X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

চলে গেলেন বগুড়ায় নব-নির্বাচিত চেয়ারম্যান তারাজুল

বগুড়া প্রতিনিধি
২৩ জুলাই ২০১৬, ২৩:৪৫আপডেট : ২৩ জুলাই ২০১৬, ২৩:৫৩

১৫ দিন লাইফ সাপোর্টে থাকা বগুড়া জেলা আওয়ামী লীগের সদস্য, ছাত্রলীগের সাবেক নেতা ও গাবতলীর সোনারায় ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান তারাজুল ইসলাম (৪০) মারা গেছেন। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজের সহকারি অধ্যাপক, ব্রেইন ও মেরুদন্ড সার্জন ডা. ফরিদুল ইসলাম চৌধুরী শনিবার রাত সাড়ে ৮টায় তাকে মৃত ঘোষণা করেন।

গাবতলীর সোনারায় ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান তারাজুল ইসলাম

পুলিশ ও স্বজনরা জানান, বগুড়ার গাবতলী উপজেলার সোনারায় ইউনিয়নের আটবাড়িয়া গ্রামের মৃত জসমতউল্লাহর ছেলে তারাজুল ইসলাম গত ২৩ এপ্রিল তৃতীয় পর্যায়ে গাবতলীর সোনারায় ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী হয়ে নির্বাচিত হন। এ নির্বাচন, পীরগাছা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পদ ও মৎস্য প্রকল্প নিয়ে প্রতিপক্ষের সাথে বিরোধ চলছিল। এসব কারণে তিনি পরিবার নিয়ে বগুড়া শহরে বসবাস করতেন। ইউপি চেয়ারম্যান নির্বাচিত হবার পর থেকে তিনি এলাকায় যাতায়াত করতেন। গত ৮ জুলাই রাতে তিনি গ্রামের বাড়িতে বড় ভাইয়ের ঘরে স্ত্রী আঞ্জুমান আরা শাপলা ও শিশুপুত্র আরজুকে নিয়ে ঘুমিয়ে পড়েন। রাত ৩টার দিকে দুর্বৃত্তরা কৌশলে জানালা খুলে ফেলে। এরপর পিস্তল দিয়ে তিন রাউন্ড গুলিবর্ষণ করে পালিয়ে যায়। একটি গুলি তারাজুলের মাথার পিছনে, অন্যটি হাতে বিদ্ধ হয়। একটি গুলি স্ত্রী শাপলার কোমরে লেগে স্লিপ করে। প্রথমে গুলিবিদ্ধ তারাজুলকে প্রথমে বগুড়া শজিমেক হাসপাতালে নেয়া হয়। চিকিৎসকরা অপারগতা প্রকাশ করলে তাকে সিরাজগঞ্জের এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ৯ জুলাই সকালে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার স্কয়ার হাসপাতালে নেয়া হয়েছিল। বিশেষজ্ঞ চিকিৎসক অপারগতা প্রকাশ করলে তাকে লাইফ সাপোর্ট দিয়ে বগুড়া শহরের কানুচগাড়ি এলাকায় তেস্লা নিউরোসাইন্স হসপিটালে ভর্তি করা হয়। স্বজনদের অনুমতি নিয়ে ডা: ফরিদুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে একদল চিকিৎসক ৯ জুলাই রাত ১১টা থেকে ৩টা পর্যন্ত মাথায় অপারেশন করে একটি বুলেট উদ্ধার করেন। তাৎক্ষণিকভাবে চিকিৎসকরা জানান, অস্ত্রোপচার সফল হয়েছে।

ডা. ফরিদুল ইসলাম চৌধুরী জানান, গত ১৫ দিন তারাজুল ভাল থাকলেও শনিবার দুপুর ২টা থেকে তার অবস্থার অবনতি হতে শুরু করে। প্রেসার কমে যায়। অক্সিজেশন সেচুরেশন ৯০ এর উপরে থাকা প্রয়োজন হলে ৮০ তে নেমে আসে। রাত সাড়ে ৮টার দিকে মৃত ঘোষণা করা হয়। রাত পৌণে ১০টায় এ খবর লেখা পর্যন্ত বিষয়টি প্রচার হয়নি। তবে তার পরিবারের সদস্যদের অবহিত করা হয়েছে।

/এইচকে/

আরও  পড়ুন: পাবনায় পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
শিবনারায়ণের চোখে আলো দেখছেন মশিউর ও কালাম
শিবনারায়ণের চোখে আলো দেখছেন মশিউর ও কালাম
ঢাকার কোথাও হালকা বৃষ্টি, কোথাও ঠান্ডা ঝোড়ো হাওয়া
ঢাকার কোথাও হালকা বৃষ্টি, কোথাও ঠান্ডা ঝোড়ো হাওয়া
সূর্যকুমারের ছক্কায় সেঞ্চুরি ও মুম্বাইয়ের জয়
সূর্যকুমারের ছক্কায় সেঞ্চুরি ও মুম্বাইয়ের জয়
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস