X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

না. গঞ্জে ২ নারীসহ অপহরণকারী চক্রের ৬ সদস্য গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২১ মার্চ ২০১৭, ১৮:০২আপডেট : ২১ মার্চ ২০১৭, ১৮:০২

অপহরণকারী চক্রের ৬ সদস্য কৌশলে অপহরণ করে মুক্তিপণ আদায়কারী সংঘবদ্ধ চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। এ চক্রটি প্রায় সাত থেকে আট বছর ধরে নারায়ণগঞ্জ ও ঢাকাসহ আশেপাশের জেরা‌য় এ ধরনের অপহরণ ও মুক্তিপণ আদায় করে আসছিল। বরিশালের একটি মাদ্রাসার অধ্যক্ষকে অপহরণ করে ১ লাখ ৩৬ হাজার টাকা মুক্তিপণ আদায়ের ঘটনা তদন্ত করতে গিয়ে এই চক্রটি ধরা পরে বলেও জানায় র‌্যাব।

মঙ্গলবার (২১ মার্চ) সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ও ডেমরা থেকে ওই ছয় জনকে গ্রেফতার করা হয়। দুপুরে নারায়ণগঞ্জের আদমজীতে অবস্থিত র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. শাকিল আহমেদের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ অভিযানের খবর জানানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন- বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ এলাকার রুহুল আমিনের মেয়ে সুমাইয়া আকতার সুমি ওরফে সাথি (২০), গাজীপুর জয়দেবপুর এলাকার আব্দুর রহিমের মেয়ে নিলা বেগম (৩৮), ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ এলাকার তারা মিয়ার ছেলে মো. শহিদুল ইসলাম ওরফে সাগর, পটুয়াখালী দশমিনা এলাকার আব্দুর রশিদ হাওলাদারের ছেলে মো. মাহবুব হাওলাদার (৩৬), চাঁদপুর হাজীগঞ্জ এলাকার মো. কুদ্দুস খাঁর ছেলে মো. ইসমাইল (২৩), নোয়াখালী সেনবাগ এলাকার মৃত সেকান্দারের ছেলে মো. সেলিম (৩২)।

র‌্যাব জানায়, বরিশাল মেহেন্দীগঞ্জ এলাকার দড়িচর খাজুরিয়া নিছারিয়া ফাজিল মাদ্রসার অধ্যক্ষ আনিছুর রহমান (৫০) গত ১৩ মার্চ সকালে প্রাতিষ্ঠানিক কাজে রাজধানীতে আসলে পূর্বপরিচিত সুমাইয়া আকতার সুমি ওরফে সাথীর সঙ্গে গুলিস্থানে যান। বিকালে তাকে নিয়ে সাথী মা বাবার সঙ্গে দেখা করতে নারায়ণগঞ্জের ফতুল্লা দেলপাড়া কুতুবপুর এলাকার বাসায় নিয়ে যায়। বাসায় নিয়ে যাওয়ার পর তাকে আটকে ফেলা হয়। এ সময় পাঁচ জন পুরুষ ও তিন জন নারী তার সঙ্গে কথা বলে এবং এক পর্যায়ে মারধর শুরু করে। কিছু আপত্তিকর ছবিও তোলে। তাকে জিম্মি করে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং পরিবারকে ফোন করে এই তিন লাখ টাকা বিকাশ করার জন্য বলে। আনিছুর রহমান তার স্ত্রী রোজিনাকে মোবাইল ফোনে জানালে ১৫ মার্চ ১ লাখ ৩৬ হাজার টাকা বিকাশের মাধ্যমে পাঠানো হয়। পরে অপহরণকারীরা আরও টাকার জন্য আনিছুর রহমানের পরিবারের সঙ্গে যোগাযোগ করে ব্যর্থ হয়ে ১৫ মার্চ দুপুর ২টায় আনিছুর রহমানকে বাসা থেকে সিএনজিতে করে সাইনবোর্ড এলাকায় নামিয়ে দেয়। ওই ঘটনায় আনিছুর র‌্যাব-১১কে জানালে অভিযান চালিয়ে ওই ছয় জনকে গ্রেফতার করা হয়।

/এফএস/ 

আরও পড়ুন- 


বেসরকারিভাবে ২ লাখ ইন্টারনেট কানেক্টিভিটি তৈরির উদ্যোগ

সম্পর্কিত
সর্বশেষ খবর
সৎ মাকে বটি দিয়ে কোপালো কিশোর, ঢামেকে মৃত্যু
সৎ মাকে বটি দিয়ে কোপালো কিশোর, ঢামেকে মৃত্যু
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বুনো হাতির আক্রমণে কৃষক নিহত
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বুনো হাতির আক্রমণে কৃষক নিহত
কোনও রান না দিয়ে ৭ উইকেট, টি-টোয়েন্টিতে ইন্দোনেশিয়ার বোলারের বিশ্ব রেকর্ড
কোনও রান না দিয়ে ৭ উইকেট, টি-টোয়েন্টিতে ইন্দোনেশিয়ার বোলারের বিশ্ব রেকর্ড
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত