X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

থানা হাজতে আসামির আত্মহত্যায় পুলিশের গাফিলতি ছিল: মানবাধিকার চেয়ারম্যান

সিলেট প্রতিনিধি
২২ মে ২০১৭, ১৫:০৩আপডেট : ২২ মে ২০১৭, ১৫:০৩

থানা হাজতে আসামির আত্মহত্যায় পুলিশের গাফিলতি ছিল: মানবাধিকার চেয়ারম্যান  

সিলেটের জৈন্তাপুর থানা হাজতে আসামির আত্মহত্যার ঘটনার দায় কোনভাবেই এড়াতে পারে না কর্তৃপক্ষ। তাদের দায়িত্ব অবহেলার কারণেই এ ঘটনাটি ঘটেছে। এর জন্য দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন তিনি। সোমবার (২২ মে) দুপুরে সিলেট কেন্দ্রীয় কারাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক।

হাজতির আত্মহত্যার ঘটনায় দুই পুলিশ সদস্যকে প্রত্যাহারে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ‘তাদের বিরুদ্ধে পুলিশ প্রশাসনের আরও কঠোর ব্যবস্থা নেওয়া উচিত ছিল। এই ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশন আরও তদন্ত করবে। 

তিনি জানান, ঘটনাটি গুরুত্ব সহকারে খতিয়ে দেখার জন্য কমিশনের পক্ষ থেকে তদন্ত কমিটি পাঠানো হবে।  এছাড়া যারা দীর্ঘদিন ধরে বিনা বিচারে জেল খাটছেন তাদের ব্যাপারেও খোঁজ-খবর নিচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন।প্রয়োজনে তাদের আইনি সহায়তা দেওয়া হবে। এমনকি বিচারকাজ যাতে দ্রুত শেষ করা যায় সেই চেষ্টাও করা হচ্ছে। এছাড়া যারা দীর্ঘদিন ধরে জেল খাটছেন বিচার শেষে যাতে তাদের সাজা সমন্বয় করা হয় সেই দাবিও জানান রিয়াজুল হক।

 মানবাধিকার কমিশনের চেয়ারম্যান আরও বলেন, ‘সিলেটের জৈন্তাপুর থানার একটি মডেল থানা। সেখানে আধুনিক সিসি ক্যামেরাও রয়েছে। এতোসুবিধা থাকতেও যারা আত্মহত্যাকারীকে থামাতে পারেনি তাদের এর দায় নিতেই হবে। পুলিশ কোনভাবেই এ দায় এড়াতে পারে না। এছাড়াও যারা কারাগারে ৩০ বছরের সাজাপ্রাপ্ত আসামি তাদের ২০ বছ রসাজা খাটার পরই মুক্তি দেওয়া উচিত। কারণ ২০ বছর সাজা খাটার পর আর কারও অপরাধ করার মানসিকতা থাকার কথা না।’

/জেবি/

আরও পড়তে পারেন: অর্থ আত্মসাৎ মামলায় কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক কারাগারে

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
জলবায়ু অভিযোজনে সহায়তা দ্বিগুণের সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান পরিবেশমন্ত্রীর
জলবায়ু অভিযোজনে সহায়তা দ্বিগুণের সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান পরিবেশমন্ত্রীর
গাজার ধ্বংসস্তূপ পরিষ্কারে ১৪ বছর লাগতে পারে: জাতিসংঘ
গাজার ধ্বংসস্তূপ পরিষ্কারে ১৪ বছর লাগতে পারে: জাতিসংঘ
তীব্র তাপে গলছে শরীয়তপুর-চাঁদপুর সড়কের কার্পেটিং
তীব্র তাপে গলছে শরীয়তপুর-চাঁদপুর সড়কের কার্পেটিং
সর্বাধিক পঠিত
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী