৪০টিরও অধিক গবেষণা প্রকাশিত হয়েছে।

/টিএন/

আপ: এইচকে
আরও পড়ুন: চলে গেলেন বগুড়ায় নব-নির্বাচিত চেয়ারম্যান তারাজুল

সম্পর্কিত
সর্বশেষ খবর
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ