X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘পুকুরে কেটলি ধুতে গিয়ে তার দেখতে পাই, পুলিশ তার ধরে বোমা খুঁজে পায়’

বাদল সাহা, গোপালগঞ্জ
২০ আগস্ট ২০১৭, ১৮:২৫আপডেট : ২৪ আগস্ট ২০১৭, ১৫:০৩

কোটালীপাড়া শেখ লুৎফর রহমান সরকারি আদর্শ কলেজ ‘আমার দোকানের দক্ষিণ পাশে পুকুর ঘাট। সেখানে আমি চায়ের কেটলি ধুতে যাই। এসময় পুকুরের মধ্যে একটি তার দেখতে পাই। কয়েকদিন বৃষ্টি হওয়ায় শ্যাওলার সঙ্গে তারটি ভেসে উঠেছিল। তার ধরে টান দেওয়ার পর দেখি মাটির নিচ দিয়ে তারটি উত্তর দিকে চলে গেছে। এরপর দোকানে এসে বিষয়টি এলাকার লোকজনকে জানাই। পরে পুলিশ এসে তারের সূত্র ধরে প্রধানমন্ত্রীর জনসভাস্থল থেকে বোমা উদ্ধার করে।’

২০০০ সালের ২০ জুলাই গোপালগঞ্জের কোটালীপাড়ায় পুকুরের মধ্যে বোমার তার খুঁজে পাওয়া চায়ের দোকানদার বদিউজ্জামান সরদার সেদিনের ঘটনার এভাবেই বর্ণনা দেন। বাংলা ট্রিবিউনকে তিনি আরও বলেন, ‘ওই ঘটনায় আমাকে হেফাজতে নিয়েছিল পুলিশ। পরে প্রধানমন্ত্রী আমাকে পুরস্কারও দেন।’ এই তারের সূত্র ধরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাস্থল থেকে ৭৬ কেজি ওজনের বোমা উদ্ধার করে পুলিশ। পরদিন হেলিপ্যাড থেকে উদ্ধার করা হয় ৮০ কেজি ওজনের আরেকটি বোমা। ব্যর্থ হয় কুখ্যাত জঙ্গি মুফতি হান্নানের চক্রান্ত।

সেই পুকুর কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বোমা পুঁতে হত্যাচেষ্টা মামলার ১০ আসামিকে রবিবার (২০ আগস্ট) ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া, আরও ১৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ রায়ে গোপালগঞ্জের সর্বস্তরের মানুষ সন্তুষ্টি প্রকাশ করেছেন। দ্রুত ফাঁসির রায় কার্যকরের দাবি জানিয়েছেন তারা। বদিউজ্জামান বলেন,‘এ রায়ে আমি খুশি। এখন দ্রুত রায় কার্যকর দেখতে চাই।’

এ মামলার অন্যতম সাক্ষী কোটালীপাড়া পৌরসভার মেয়র এইচএম অহিদুল ইসলাম বলেন, ‘এ মামলায় আমি সাক্ষ্য দিয়েছি। রায়ে খুশি হয়েছি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আল্লাহ সহায় ছিলেন বলেই প্রধানমন্ত্রী জনসভা শেষে প্রাণে বেঁচে ফিরেছিলেন।’ মামলার বাদী কোটালীপাড়া থানার তৎকালীন এসআই (এখন অবসরপ্রাপ্ত) নূর হোসেন বলেন, ‘ওই সময় আমি বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি মামলা করি। অনেক তদন্ত ও সাক্ষ্যগ্রহণ শেষে দীর্ঘ ১৭ বছর পর মামলার রায় হয়েছে। এ রায়ে আমি খুশি। রায় দ্রুত কার্যকরের দাবি জানাচ্ছি।’

আদালত সূত্রে জানা গেছে, ২০০০ সালের ২২ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোটালীপাড়া সফর ছিল। এ সফর উপলক্ষে কোটালীপাড়া শেখ লুৎফর রহমান সরকারি আদর্শ কলেজ মাঠ প্রাঙ্গণে জনসভার প্যান্ডেল তৈরি করা হয়। সফরের আগে ২০ জুলাই সেখানকার একটি চায়ের দোকানের পেছনে দেখতে পাওয়া একটি বৈদ্যুতিক তারের সূত্র ধরে জনসভাস্থল থেকে প্রথমে ৭৬ কেজি ওজনের একটি শক্তিশালী বোমা উদ্ধার করা হয়। পরদিন ৮০ কেজি ওজনের আরও একটি বোমা উদ্ধার করা হয়।

সেদিনের জনসভাস্থল এ ঘটনায় ওইদিনই কোটালীপাড়া থানার এসআই  নূর হোসেন ২৫ জনকে আসামি করে একটি মামলা করেন। ২০০১ সালের ৮ এপ্রিল গোপালগঞ্জের আদালতে মুফতি আব্দুল হান্নান মুন্সিসহ আটজনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করেন সিআইডির সহকারী পুলিশ সুপার মুন্সী আতিকুর রহমান। পরে ২০০৯ সালের ২৯ জুন আরও ৯ জনকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করে সম্পূরক চার্জশিট দেওয়া হয়। ২০১০ সালে মামলাটি গোপালগঞ্জ থেকে ঢাকার ২ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। তবে অন্য মামলায় মুফতি হান্নানের ফাঁসি কার্যকর হওয়ায় এ মামলা থেকে তাকে বাদ দেওয়া হয়েছে।

ওই বছরের ২৫ জুলাই পুলিশ গোপালগঞ্জ শহরের বিসিক শিল্পনগরী থেকে হরকাতুল জিহাদ নেতা মুফতি আব্দুল হান্নান মুন্সির হেমাঙ্গনের ভাড়াকরা বাসভবন ও সাবান ফ্যাক্টরি থেকে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে। মুফতি হান্নানের বাড়ি কোটালীপাড়ার হিরন গ্রামে। পাকিস্তানে একটি মাদ্রাসায় পড়াশোনার সময়ে সে জঙ্গিবাদে জড়িয়ে পড়ে। আফগান যুদ্ধেও অংশ নেয় কুখ্যাত এ জঙ্গি।

রবিবার এ মামলার রায় প্রকাশের পর গোপালগঞ্জ জেলা পরিষদের সদস্য নজরুল ইসলাম হাজরা মন্নু সন্তুষ্টি প্রকাশ করে বলেন,‘কোটালীপাড়ায় কোনও জঙ্গির ঠাঁই হবে না। আমরা জঙ্গিবাদকে যেকোনও মূল্যে প্রতিহত করবো।’ কোটালীপাড়া উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার বলেন, ‘সাজাপ্রাপ্তদের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি পলাতক আসামিদের গ্রেফতার করে সাজা কার্যকর করতে হবে।’

এ ব্যাপারে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ নেতা এনায়েত হোসেন ও জেলা যুবলীগ সাধারণ সম্পাদক এমবি সাইফ জানান, কোটালীপাড়ায় বোমা পুঁতে প্রধানমস্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়েছিল। দীর্ঘদিন পরে হলেও আমরা হত্যাচেষ্টা মামলার বিচার পেয়েছি। এ রায়ে আমরা খুশি। দ্রুত ফাঁসির রায় কার্যকর করার মাধ্যমে গোপালগঞ্জকে কলঙ্কমুক্ত করা হবে এমনটাই প্রত্যাশা আমাদের।’

 

 

 

 

 

 

 

 

 

/এএইচ/এএম
সম্পর্কিত
সর্বশেষ খবর
চারতলা ভবনের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু
চারতলা ভবনের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু
বাংলাদেশে চিকিৎসা খাতে থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
বাংলাদেশে চিকিৎসা খাতে থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
এবার ঘুমটা ভালো হবে ডু প্লেসির
এবার ঘুমটা ভালো হবে ডু প্লেসির
সৎ মাকে বটি দিয়ে কোপালো কিশোর, ঢামেকে মৃত্যু
সৎ মাকে বটি দিয়ে কোপালো কিশোর, ঢামেকে মৃত্যু
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী