X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জে সারোয়ার-তামিম গ্রুপের ৩ সদস্য গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২২ আগস্ট ২০১৭, ১৬:১৭আপডেট : ২২ আগস্ট ২০১৭, ১৬:৪৩

নারায়ণগঞ্জে গ্রেফতার সারোয়ার-তামিম গ্রুপের ৩ সদস্য নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদীন (জেএমবির) সারোয়ার-তামিম গ্রুপের তিন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। সোমবার (২১ আগস্ট) রাতে অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দ ও রুপগঞ্জের তারাবো এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, চাকু, জিহাদি বই ও লিফলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের অন্যতম সদস্য আব্দুর রহমান (৩২), সৈয়দ রায়হানুল আহসান (৩২) ও মোহাম্মদ ইমাম হোসেন (২৭)।

মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী নগর এলাকায় র‌্যাব-১১ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১১ সিও লে. কর্নেল কামরুল হাসান এসব তথ্য জানান। 

কামরুল হাসান জানান, সোমবার রাতে খবর আসে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জেএমবির কিছু সদস্য নাশকতার পরিকল্পনার জন্য গোপন বৈঠকে মিলিত হয়েছে। খবর পেয়ে র‌্যাবের একটি দল অভিযান চালায়। কিন্তু র‌্যাব ঘটনাস্থলে পৌঁছানোর আগেই জঙ্গিরা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বন্দরের লাঙ্গলবন্দ বাসস্ট্যান্ড থেকে দুইজন এবং রুপগঞ্জের তারাবো বাসস্ট্যান্ড থেকে একজনকে গ্রেফতার করে। 

উদ্ধার অস্ত্র র‌্যাব অধিনায়ক আরও জানান, সৈয়দ রায়হানুল আহসান ওরফে নাফিস চাকরির পাশাপাশি মূল জেএমবি ও পরবর্তীতে জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের দাওয়াতি, আইটি ও গবেষণা শাখার একজন সক্রিয় সদস্য। আব্দুর রহমান ওরফে রুবেল ওরফে সুফিয়ান সারোয়ার-তামিম গ্রুপে যোগদান করে দাওয়াতি শাখা থেকে সামরিক শাখায় আত্মপ্রকাশ করে। সে র‌্যাবের হাতে গ্রেফতার শুরা সদস্য ইমরান আহমেদের জন্য অস্ত্র সংগ্রহ করার কাজ হাতে নিয়েছিল। মোহাম্মদ ইমাম হোসেন ওরফে রাশেদ ওরফে আবু উমামা আল বাহিনী, সে হুজির পক্ষে কিছুদিন দাওয়াতি কাজ করেছে। তার বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে দুটি মামলা রয়েছে। পরবর্তীতে সারোয়ার-তামিম গ্রুপে যোগদান করে এবং জঙ্গি হামলা সংক্রান্ত বিভিন্ন কলাকৌশল ইন্টারনেট থেকে ডাউনলোড করে সদস্যদের মাঝে প্রচারের কাজ করতো।

গ্রেফতারকৃত আব্দুর রহমানের বাড়ি ঢাকার কেরানীগঞ্জে, রায়হানুল আহসানের বাড়ি ময়মনসিংহ জেলায় এবং ইমাম হোসেনের বাড়ি চাঁদপুর জেলায়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপ-অধিনায়ক মেজর আশিক বিল্লাহ ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মশিউর রহমান।

আরও পড়ুন:

ষোড়শ সংশোধনী নিয়ে কোনও বক্তব্য নয়: এরশাদ

 

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা