X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

জাসদ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার, সমর্থন দেবেন আইভীকে

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৪ ডিসেম্বর ২০১৬, ১৮:৪৭আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৬, ১৮:৪৯

সেলিনা হায়াৎ আইভী ও মোসলেমউদ্দিন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে মেয়র পদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রার্থী মোসলেমউদ্দিন। তিনি সমর্থন দিয়েছেন মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীকে। রবিবার (৪ ডিসেম্বর) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ১৫ জন সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীও তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এর ফলে এখন নাসিক নির্বাচনে মেয়র পদে সাত জন, কাউন্সিলর পদে ১৫৬ জন ও নারী কাউন্সিলর পদে ৩৮ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।
রবিবার বিকাল সাড়ে ৩টায় নারায়ণগঞ্জ শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় জেলা জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কার্যালয়ে ১৪ দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে জাসদের মেয়র প্রার্থী মোসলেমউদ্দিনের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিকাল সাড়ে ৪টায় তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
এ সময় মোসলেমউদ্দিন বলেন, ‘১৪ দলের সিদ্ধান্তে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অনুরোধে আমি মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছি। জাতীয় ঐক্যের স্বার্থে ১৪ দলের সিদ্ধান্তকে মেনে নিয়েছি। আমি দলের সিদ্ধান্তে ১৪ দলের প্রার্থী ডা. সেলিন হায়াৎ আইভীকে সমর্থন করে যাব।’
বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল, জাসদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান, জেলা জাসদের সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক মোহর আলী চৌধুরী প্রমুখ।
নাসিক নির্বাচনের রিটার্নিং অফিসার নুরুজ্জামান তালুকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জাসদের প্রার্থী মোসলেমউদ্দিন মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এখন মেয়র পদে সাত জন প্রার্থী রয়েছেন। তারা হলেন আওয়ামী লীগের ডা. সেলিনা হায়াৎ আইভী, বিএনপির অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, ইসলামী ঐক্যজোটের এজহারুল ইসলাম, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, ইসলামী আন্দোলনের মুফতি মাসুম বিল্লাহ, এলডিপির কামাল প্রধান ও কল্যাণ পার্টির রাশেদ ফেরদৌস।’ এর আগে নয় জন মনোনয়ন পত্র জমা দিলেও সুলতান আহমেদ নামের একজন বিএনপি কর্মীর মনোনয়নপত্র বাতিল হয়ে যায় বলে জানান তিনি।
নুরুজ্জামান জানান, কাউন্সিলর পদের সম্ভাব্য ১৫ জন প্রার্থীও মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। তারা হলেন ৪নং ওয়ার্ডের নাজমুল হক, সালামত হোসেন সাইফুল ও সোহেল রানা; ৫নং ওয়ার্ডের গোলাম মো. কায়সার; ৬ নং ওয়ার্ডে আসলাম ও মজিবুর রহমান মণ্ডল; ৯নং ওয়ার্ডের বদিউজ্জামান বদু; ১১ নং ওয়ার্ডের মঞ্জুর হোসেন; ১২নং ওয়ার্ডের সেলিম খান; ১৭নং ওয়ার্ডের ফারহানা করিম; ১৮নং ওয়ার্ডের রাজিবুল হাসান রানা; ২৩নং ওয়ার্ডের আবদুল হালিম; ২৫নং ওয়ার্ডের হেলালউদ্দিন ও সালাউদ্দিন এবং ২৭নং ওয়ার্ডের আসাদুজ্জামান বাদল।
রিটার্নিং অফিসারের দেয়া তথ্য অনুযায়ী, নাসিক নির্বাচনে ২৭টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ১৭৬ জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এর মধ্যে ১৭১ জনের মনোনয়নপত্র বৈধ ছিল। পরে রবিবার ১৫ জন মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় এখন কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১৫৬ জন। কাউন্সিলর পদে ১৫ জন মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলেও ৯টি সংরক্ষিত নারী ওয়ার্ডে ৩৮ জন বৈধ নারী প্রার্থীর কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেনি।

/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
থাইল্যান্ডের রাজা-রানির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
থাইল্যান্ডের রাজা-রানির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
আজকের আবহাওয়া: কোন জেলায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোন জেলায় কেমন গরম পড়বে
রাফায় আবারও ব্যাপক হামলা ইসরায়েলের
রাফায় আবারও ব্যাপক হামলা ইসরায়েলের
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ