X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

সংস্কার নয়, বগুড়া মহাসড়ক পুনর্নির্মাণ করা হোক

নাজমুল হুদা নাসিম, বগুড়া
১৯ জুন ২০১৭, ০৯:৩০আপডেট : ১৯ জুন ২০১৭, ০৯:৩৭

  পিচ উঠে গিয়ে রাস্তায় সৃষ্টি হয়েছে গর্তের, ছবি: বগুড়া প্রতিনিধি

ঢাকা-রংপুর ও বগুড়া-নাটোর মহাসড়কের বগুড়া অংশের অবস্থা বেহাল। রাস্তার অনেক জায়গায় কার্পেটিং উঠে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। দুর্ঘটনা এড়াতে গাড়িগুলো এমনিতেই ধীরে চলাচল করে। এর মধ্যে ঈদ আসন্ন হওয়ায় রাস্তায় গাড়ির চাপও বাড়ছে। ফলে ঈদ যাত্রায় গাড়ি চালক ও যাত্রীদের ভোগান্তিতে পড়তে হবে বলে ধারণা করা হচ্ছে। তাই পরিবহন শ্রমিকদের দাবি, ‘সংস্কার নয়, অবিলম্বে মহাসড়কটি পুনর্নির্মাণ করা হোক।’

তবে বগুড়া সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী আবদুল হালিম বলছেন, এখনই পুনর্নির্মাণ সম্ভব নয়। মহাসড়কে মাত্র ১৬-১৭ কিলোমিটার অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে ঈদের আগেই সংস্কার কাজ শেষ করা হবে।

সরেজমিন বগুড়ার দক্ষিণে শেরপুর থেকে উত্তরে শিবগঞ্জের রহবল বাজার পর্যন্ত ঘুরে দেখা গেছে, অন্তত ২৫ কিলোমিটার রাস্তার বিভিন্ন স্থানে পিচ-পাথর উঠে গর্তের সৃষ্টি হয়েছে। অনেক স্থানে খোয়াও উঠে গেছে। শাজাহানপুর উপজেলার নয়মাইলসহ বিভিন্ন স্থান ও শিবগঞ্জের পাকুরতলা এলাকায় রাস্তার অবস্থা সবচেয়ে খারাপ। একটু বৃষ্টি হলেই গর্তগুলো পানিতে ভরে যায়। এতে চালকদের গাড়ি চলাতে সমস্যা হয়। আবার এসব গর্তে পড়ে গাড়ির স্প্রিংসহ বিভিন্ন যন্ত্রাংশ ভেঙে যাচ্ছে। রাতে সমস্যা আর বেশি।

বগুড়া-রংপুর রুটের আগমনী পরিবহনের চালক আবদুস সাত্তার বলেন, ‘পাকুরতলা এলাকায় ২-৩ কিলোমিটার মহাড়কের অবস্থা খুবই খারাপ।  কয়েকদিন আগে রংপুরে যাওয়ার সময় আমার গাড়ির সামনের স্প্রিং ভেঙে যায়। অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে গেছি।’

শাজাহানপুরের নয়মাইল এলাকায় সিএনজি অটোরিকশা চালক মোখলেসুর রহমান জানান, দীর্ঘদিন সংস্কার না করায় বগুড়ার বনানী থেকে শেরপুর পর্যন্ত মহাসড়কের বিভিন্ন স্থানে পিচ-পাথর উঠে গেছে। শিবগঞ্জ অংশের অবস্থা আরও খারাপ।

একই কথা বললেন মাটিডালি মোড়ের পিকআপ চালক আবদুর রশিদ। তিনি বলেন, ‘৫-৬ বছর আগে গলব্লাডারের অপারেশন করিয়েছেন। রাস্তা এতটাই খারাপ যে গাড়ি চালাতে গিয়ে প্রচণ্ড ঝাঁকুনিতে অপারেশনের স্থানে ব্যথা হয়।’

বগুড়া-নাটোর মহাসড়কের বগুড়ার শাকপালা থেকে নন্দীগ্রামের রনবাঘা পর্যন্ত ৩২ কিলোমিটার অংশ বগুড়া সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন। গত কয়েকদিনের বৃষ্টিতে মহাসড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানি জমে থাকা এসব গর্তে গাড়ির চাকা পড়লে প্রচণ্ড ঝাঁকুনি হয়।

বগুড়া মোটর মালিক গ্রুপের আহ্বাবায়ক কমিটির সদস্য শাহ্ আখতারুজ্জামান ডিউক জানান, মহাসড়কের বগুড়া অংশের বিভিন্ন স্থানে অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। এতে গাড়ি ক্ষতিগ্রস্ত এবং ধীর গতিতে চলাচল করতে হচ্ছে। এরপরও সড়ক ও জনপথ বিভাগ সংস্কারে কাজ করছে।

সওজ-এর নির্বাহী প্রকৌশলী আবদুল হালিম জানান, বৃষ্টিসহ নানা কারণে সিরাজগঞ্জের চান্দাইকোনা থেকে গাইবান্ধার রহবল পর্যন্ত বগুড়ার ৬৫ কিলোমিটার মহাসড়কের প্রায় ১৫ কিলোমিটার অংশ ক্ষতিগ্রস্ত। পাকুড়তলা এলাকায় ঠিকাদার কার্পেটিং তুলে কাজ করছে। বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রামের রনবাঘা পর্যন্ত ৩২ কিলোমিটারের মধ্যে বর্তমানে প্রায় দুই কিলোমিটার অংশ খারাপ। আবহাওয়া অনুকুলে থাকলে ঈদের আগেই দুটি মহাসড়কে সংস্কার কাজ শেষ হবে। জনগণ নির্বিঘ্নে ঈদের ছুটি কাটাতে বাড়িতে ফিরতে পারবেন।

তিনি আরও বলেন, ‘ঢাকা-রংপুর মহাসড়কের বগুড়া অংশ দিয়ে উত্তরাঞ্চলের ১১ জেলা থেকে রাজধানীসহ বিভিন্ন জেলায় প্রতিদিন গড়ে ২০ হাজার যানবাহন চলাচল করে। মহাসড়কটি চারলেনে উন্নীত করা ঘোষণা হয়েছে। বর্তমানে মহাসড়কটি পুননির্মাণ দরকার। সংস্কার করলে শুধু অর্থের অপচয় হবে। এরপরও সংস্কারের কথা ভাবা হচ্ছে। প্রতিবছর মোটা অংকের অর্থ ব্যয়ে সংস্কার করা হলেও তা স্থায়ী হচ্ছেনা।’

 

/এসটি/

আরও পড়ুন: রাঙ্গুনিয়ায় বসতভিটা হারানোর শঙ্কায় অর্ধ-শতাধিক পরিবার

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
সৎ মাকে বটি দিয়ে কোপালো কিশোর, ঢামেকে মৃত্যু
সৎ মাকে বটি দিয়ে কোপালো কিশোর, ঢামেকে মৃত্যু
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বুনো হাতির আক্রমণে কৃষক নিহত
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বুনো হাতির আক্রমণে কৃষক নিহত
কোনও রান না দিয়ে ৭ উইকেট, টি-টোয়েন্টিতে ইন্দোনেশিয়ার বোলারের বিশ্ব রেকর্ড
কোনও রান না দিয়ে ৭ উইকেট, টি-টোয়েন্টিতে ইন্দোনেশিয়ার বোলারের বিশ্ব রেকর্ড
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত