X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ত্রিশ মিনিটে দুই লাখ গাছের চারা বিতরণ

গাজীপুর প্রতিনিধি
২২ আগস্ট ২০১৭, ১৫:৪৪আপডেট : ২২ আগস্ট ২০১৭, ১৬:০২

৩০ মিনিটে দুই লাখ গাছের চারা বিরতণ (ছবি: প্রতিনিধি) ‘শ্যামল শ্রীপুর’ গড়ার লক্ষ্যে গাজীপুরে শ্রীপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দুই লাখ গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২২ আগস্ট) সকাল ১১টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এসব চারা হাতে হাতে তুলে দেওয়া হয়।

শ্রীপুর পৌর শহরের শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয়, শ্রীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রত্যেকের হাতে কমপক্ষে একটি করে গাছের চারা দেওয়া হয়। মঙ্গলবার সকাল ১০টায় ইউনিফর্ম পরিহিত হাজার হাজার শিক্ষার্থী উপজেলা চত্বরে জড়ো হয়ে চারাগুলো সংগ্রহ করে। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের নিজ নিজ ক্যাম্পাস থেকে চারা সংগ্রহ করে। ৩০ মিনিটে দুই লাখ গাছের চারা বিরতণ (ছবি: প্রতিনিধি)

শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী শাকিল মাহমুদ জানায়, যথাসময়ে চারা সংগ্রহের জন্য অন্য সহপাঠীদের সঙ্গে সে উপজেলা চত্বরে চলে আসে। একযোগে চারা বিতরণের কথা এক সপ্তাহ আগেই তাদের জানানো হয়েছে। সে তিনটি পেয়ারা গাছের চারা সংগ্রহ করেছে।

একই স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সা’দাত হোসেন বলে, ‘বাবা-মাকেও প্রতি বছরই গাছের চারা রোপণে উৎসাহিত করবো, নিজেও চারা রোপণ করবো। চারটি আমলকির চারা পেয়েছি আমি।’ ৩০ মিনিটে দুই লাখ গাছের চারা বিরতণ (ছবি: প্রতিনিধি)

অপর শিক্ষার্থী নবম শ্রেণির তাছলিমা বন্যা বলে, ‘বৃক্ষ রোপণের কোনও বিকল্প নেই। বৃক্ষ আমিও রোপণ করবো, অন্যকেও রোপণ করতে উৎসাহিত করবো। মানুষ বেঁচে থাকতে হলে সুস্থ সুন্দর পরিবেশের প্রয়োজন। গাছপালা প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করে।’

শ্রীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. নজরুল ইসলাম বলেন, ‘সত্যিকার অর্থেই শ্রীপুরকে ‘শ্যামল শ্রীপুর’ করে গড়ে তোলা সম্ভব। এই কর্মসূচিতে বেশিরভাগ শিক্ষক ও শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত হয়েছে।’ ৩০ মিনিটে দুই লাখ গাছের চারা বিরতণ (ছবি: প্রতিনিধি)

শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু বকর সিদ্দিক আকন্দ বলেন, ‘প্রাকৃতিক পরিবেশের শোভা গাছপালা। আবার এ পরিবেশের মূল উপাদান অক্সিজেন আসে গাছপালা থেকে। বৃক্ষ রোপণ অভিযানটিকে আন্দোলনের মাধ্যমে সবার দায়িত্ব হিসেবে প্রতিষ্ঠিত করার সময় এখন।’

শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আব্দুল জলিল জানান, সামাজিক বনায়ন কর্মসূচির প্রকল্প, উপজেলার পরিষদের তহবিল, পৌরসভা, সব ইউনিয়ন পরিষদ ও নার্সারি মালিকদের কাছ থেকে দুই লাখ চারা সংগ্রহ করা হয়। বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ও অন্যান্যদের মধ্যে এগুলো বিতরণ করা হয়। ৩০ মিনিটে দুই লাখ গাছের চারা বিরতণ (ছবি: প্রতিনিধি)

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আকতার বলেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষা ছাড়াও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বৃক্ষরোপণের এ উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার দূর-দূরান্তের প্রতিষ্ঠানগুলোয় গাছের চারা বিতরণ করা হয়েছে। একযোগে গাছের চারা বিতরণ কাজের কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে উপজেলা পরিষদ চত্বর থেকে সকাল ১১টায় এর উদ্বোধন করা হয়।’

উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন অধিদফতরের কর্মকর্তারা একযোগে চারা বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ওষধি ও ফলজ প্রজাতির গাছের চারা বিশেষ গুরুত্ব পেয়েছে। তবে বনজ গাছের চারাও বিতরণ করা হয়েছে। পরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে পরিষদ চত্বরে তিনদিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করা হয়। মেলায় মোট ২২টি স্টল স্থান পেয়েছে।

আরও পড়ুন- মানুষ এখন আ. লীগ-বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় না: এরশাদ


/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপি গণতন্ত্রে অকার্যকর ডামি রাজনৈতিক দল: ওবায়দুল কাদের
বিএনপি গণতন্ত্রে অকার্যকর ডামি রাজনৈতিক দল: ওবায়দুল কাদের
চারতলা ভবনের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু
চারতলা ভবনের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু
বাংলাদেশে চিকিৎসা খাতে থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
বাংলাদেশে চিকিৎসা খাতে থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
এবার ঘুমটা ভালো হবে ডু প্লেসির
এবার ঘুমটা ভালো হবে ডু প্লেসির
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী