X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

নির্বাচন কমিশনকে আস্থার জায়গায় নিয়ে যেতে পেরেছি: সিইসি

জামালপুর প্রতিনিধি
০৮ এপ্রিল ২০১৭, ২০:০৭আপডেট : ০৮ এপ্রিল ২০১৭, ২০:২০

নির্বাচন কমিশনকে আস্থার জায়গায় নিয়ে যেতে পেরেছি: সিইসি

সব রাজনৈতিক দলকে নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন করার আশাবাদ ব্যক্ত করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন,‘‌এরইমধ্যে নির্বাচন কমিশনকে আস্থার জায়গায় নিয়ে যেতে পেরেছি। আশা করি আগামী নির্বাচনে বিএনপিসহ সব রাজনৈতিক দল অংশ নিবে। নির্বাচন কমিশন স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্য সম্ভাব্য সবকিছু করতে প্রস্তুত।’ শনিবার দুপুরে জামালপুর জেলা সার্ভার স্টেশন উদ্বোধন শেষে সিইসি কে এম নূরুল হুদা এসব কথা বলেন।

তিনি আরও বলেন,‘সর্বশেষ অনুষ্ঠিত কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য হয়েছে। এই নির্বাচনে সবার যেমন সহযোগিতা পেয়েছি, তা অব্যাহত থাকলে যে কোনও নির্বাচন সুষ্ঠুভাবে করা সম্ভব।’

অনুষ্ঠানে সিইসি বলেন,‘বর্তমান নির্বাচন কমিশনের উপর মানুষের প্রত্যাশা অনেক বেশি। মানুষের সেই প্রত্যাশার বিষয়টি মাথায় নিয়ে সবাইকে কাজ করতে হবে। এজন্য নির্বাচনের স্টেক হোল্ডার সব রাজনৈতিক দলের সহযোগিতা কামনা করছি।’

এর আগে সিইসি কে এম নূরুল হুদা জেলা নির্বাচন অফিসের নবনির্মিত জামালপুর জেলা সার্ভার স্টেশনের ফলক উন্মোচন করেন। পরে রাজনৈতিক দলগুলোর স্থানীয় নেতাকর্মীসহ গণ্যমান্য ব্যক্তি ও নির্বাচন কর্মকর্তাদের নিয়ে এক মতবিনিময় সভায় করেন। জামালপুরের জেলা প্রশাসক শাহাবুদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ আব্দুল্লাহ। জেলা ও দায়রা জজ মো. সায়েদুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন, অতিরিক্ত পুলিশ সুপার রওনক জাহান, জেলা প্রেসক্লাবের সভাপতি শফিক জামান, জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান প্রমুখ।

/জেবি/

আরও পড়তে পারেন: ভারত-বাংলাদেশের মধ্যে ডুয়েলগেজে পণ্যবাহী ট্রেন চলাচল শুরু

সম্পর্কিত
সর্বশেষ খবর
চীনে রুপা জিতে বিশ্বকাপে বাংলাদেশের সুকান্ত ও নয়ন
চীনে রুপা জিতে বিশ্বকাপে বাংলাদেশের সুকান্ত ও নয়ন
বাংলাদেশ ব্যাংকে সংবাদকর্মীদের প্রবেশে বাধা: উদ্বিগ্ন টিআইবি
বাংলাদেশ ব্যাংকে সংবাদকর্মীদের প্রবেশে বাধা: উদ্বিগ্ন টিআইবি
আপাতত গরমেই খেলতে হচ্ছে সাবিনা-সানজিদাদের
আপাতত গরমেই খেলতে হচ্ছে সাবিনা-সানজিদাদের
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
সর্বাধিক পঠিত
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন