X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ ভাষাভিত্তিক একটি দেশ: হাসান আজিজুল হক

রাজশাহী প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০১৭, ০৮:১৫আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৭, ১০:২৭

বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণী কথাসাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হক বলেছেন, ‘পৃথিবীর মধ্যে বাংলাদেশ ভাষাভিত্তিক একটি দেশ। তবে বিভিন্ন দেশের ভাষা, শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি শেখার প্রয়োজন আছে। যে দেশের যে ভাষা, তা সেই দেশকে সমৃদ্ধ করে। ইংরেজি ভাষা আমাদের ওপর চাপিয়ে চাপিয়ে দেওয়া হয়েছে, তেমনই এই ভাষা আমাদের সমৃদ্ধও করেছে। তবে বাংলা ভাষাকে আমাদের এমন এক জায়গায় নিয়ে যেতে হবে, যেন দেশ আর পৃথিবী এক হয়ে যায়।’

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বছর জুড়ে বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেছেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ‘তোমরা দেশের ভবিষ্যৎ। এটা কথার কথা নয়। এটা বাস্তব। সঠিক সংস্কৃতির জায়গায় নিয়ে যাওয়া তোমাদের দায়িত্ব। এই বয়সে বহু রকমের পথ হাতছানি দেবে। কিন্তু মানবিকতার প্রকাশ যেন ঘটে, সে বিষয়ে খেয়াল রাখতে হবে। বই সবসময়ই মানবিকতার কথা বলে। আমরা সবাই যদি মানবিক হই, দেখবো বাংলাদেশ একদিন পরিবর্তন হয়ে গেছে।’

বিশ্বসাহিত্য কেন্দ্র ও গ্রামীণফোনের যৌথ আয়োজনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সাবেক সচিব আমিনুল ইসলাম ভূঁইয়া, বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব খায়রুল আলম সবুজ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড রাজশাহী অঞ্চলের পরিচালক অধ্যাপক ড. আব্দুল মান্নান সরকার, বিশ্বসাহিত্য কেন্দ্রের নাটোর শাখার সংগঠক ও অবসরপ্রাপ্ত অধ্যাপক অলক মৈত্র, রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. তাইফুর রহমান, গ্রামীণফোনের রাজশাহী হেড অব সার্কেল মার্কেটিং সোহেল মাহমুদ এবং উপসচিব ও বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক শরিফ মো. মাসুদ।

উল্লেখ, গ্রামীণফোনের সহযোগিতায় বিশ্বসাহিত্য কেন্দ্রের উদ্যোগে অনুষ্ঠিত বইপড়া কর্মসূচির আওতায় ৩৪টি স্কুলের ১ হাজার ৮২ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার প্রদান করা হয়েছে। এর আগে ২০১৬ সালে রাজশাহী মহানগরীর ৩৪টি স্কুলের প্রায় ৪ হাজার শিক্ষার্থী এই কর্মসূচিতে অংশগ্রহণ করে। তাদের মধ্যে মূল্যায়নপর্বে যারা কৃতিত্বের পরিচয় দিয়েছে তাদের পুরস্কারের জন্য মনোনীত করা করা হয়েছে।

বিশ্বসাহিত্য কেন্দ্র দেশভিত্তিক উৎকর্ষ কার্যক্রমের আওতায় সারাদেশে প্রায় দুই হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বই পড়া কর্মসূচি পরিচালনা করে আসছে। দুই হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় দুই লাখ ছাত্রছাত্রী বইপড়ার সুযোগ পাচ্ছে। এর মধ্যে ঢাকা ও বরিশাল মহানগরীর স্কুলসমূহের বিজয়ী ছাত্রছাত্রীকে বর্ণাঢ্য উৎসব মুখর পরিবেশে পুরস্কার প্রদান করা হয়েছে। আগামী মার্চ মাসে চট্টগ্রাম ও খুলনা মহানগরীর ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণী উৎসব সম্পন্ন হবে।’

/এফএস/ 

আরও পড়ুন- 


বাঘাইছড়ি পৌর নির্বাচন: জিরো টলারেন্সের নির্দেশ ইসি’র

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘খেলাধুলার মাধ্যমে বেড়ে ওঠা ব্যক্তিরা দ্রুত নেতৃত্ব দিতে সক্ষম’
‘খেলাধুলার মাধ্যমে বেড়ে ওঠা ব্যক্তিরা দ্রুত নেতৃত্ব দিতে সক্ষম’
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ