X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

জয়পুরহাটে বন্যার পানি বাড়ছে: ১৫ শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান স্থগিত

জয়পুরহাট প্রতিনিধি
১৬ আগস্ট ২০১৭, ২০:১৬আপডেট : ১৬ আগস্ট ২০১৭, ২০:১৭

জয়পুরহাটে বন্যা প্রবল বর্ষণ আর উজানের ঢলে জয়পুরহাটে বন্যার পানি আশঙ্কাজনক হারে বাড়ছে। জেলার তুলশীগঙ্গা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বেশ কয়েকটি জায়গায় ফাটল দেখা দেওয়ায় হুমকির মুখে পড়েছে পুরো বাঁধ। বন্যার কারণে জেলার মাধ্যমিক ও প্রাথমিক ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান স্থগিত করা হয়েছে। পানি বেড়ে যাওয়ায় জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কের বানিয়াপাড়া, কোমরগ্রাম, হিচমি ও পল্লীবিদ্যুতের প্রায় পাঁচ কিলোমিটার অংশ ডুবে গেছে। বর্তমানে ওইপথে ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। জেলার তুলশীগঙ্গা নদীর পানি বিপদসীমার ৬০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 

সরেজমিনে জয়পুরহাট বন্যা নিয়ন্ত্রণ বাঁধের আক্কেলপুর উপজেলার মাদারতলী এলাকায় গিয়ে দেখা গেছে, নদীর বাম তীরের প্রায় ১৫ ফুট বাঁধ ধসে গেছে। খবর পেয়ে পানি উন্নয়ন বিভাগের সহকারী বিভাগীয় প্রকৌশলী নজমুল হক স্থানটি পরিদর্শন করেন। পরে স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় বাঁধটি মেরামত করা হয়। বন্যার পানিতে আক্রান্ত হওয়ায় জেলার ৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১১টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান স্থগিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জয়পুরহাটে বন্যা জেলার মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইব্রাহিম খলিলুল্লাহ এবং বদরুজ্জেহা বেগম জানান,বন্যায় জলমগ্ন হয়ে পড়ায় ঝুঁকির কারণে জেলার ১১টি মাধ্যমিক এবং ৪টি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান স্থগিত করা হয়েছে।

জেলার পানি উন্নয়ন বিভাগের সহকারী বিভাগীয় প্রকৌশলী একেএম নজমুল হাসান বলেন, ‘নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নিয়ে আমরা আতঙ্কের মধ্যে আছি। তুলশীগঙ্গা নদীর পানি বুধবার (১৬ আগস্ট) বিকাল ৫টা পর্যন্ত বিপদসীমার ৬০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে তিনি জানান। 

/এএম

সম্পর্কিত
সর্বশেষ খবর
সৎ মাকে বটি দিয়ে কোপালো কিশোর, ঢামেকে মৃত্যু
সৎ মাকে বটি দিয়ে কোপালো কিশোর, ঢামেকে মৃত্যু
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বুনো হাতির আক্রমণে কৃষক নিহত
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বুনো হাতির আক্রমণে কৃষক নিহত
কোনও রান না দিয়ে ৭ উইকেট, টি-টোয়েন্টিতে ইন্দোনেশিয়ার বোলারের বিশ্ব রেকর্ড
কোনও রান না দিয়ে ৭ উইকেট, টি-টোয়েন্টিতে ইন্দোনেশিয়ার বোলারের বিশ্ব রেকর্ড
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত