X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

তেরশ্রী ট্র্যাজেডি দিবস আজ

মতিউর রহমান, মানিকগঞ্জ
২২ নভেম্বর ২০১৬, ১৭:৩৯আপডেট : ২২ নভেম্বর ২০১৬, ১৭:৩৯

তেরশ্রী শহীদ স্মৃতিস্তম্ভ আজ ২২ নভেম্বর মানিকগঞ্জবাসির এক শোকাবহ দিন। ১৯৭১ সনে এই দিনে মানিকগঞ্জের ঘিওর উপজেলার তেরশ্রীতে আলবদর ও রাজাকারদের সহযোগিতায় পাকিস্তানি হানাদার বাহিনী নৃশংস হামলা চালিয়ে ৪৩ নিরীহ গ্রামবাসীকে হত্যা করে। মুক্তিযুদ্ধের সময় এটাই ছিল মানিকগঞ্জের সবচেয়ে বড় গনহত্যার ঘটনা। দিনটি তেরশ্রী ট্রাজেডি দিবস হিসেবে পালন করা হয়।

১৯৭১ সালের আজকের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসর আল বদর, আল শামস ও রাজাকার বাহিনী তেরশ্রী গ্রামে অভিযান চালিয়ে আগুনে পুড়িয়ে, গুলি করে ও বেয়নোট চার্জ করে স্বাধীনতাকামী জমিদার সিদ্ধেশ্বর প্রসাদ রায় চৌধুরী, অধ্যক্ষ আতিয়ার রহমানসহ ৪৩ জন নিরীহ মানুষকে হত্যা করে। প্রায় ছয় ঘণ্টা ধরে নারকীয় হত্যাকাণ্ড চালানোর পাশাপাশি জ্বালিয়ে দেওয়া হয় গ্রামের পর গ্রাম। প্রতি বছর শোকে ও স্মরণে দিনটি পালিত হলেও বিচার হয়নি সেদিনের ঘাতকদের।      তেরশ্রী শহীদ স্মৃতিস্তম্ভ   

মানিকগঞ্জের ঘিওর উপজেলা সদর থেকে ৩ কিলোমিটারের উত্তরে তেরশ্রী বাজার, তেরশ্রী গ্রাম, সেনপাড়া, বড়রিয়া ও বড়বিলা একশান্ত গ্রামকে কমিউনিস্ট আন্দোলনের সূতিকাগার হিসেবে ধরা হতো। পল্লী এলাকা হলেও ব্রিটিশবিরোধী আন্দোলন ও ভাষা আন্দোলনে যথেষ্ট তৎপরতা ছিল এসব গ্রামবাসির। সেকারণে হানাদার বাহিনী ও তাদের দোসরদের প্রতিহিংসার শিকার হয় এলাকাবাসী।  

স্থানীয়রা জানান, সেই গণহত্যার সঙ্গে জড়িতদের অনেকেই আজও জীবিত আছেন। তারা বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রছায়ায় বর্তমানে ভালো আছেন।

যারা হামলার শিকার হয়েছেন ও হতাহতদের স্বজনরা বিচার না পাওয়ার ক্ষত নিয়ে বেঁচে আছেন। সেদিনের শহীদ পরিবারগুলোও এ পর্যন্ত কোনও সরকারি সহায়তা পায়নি। শহীদদের স্মরণে এলজিইডি ২৫ লাখ টাকা ব্যয়ে একটি স্মৃতি স্তম্ভ নির্মাণ করেছে কেবল।   

তৎকালীন স্বাধীনতাকামী জমিদার সিদ্ধেশ্বর প্রসাদ রায় চৌধুরীর ছেলে সোমেশ্বর প্রসাদ রায় চৌধুরী জানান, প্রতিবছরের মতো এবারও সকালে জাতীয় পতাকা উত্তোলন, শহীদ স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

আরও পড়ুন- 


কী হবে প্রধানমন্ত্রীর দিল্লি সফরে?

/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ