X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

সহায়ক সরকারের অধীনে নির্বাচন চায় বিএনপি: নজরুল ইসলাম খান

রাজশাহী প্রতিনিধি
২৪ জুলাই ২০১৭, ২০:২৫আপডেট : ২৪ জুলাই ২০১৭, ২০:২৫

বিএনপির স্থানীয় কমিটির সদস্য নজরুল ইসলাম খান বিএনপির স্থানীয় কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘বিএনপিতে গৌরব করার অনেক কিছু আছে। লজ্জার কিছু নাই। কিন্তু আওয়ামী লীগে লজ্জিত হওয়ার অসংখ্য ঘটনা আছে। তত্ত্বাবধায়ক সরকারের জন্য দিনের পর দিন আন্দোলন করেছে আওয়ামী লীগ। অথচ এই তত্ত্বাবধায়ক সরকার যখন বিএনপি চাচ্ছে, তখন আওয়ামী লীগ বলছে সেটা সংবিধানের নেই। আমরা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নয়, নির্বাচনকালীন একটি সহায়ক সরকারের অধীনে নির্বাচন চাই।’

সোমবার (২৪ জুলাই) দুপুরে রাজশাহী নগরীর সিটি কনভেশন সেন্টারে মহানগর বিএনপির সদস্য সংগ্রহ ও পদ নবায়ন অনুষ্ঠানে নজরুল ইসলাম খান এসব কথা বলেন।

নির্বাচন কমিশনের নবনিযুক্ত সচিবের সমালোচনা করে বিএনপির এই কেন্দ্রীয় নেতা আরও বলেন, ‘নির্বাচন কমিশনকে শুধু নিরপেক্ষ হলেই চলবে না। নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি নিরপেক্ষ লোক দিয়েই তা সাজাতে হবে। আর বিএনপিকে নির্বাচনে নিতে হলে সহায়ক সরকারের দাবি মানতেই হবে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় বিএনপি। আমরা নির্বাচনের মাধ্যমেই রাষ্ট্র পরিচালনা করে পরিবর্তনে বিশ্বাসী।’

সম্প্রতি তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সঙ্গে আলোচনা চলছে এ প্রসঙ্গে বিএনপি নেতা নজরুল ইসলাম খান বলেন, ‘লন্ডনে অবস্থানরত বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার ক্ষমতা সরকারের নেই। ইন্টারপোল পরিষ্কার বলে দিয়েছে এই ইস্যুতে তারা মাথা ঘামাতে রাজি নয়।’

সহায়ক সরকারের অধীনে নির্বাচন চায় বিএনপি: নজরুল ইসলাম খান নতুন সদস্যদের উদ্দেশ্যে নজরুল ইসলাম খান বলেন, আপনাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। যেকোনও অভিযোগ থাকলে তা দলীয় ফোরামে আলোচনা করতে হবে। দলে থেকে দলের সিদ্ধান্তের বাইরে যাওয়া যাবে না, প্রয়োজনে দল থেকে পদত্যাগ করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, ‘সহায়ক সরকারের অধীনে নির্বাচন হবে। কোনও ভুয়া কমিশন দিয়ে নির্বাচন হতে দেওয়া যাবে না। বিএনপি কোনও নির্বাচনকে ভয় পায় না। তাই দেশে ব্যক্তি নির্বাচনকে মেনে নেওয়া যাবে না।’

রাজশাহী মহানগর বিএনপির সভাপতি ও সিটি মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নকলের অভিযোগ, জবাব দিলেন ‘জংলি’র পরিচালক
নকলের অভিযোগ, জবাব দিলেন ‘জংলি’র পরিচালক
সংসদে উঠলো পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা বিল
সংসদে উঠলো পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা বিল
তৃণমূলে দীর্ঘ হচ্ছে বহিষ্কারের তালিকা, চ্যালেঞ্জের মুখে বিএনপি
তৃণমূলে দীর্ঘ হচ্ছে বহিষ্কারের তালিকা, চ্যালেঞ্জের মুখে বিএনপি
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া