X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

জঙ্গি রাজীব গান্ধীর সাত দিনের রিমান্ড মঞ্জুর

গাইবান্ধা প্রতিনিধি
২৫ এপ্রিল ২০১৭, ১৭:৫৬আপডেট : ২৫ এপ্রিল ২০১৭, ১৭:৫৬

জঙ্গি রাজীব গান্ধীর সাত দিনের রিমান্ড মঞ্জুর

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বন্ধুকযুদ্ধে নিহত জেএমবি ক্যাডার তুহিন হত্যা মামলায় জঙ্গি জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধীর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার বিকেল ৩টার দিকে গাইবান্ধার আমলি আদালতের বিচারক সঞ্চিতা বিশ্বাস তার রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, গোবিন্দগঞ্জ থানার এসআই আবু বক্কর সিদ্দিক জঙ্গি রাজীব গান্ধীর ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গোবিন্দগঞ্জ থানার ওসি মো. মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ২০১৬ সালের ৯ জুন গভীর রাতে জঙ্গি জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধীর বাড়িতে জেএমবি সদস্যরা গোপন বৈঠক করছিল। বৈঠকে জেএমবির সক্রিয় সদস্য তুহিনসহ বেশ কয়েকজন অংশ নেয়। খবর পেয়ে পুলিশ গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নের মালঞ্চা গ্রামে রাজীব গান্ধীর বাড়িতে অভিযান চালায়। এসময় পুলিশের অভিযান টের পেয়ে তুহিনসহ জেএমবির সদস্যরা পুলিশের ওপর গুলি ছুড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে অন্যরা পালিয়ে গেলেও জেএমবি সদস্য তুহিন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে সেখান থেকে গোলাবারুদ ও দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জঙ্গি রাজীব গান্ধীসহ কয়েকজনকে আসামি করে গোবিন্দগঞ্জ থানায় হত্যা মামলা করা হয়। ওই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করলে শুনানি শেষে বিচারক সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে এনে রাজীব গান্ধীকে জিজ্ঞাসাবাদ করলে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।

রাজীব গান্ধী ঢাকার গুলশান হলি আর্টিজান বেকারিতে হামলার অন্যতম পরিকল্পনাকারী। তার বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পশ্চিম রাঘবপুর এলাকার ভূতমারি গ্রামে। তিনি স্কুল শিক্ষক মাওলানা ওসমান গণি মণ্ডলের ছেলে।

/জেবি/

আরও পড়তে পারেন: প্রশাসন চায় না বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করুক: প্রধান বিচারপতি

 

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ