X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

রুস্তম আলী ফরাজীকে হত্যাচেষ্টার অভিযোগে যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ নেতাদের বিরুদ্ধে মামলা

পিরোজপুর প্রতিনিধি
২৪ জুলাই ২০১৭, ২২:০০আপডেট : ২৪ জুলাই ২০১৭, ২২:৩৯

স্বতন্ত্র সংসদ সদস্য রুস্তম আলী ফরাজী পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজীকে হত্যাচেষ্টার অভিযোগে মঠবাড়ীয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী মাসুম বিল্লাহ বাদী হয়ে স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কয়েজন নেতাসহ নাম উল্লেখ করে ১০ জন ও অজ্ঞাতনামা আরও ২০/২৫ জনের বিরুদ্ধে এই মামলা দায়ের করেন। মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মাজহারুল আমীন মামলার তথ্য নিশ্চিত করেছেন। তবে সংসদ সদস্যকে হত্যাচেষ্টার অভিযোগ অস্বীকার করেছে ছাত্রলীগ-যুবলীগ।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি মাজহারুল জানান, জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে মঠবাড়িয়া উপজেলা মৎস্য বিভাগ সোমবার (২৪ জুলাই) সাপলেজা মডেল মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজী। প্রধান অতিথির বক্তব্যে তিনি মঠবাড়িয়ায় মাদক সেবন ও বিক্রির সঙ্গে ছাত্রলীগ-যুবলীগের জড়িত থাকার অভিযোগ করেন। এসময় সভায় হট্টগোল শুরু হয়। এক পর্যায়ে যুবলীগ ও ছাত্রলীগের উপস্থিত নেতাকর্মীরা তাকে অবরুদ্ধ করে ফেলে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।
এ ঘটনার পর সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী মাসুম বিল্লাহ বাদী হয়ে মঠবাড়িয়া থানায় মামলা দায়ের করেন। মামলায় সাপলেজা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সওকাতুল আলম সুমন, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম লিমন, ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরুল আমীন রাসেল, সাধারণ সম্পাদক ফারুক পাহলোয়ান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সমীর সাহা, সাধারণ সম্পাদক ইকবাল মোল্লাসহ ১০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ২০/২৫ জনকে আসামি করা হয়। এর আগে গত ৬ জুলাই সংসদ সদস্য রুস্তমের অনুসারী ফারুক হোসেন বাদী হয়ে তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় যে মামলা করেছিলেন, তার ১নং আসামি ছিলেন ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরুল আমীন রাসেল।
এ প্রসঙ্গে জানতে চাইলে সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শাপলেজার ইউপি চেয়ারম্যান মিরাজ মিয়া জেলেদের তিন মাসের চাল আত্মসাৎ করেছেন। আমি এ বিষয়ে কথা বলেছি। আমি ডাকাতদের বিরুদ্ধে কথা বলেছি। আমি মাদকের বিরুদ্ধে কথা বলেছি। এ কারণেই স্থানীয় পলাশ, জাহিদুল, ইকবাল মোল্লা, ফয়সাল, সাইফুল, সমীর, ফারুক পাহলোওয়ান সুমনসহ কয়েকজন দা-কুঠার নিয়ে আমাকে হত্যার চেষ্টা চালায়। তারা আমার অনুসারী জয়নাল ও আনসারকে মারধর করে।’ কোনও সংগঠনকে নিয়ে তিনি বক্তব্য রাখেননি বলে দাবি করেন। তিনি আরও বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ না থাকলে হামলাকারীরা আমাকে মেরে ফেলত।’
সংসদ সদস্যের সব অভিযোগ অস্বীকার করছেন স্থানীয় ছাত্রলীগ-যুবলীগ নেতারা। শাপলেজা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সভাপতি মিরাজ মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ডা. রস্তুম আলী ফরাজী মৎস্য বিভাগ আয়োজিত সভায় ছাত্রলীগ ও যুবলীগকে সন্ত্রাসী, ডাকাত, ভূমিদস্যু বলায় ছাত্রলীগ ও যুবলীগ কর্মীরা তাকে সকাল সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত অবরুদ্ধ করে রাখে। এসময় তার বক্তব্য প্রত্যাহারের দাবি জানানো হয়। কিন্তু সংসদ সদস্য তাকে হত্যাচেষ্টার যে অভিযোগ এনেছেন, তা একেবারেই ভিত্তিহীন।’
সাপলেজা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সওকাতুল আলম সুমন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সকাল ১১টার দিকে আমি ও ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক লিমনসহ কয়েকজন বাজার এলাকায় বসেছিলাম। স্কুলের দুই শিক্ষার্থী এসময় আমাদের ফোন করে জানায় যে ক্লাস বন্ধ করে সংসদ সদস্য সভা করছেন। এরপর আমরা স্কুলের দিকে যাই। সেখানে বেশ কয়েকজন অভিভাবকও ছিলেন। অভিভাবকরা অভিযোগ করেন, জেলেদের ছাড়াই মৎস্য সপ্তাহের আয়োজন করেছে মৎস্য বিভাগ। তারা বলেন, আমরা সন্তানদের স্কুলে পাঠিয়েছি পড়ালেখা করাতে, সভায় যোগ দিতে নয়।’
মঠবাড়িয়া থানার ওসি (তদন্ত) মাজহারুল আমীন বলেন, সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী মাসুম বিল্লাহ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় হত্যাচেষ্টা, হুমকি ও চুরির অভিযোগ করা হয়েছে। মামলার আসামির তালিকায় স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন নেতার নাম আছে।’

আরও পড়ুন-

দুরারোগ্য ‘ডুশিনি মাসকুলার ডিসট্রফি’ রোগে আক্রান্ত সবুরের মৃত্যু

সহায়ক সরকারের অধীনে নির্বাচন চায় বিএনপি: নজরুল ইসলাম খান

দেশ বাঁচাতে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে: শামীম ওসমান

/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাফায় আবারও ব্যাপক হামলা ইসরায়েলের
রাফায় আবারও ব্যাপক হামলা ইসরায়েলের
স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে ছেলে, রান্নাঘরে পুড়ে মারা গেলেন মা
স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে ছেলে, রান্নাঘরে পুড়ে মারা গেলেন মা
২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
কুমিল্লা শিক্ষা প্রকৌশল কার্যালয়ে ঠিকাদারকে মারধর২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ