X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

বানারীপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতিকে গ্রেফতার ও বহিষ্কার

বরিশাল প্রতিনিধি
১৭ জুলাই ২০১৭, ১৫:১৮আপডেট : ১৭ জুলাই ২০১৭, ১৫:১৮

বহিষ্কৃত বানারীপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন হোসেন মোল্লা (ছবি-বরিশাল প্রতিনিধি)

 

বরিশালের বানারীপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন হোসেন মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। অপরদিকে তাকে পদ থেকে বহিষ্কার করেছে জেলা ছাত্রলীগ। সোমবার ভোরে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক।

তিনি জানান, বানারীপাড়ার সলিয়াবাকপুর ইউনিয়নের বেতাল গ্রামে নববধূকে ধর্ষণের ঘটনায় বানারীপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন মোল্লার বিরুদ্ধে রবিবার বিকেলে মামলা হয়। নারী নির্যাতনের ওই মামলা তাকে রবিবার রাতেই গ্রেফতার করা হয়।

বহিষ্কার আদেশ (ছবি- বরিশাল প্রতিনিধি)

এক জরুরি সভার মাধ্যমে ছাত্রলীগের ইমেজ রক্ষায় ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বানারীপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন মোল্লাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়। তাকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে সুপারিশ করেছে জেলা ছাত্রলীগ।

এ ঘটনায় রবিবার রাতে সুমন হোসেন মোল্লা বরিশাল মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র কাছে আশ্রয় ও সহযোগিতা জন্য আসে। কিন্ত সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ তাকে আশ্রয় ও সহায়তা দিতে অস্বীকৃতি জানান এবং বিষয়টি আইনগতভাবে মোকাবিলার পরামর্শ দেন। তিনি বরিশাল কোতওয়ালি থানা পুলিশকে খবর দেন। পরে বানারীপাড়া থানা পুলিশ এসে সুমন হোসেন মোল্লাকে নিজেদের হেফাজতে নিয়ে যায়।

সোমবার তাকে বরিশালে আদালতে পাঠানো হয়েছে বলে জানান বানারীপাড়া থানার ওসি সাজ্জাদ হোসেন।

এ ব্যাপারে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেন, ‘সুমন মোল্লা যদি অপরাধ করে থাকে বা দোষী হয় তাহলে আইন তার বিচার করবে। তাই আইনের হাতে তাকে তুলে দিতে পুলিশকে সাহায্য করা হয়েছে। আওয়ামী লীগ অপরাধীদের প্রশ্রয় দেয় না।’

/জেবি/

আরও পড়তে পারেন: স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে মামলা

ডুমুরিয়ায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
আদালত চত্বর থেকে জঙ্গি ছিনতাইয়ের মামলায় প্রতিবেদন ১০ জুন
আদালত চত্বর থেকে জঙ্গি ছিনতাইয়ের মামলায় প্রতিবেদন ১০ জুন
‘কোন মার্কায় ভোট দেবে’ পাশে দাঁড়িয়ে বলে দিচ্ছেন আরেকজন
‘কোন মার্কায় ভোট দেবে’ পাশে দাঁড়িয়ে বলে দিচ্ছেন আরেকজন
নিজ্জার হত্যা: কানাডার আদালতে হাজির অভিযুক্ত তিন ভারতীয়
নিজ্জার হত্যা: কানাডার আদালতে হাজির অভিযুক্ত তিন ভারতীয়
পাওল নাটোর্পের রবীন্দ্র-মূল্যায়ন
পাওল নাটোর্পের রবীন্দ্র-মূল্যায়ন
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা