X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

হাসপাতালে অসুস্থ শিক্ষার্থীর হাতে হাতকড়া

জাবি প্রতিনিধি
২৮ মে ২০১৭, ১৭:৪১আপডেট : ২৮ মে ২০১৭, ২০:২০

জাবি শিক্ষার্থী নাজমুল হোসাইন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিক্ষার্থীদের আন্দোলনে অসুস্থ হয়ে পড়া এক ছাত্রকে হাতকড়া পরিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। ওই শিক্ষার্থীর নাম নাজমুল হোসাইন।  তিনি জাবির সরকার ও রাজনীতি বিভাগের ৪২ তম ব্যাচের ছাত্র। হাতকড়া পরিয়ে চিকিৎসা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন এনাম মেডিক্যালের অ্যাডমিশনি বিভাগের কর্মকর্তা নাজমুল হোসেন। তবে চিকিৎসাধীন শিক্ষার্থীকে হাতকড়া পরানোর বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির।
প্রসঙ্গত, জাবি উপাচার্যের বাসভবন ভাঙচুর ও শিক্ষক লাঞ্ছনার অভিযোগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়ের করা মামলায় নাজমুল হোসাইনসহ ৪২ জনকে গ্রেফতার করে আশুলিয়া থানা পুলিশ।

চিকিৎসার সময় নাজমুলের সঙ্গে থাকা শিক্ষার্থীরা জানান, সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পাঁচ তলায় ৫০৪ নম্বর ওয়ার্ডে নাজমুলকে শনিবার দিবাগত রাত আড়াইটা থেকে পুলিশি পাহারায় চিকিৎসা দেওয়া হয়। পরে গ্রেফতারকৃত অন্য ৪১ শিক্ষার্থীর সঙ্গে রবিবার দুপুরে তাকে আদালতে পাঠায় পুলিশ। তারা আরও জানান,  শনিবার রাতে উপাচার্যের বাসভবন প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালনকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন নাজমুল। রাত ৮টার দিকে তিনি বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে চিকিৎসা নিতে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। এরই মধ্যে রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন হল ছাড়ার নির্দেশ দেয়। একইসঙ্গে ৪২ শিক্ষার্থীর নামে মামলা করে।  এর পরেই আশুলিয়া পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম মেডিক্যালে পৌঁছায়। নাজমুলকে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে পুলিশি পাহারায় এনাম মেডিক্যালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে ভর্তি করা হলে রাত আড়াইটার দিকে বেডে শোয়া অবস্থায় হাতকড়া পরান আশুলিয়া পুলিশের এক সদস্য। এ সময় নাজমুলের পায়েও বেড়ি লাগানোর চেষ্টা করা হয় বলে শিক্ষার্থীরা অভিযোগ করেন।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিনুল কাদির বলেন, ‘গ্রেফতার হওয়া শিক্ষার্থীরা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছিলেন। তাদের নিরাপত্তা ও চিকিৎসা নিশ্চিত করা আমাদের দায়িত্ব।’ অসুস্থ শিক্ষার্থীর হাতে হাতকড়া পড়ানোর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না।’

 উল্লেখ্য,  শুক্রবার (২৬ মে) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সিঅ্যান্ডবি এলাকায় বাসচাপায় জাবির দুই শিক্ষার্থী নিহত হন। ওই দুই শিক্ষার্থীর পরিবারকে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়াসহ শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বিচার ও নিরাপদ সড়কের দাবিতে শনিবার রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের বাসভবন ঘেরাও করেন শিক্ষার্থীরা। এ সময় উপাচার্যের ভবনে ভাঙচুরও চালানো হয়। এ ঘটনায় ৪২ শিক্ষার্থীকে আটক করে পুলিশ। এছাড়া বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণাসহ রবিবার সকাল ১০টার মধ্যে সব শিক্ষার্থীকে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়।

/বিএল/এমএনএইচ/

আরও পড়ুন:
জাবিতে ৪২ শিক্ষার্থী গ্রেফতার, রবিবার সকালেই হল ছাড়ার নির্দেশ

সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা