X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

নির্বাহী কর্মকর্তাহীন খাগড়াছড়ির ৩ উপজেলা

জসিম উদ্দিন মজুমদার, খাগড়াছড়ি
২৭ ডিসেম্বর ২০১৬, ১১:২৯আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৬, ১১:৪৯

খাগড়াছড়ি খাগড়াছড়ি জেলার দুর্গম উপজেলা লক্ষ্মীছড়ি, গুইমারা এবং দিঘীনালা দীর্ঘদিন ধরেই চলছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ছাড়া। এই তিন উপজেলার মধ্যে সবচেয়ে করুন অবস্থা লক্ষ্মীছড়ি উপজেলার। এই উপজেলায় ১৭টি সরকারি দফতর থাকলেও কর্মকর্তা আছেন মাত্র একজন। ফলে প্রায় সব ধরণের নাগরিক সুবিধা থেকে বঞ্চিত লক্ষ্মীছড়িসহ এই তিন উপজেলা।

১৯৮৩ সালে প্রতিষ্ঠিত খাগড়াছড়ি জেলার উপজেলার সংখ্যা ৯টি। এর মধ্যে দুর্গম উপজেলা লক্ষ্মীছড়ি, গুইমারা ও দিঘীনালায় দীঘদিন ধরেই উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস ফাঁকা থাকছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে। ফলে প্রত্যাশিত নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে এই তিন উপজেলাবাসী। এর মধ্যে লক্ষ্মীছড়ি উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ ১৬ দফতরে নেই উপজেলা পর্যায়ের কর্মকর্তা। এ নিয়ে অসন্তোষ আর নানা অভিযোগ এলাকাবাসীর।

সুমনা চাকমা নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, লক্ষ্মীছড়ি উপজেলায় তিনটি ইউনিয়ন পরিষদে প্রায় এক লাখ লোকের বসবাস। তাদের উপজেলায় ১৬ সরকারি দফতরের মধ্যে কোনও সরকারি কর্মকর্তা নেই। মানিকছড়ি উপজেলা নির্বাহী  অফিসার ভারপ্রাপ্ত হিসেবে লক্ষ্মীছড়ির দায়িত্বে আছেন। কিন্তু তিনি লক্ষ্মীছড়িতে আসেনও না। অন্য কর্মকর্তারাও নেই। ফলে নাগরিক সুবিধাবঞ্চিত লক্ষ্মীছড়িবাসী।

দিঘীনালার বাসিন্দা আবদুল হালিম বলেন, ‘দিঘীনালা উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার না থাকায় নানা সমস্যা জর্জরিত দিঘীনালা উপজেলার ছয় ইউনিয়নের লক্ষাধিক বাসিন্দা। প্রত্যাশিত নাগরিক সেবা পাচ্ছেন না তারা। দ্রুত উপজেলা নির্বাহী অফিসার পদে কারও পদায়ন করার জন্য জেলা প্রশাসক মহোদয়কে অনুরোধ জানাই।’

মুহাম্মদ নুরুন্নবী নামের স্থানীয় আরেক বাসিন্দা বলেন, ‘গুইমারা, হাফছড়ি ও সিন্দুকছড়ি নিয়ে গঠিত গুইমারা উপজেলা সৃষ্টির পর থেকে আমরা উপজেলা নির্বাহী অফিসারসহ অনেক কর্মকর্তা দেখিনি। ফলে আমরা সব নাগরিক সুবিধা থেকে বঞ্চিতই প্রায়। সবাইকে যদি মাটিরাঙায় যেতে হয় তাহলে গুইমারা উপজেলা করে লাভ কী হলো?’

লক্ষ্মীছড়ি উপজেলা চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমা বলেন, ‘১৭টি সরকারি দফতরের মধ্যে উপজেলা নির্বাহী অফিসারসহ ১৬ কর্মকর্তা নেই। শুধু উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আছেন। উপজেলা প্রশাসন স্থবির হয়ে আছে। আমি একাধিকবার জেলা পরিষদ চেয়ারম্যানসহ বিভিন্ন মন্ত্রণালয়ে চিঠি লিখেছি। কিন্তু কোনও ফল হয়নি।’

খাগড়াছড়ি জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান বলেন, ‘তিন উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নেই এটা সত্যি। এতে নাগরিকদের নানা সমস্যা হচ্ছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে এবিষয়ে লিখেছি। আশা করছি আগামী জানুয়ারি মাসের মধ্যেই এই সমস্যার সমাধান হবে।’

আরও পড়ুন- 


‘আপনারাই হিসাব করে দেখুন, আমাদের মাস চলে কী করে’

/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
লেবাননের ইসরায়েলি হামলায় ২ জঙ্গি নিহত
লেবাননের ইসরায়েলি হামলায় ২ জঙ্গি নিহত
হামলার ঘটনায় মামলা করায় এবার বোমা হামলা, আহত ১৫
হামলার ঘটনায় মামলা করায় এবার বোমা হামলা, আহত ১৫
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
রংপুর হাসপাতালে বাড়ছে হিট স্ট্রোকে আক্রান্ত রোগী, ৫ দিনে ২২ জনের মৃত্যু
রংপুর হাসপাতালে বাড়ছে হিট স্ট্রোকে আক্রান্ত রোগী, ৫ দিনে ২২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!