X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

শপথ ভঙ্গ করার অভিযোগে প্রধান বিচারপতির পদত্যাগ দাবি হাছান মাহমুদের

চট্টগ্রাম ব্যুরো
২২ আগস্ট ২০১৭, ১৮:২৪আপডেট : ২২ আগস্ট ২০১৭, ১৮:২৪

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের মানববন্ধনে কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ শপথ ভঙ্গ, সংবিধান লঙ্গন ও রাষ্ট্রপতির ক্ষমতা নিয়ে প্রশ্ন তোলার অভিযোগ এনে প্রধান বিচারপতি এস কে সিনহাকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে আয়োজিত এক মানববন্ধন থেকে তিনি এ আহ্বান জানান।

হাছান মাহমুদ বলেন, ‘বিচারপতি শপথ গ্রহণের সময় অঙ্গীকার করেন “আমি অনুরাগ বা বিরাগের বশবর্তী হব না।” এই মামলায় যারা পক্ষ নয়, তাদের প্রতি বিরাগের বশবর্তী হয়ে আপনি তাদের পক্ষ বানিয়েছেন। আপনি আপনার শপথ ভঙ্গ করেছেন। সুতরাং আপনি পদে থাকার যোগ্যতা হারিয়েছেন। আপনার প্রতি অনুরোধ, শপথ ভঙ্গের অপরাধে, সংবিধান লঙ্ঘনের অপরাধে, রাষ্ট্রপতিকে খাটো করার অপরাধে আপনি আপনার পদ থেকে পদত্যাগ করুন।’

তিনি আরও বলেন, ‘আপনি রায়ের পর্যবেক্ষণে বর্তমান সংসদকে অপরিপক্ক বলেছেন। অথচ এই সংসদই আপনার বেতন-ভাতা মঞ্জুর করেছে। আমি অনুরোধ করবো আপনার রায়ের পর্যবেক্ষণের প্রতি সম্মান রেখে এ যাবত যে বেতন ভাতা গ্রহণ করেছেন সমস্ত বেতন-ভাতা ফেরত দেন।’

‘বির্তকিত প্রধান বিচারপতির পদত্যাগ’ শিরোনামে এই মানববন্ধনের আয়োজন করে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ। উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তৈয়বের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উত্তর জেলা আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম চিশতী, উত্তর জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শফিকুল  ইসলাম, ঢাকা চট্টগ্রাম সমিতির সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন খান, আওয়ামী লীগ নেতা তড়িৎ খান্তি দে, নেতা এমরুল করিম রাশেদ প্রমুখ।

প্রধান বিচারপতি শান্তি কমিটির সদস্য ছিলেন জানিয়ে হাছান মাহমুদ বলেন, ‘২০১৪ সালে ১০ সেপ্টেম্বর আদালতে মামলা চলাকালীন আপনি স্বীকার করেছিলেন ১৯৭১ সালে গ্রামগঞ্জে পাকিস্তানি হানাদার বাহিনীকে সহযোগিতাকারী শান্তি কমিটির সদস্য ছিলেন। আপনি আজ  পাকিস্তানের উদাহরণ টানছেন। আমাদের কাছে পাকিস্তানের উদাহরণ টেনে লাভ নেই। পাকিস্তানকে তাড়িয়ে বাংলাদেশ সৃষ্টি হয়েছে। দেশের মানুষ যখন স্বাধীনতা যুদ্ধে প্রাণ দিচ্ছিল তখন আপনি পাকিস্তানিদের সহযোগিতা করেছিলেন। আপনার মতো মৌলভীবাজার কোর্টের আইনজীবীকে শেখ হাসিনাই প্রধান বিচারপতি বানিয়েছেন।’

বিএনপি নেতা ব্যরিস্টার মওদুদ আহমেদের সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, ‘আপনার প্রতি আমি সম্মান রাখতে চাই, বিচারপতি খায়রুল হক সম্পর্কে আপনি যে অশালীন ভাষায় কথা বলেছেন সেটা আমি পুনরাবৃত্তি করতে চাই না। আপনি যা তাকে বলেছেন, তা আপনি নিজেই। আপনি বেহায়া এবং নির্লজ্জ। সুতারাং কথা বেশি বাড়াবেন না।’

বিএনপির উদ্দেশ্যে হাছান মাহমুদ বলেন, ‘রায় নিয়ে বেশি লাফালাফি করবেন না। এই সিনহা বাবুর রায়ে উল্লেখ আছে জিয়াউর রহমান সামরিক শাসন জারি করে অবৈধভাবে ক্ষমতা দখল করেছিলেন। তার আইনগুলো অবৈধ।’

আরও পড়ুন:

ষোড়শ সংশোধনী নিয়ে কোনও বক্তব্য নয়: এরশাদ

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ