X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

দ্বিতীয় দিনের ধান বুঝে নিলেন সাঁওতালরা

গাইবান্ধা প্রতিনিধি
২৬ নভেম্বর ২০১৬, ০১:০৩আপডেট : ২৬ নভেম্বর ২০১৬, ০১:০৬

সাঁওতালদের ধান কাটছে চিনিকল কর্তৃপক্ষ গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতালদের রোপন করা ধান দ্বিতীয় দিনের মতো কেটে তাদের বুঝিয়ে দিয়েছে চিনিকল কর্তৃপক্ষ। শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত একটি কম্বাইন্ড হারভেস্টার মেশিন ও চিনিকলের ১শ শ্রমিক-কর্মচারী স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে এই ধান কাটেন।

এদিন ৭ একর জমির ধান কেটে মাড়াইয়ের পর ৫৬ বস্তা ধান তাদের বুঝিয়ে দেওয়া হয়।

এর আগে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) গোবিন্দগঞ্জের রংপুর চিনিকলের সাহেবগঞ্জ ইক্ষু খামারের জমিতে সাঁওতালদের রোপন করা ধান চিনিকল কর্তৃপক্ষ নিজ উদ্যোগে কেটে সাঁওতালদের বুঝে দেওয়া শুরু করে। ওই দিন প্রায় আড়াই একর জমির ধান কেটে মাড়াইয়ের পর সন্ধ্যায় ২৬ বস্তা ধান সাঁওতালদের বুঝিয়ে দেন মিল কতৃপক্ষ।

চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুল আওয়াল জানান, মেশিন দিয়ে ধান কাটা ও মাড়াই করার পর বস্তাজাত করে সাঁওতালদের দেওয়া হচ্ছে। কিন্তু শুক্রবার সকালে রংপুর চিনিকল শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তারা যৌথভাবে সাহেবগঞ্জ ইক্ষু খামারে স্বেচ্ছাশ্রমে কাস্তে নিয়ে মেশিনের পাশাপাশি সাঁওতালদের রোপনকতৃ জমির ধান কর্তনে অংশ নেয়। ফলে সারাদিন প্রায় ৯ একর জমির ধান কাটা হলেও মাত্র ৭ একর জমির ধান মাড়াইয়ের ৫৬ বস্তা সাঁওতালদের বুঝে দেওয়া হয়েছে। বাকী দুই একর জমির ধান কেটে জমিতে ফেলে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, বারনা মরমু ও আনছেন হেমভ্রমসহ সাত জনের একটি সাঁওতাল প্রতিনিধির কাছে এই ধান বুঝে দেওয়া হয়।

শুক্রবারও সকালে ধান কাটা সময় উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হান্নান, জেলা প্রশাসক কার্যালয়ের ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন ও রাফিউল আলম, গোবিন্দগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার, বাংলাদেশ চিনি খাদ্য শিল্প সংস্থার প্রতিনিধিসহ চিনিকলের কর্মকর্তা-কর্মচারিরা। এছাড়া আজ শুক্রবারও ওই এলাকায় সম্ভাব্য গোলযোগ এড়াতে প্রয়োজনীয় সংখ্যক পুলিশও মোতায়েন করা হয়।

সাঁওতাল প্রতিনিধিদের মধ্যে আনছেন হেমভ্রম জানান, তারা ধানগুলো নিয়ে তাদের পল্লীতে রাখছেন। সব ধান বুঝে পাওয়ার পর এগুলো বিক্রি করা হবে। পরবর্তীতে নিজেদের মধ্যে সেই টাকা ভাগ করে নিবেন। তিনি আরও জানান, শুক্রবার তারা ধান কাটা শেষে সন্ধ্যায় ৫৬ বস্তা ধান মিল কতৃপক্ষের কাছ থেকে বুঝে পেয়েছে।

প্রসঙ্গত, মিল কতৃপক্ষ অধিগ্রহনের চুক্তি ভঙ্গের অভিযোগ এনে গত দুই বছর থেকে সাঁওতালরা তাদের বাপ-দাদার জমি ফেরত পওয়ার জন্য আন্দোলন সংগ্রাম করার এক পর্যায়ে চলতি বছরের ১ জুলাই সাহেবগঞ্জ ইক্ষু খামারে বসতি স্থাপন করে। পরে ওই খামারের জমিতে চাষাবাদও করে। গত ৬ নভেম্বর তাদের উচ্ছেদ করা হয়। সাঁওতালরা খামারের মোট ১ হাজার ৮৪২ একর জমির মধ্যে প্রায় ১৩৫ একর জমিতে রোপা আমন ধান চাষ করেন।

 ৬ নভেম্বর গোবিন্দগঞ্জ উপজেলায় রংপুর চিনিকলের সাহেবগঞ্জ ইক্ষু খামারের জমিতে আখ কাটাতে কেন্দ্র  করে পুলিশ ও চিনিকল শ্রমিক-কর্মচারীদের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষ হয়। এতে ৯ পুলিশ তীরবিদ্ধ হয়। গুলিবিদ্ধ হন চারজন সাঁওতাল। নিহত হয় তিনজন সাঁওতাল। এছাড়া উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
সাফের আগে চাইনিজ তাইপের বিপক্ষে সাবিনাদের ম্যাচ
সাফের আগে চাইনিজ তাইপের বিপক্ষে সাবিনাদের ম্যাচ
কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ