X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

রাবিতে ছাত্রের হাতে শিক্ষক লাঞ্ছিত, বিচার দাবিতে মানববন্ধন

রাবি প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৫০আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৫৬

শিক্ষককে লাঞ্ছিত করায় শিক্ষার্থীদের মানববন্ধন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের অধ্যাপক হাছানাত আলীকে মারধর ও অশ্লীল ভাষায় গালিগালাজ করার অভিযোগ পাওয়া গেছে এক ছাত্রের বিরুদ্ধে। ইন্টার্নশিপের রিপোর্টে স্বাক্ষর করা নিয়ে সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটে (আইবিএ) এ ঘটনা ঘটে।

মারধরকারী আবু নাহিদ মো. হায়দার একই ইনস্টিটিউটের এমবিএ (দিবা) নবম ব্যাচের শিক্ষার্থী। সোমবার বিকালে নাহিদকে আটক করে পুলিশ। রাতে ওই শিক্ষক মতিহার থানায় অভিযোগ দায়ের করলে মঙ্গলবার তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

এদিকে, মঙ্গলবার সকাল ১০টার দিকে ওই ছাত্রের শাস্তির দাবিতে আইবিএ চত্বরে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। পরে তারা আইবিএ-এর পরিচালকের কাছে একটি স্মারকলিপি দেয়। এরপর বেলা ১২টার দিকে একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে মানববন্ধন করে শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়।

শিক্ষককে লাঞ্ছিত করায় শিক্ষার্থীদের মানববন্ধন শিক্ষক হাছানাত আলী বলেন, ‘নবম ব্যাচের শিক্ষার্থীদের ইন্টার্নশিপ রিপোর্ট জমা দেওয়ার শেষ সময় ছিল ২৫ সেপ্টেম্বর। আমি পর্যবেক্ষণ ও স্বাক্ষরের জন্য নাহিদকে ওই রিপোর্ট ২৪ সেপ্টেম্বর (রবিবার) নিয়ে আসতে বলেছিলাম। কিন্তু নাহিদ সেটা না করে সোমবার দুপুর ১টার দিকে আমাকে ফোন দেয়। আমি বাজারে থাকায় তাকে আড়াইটার দিকে অফিসে আসতে বলি। আড়াইটার দিকে আমি একটি ক্লাস নেওয়ার জন্য ক্লাসরুমের দিকে যাচ্ছিলাম। এ সময় নাহিদ আমার অফিসে আসলে আমি তাকে ক্লাস শেষে দেখা করতে বলি। তখন নাহিদ আমার পথরোধ করে ইন্টারশিপ রিপোর্ট দেখার জন্য জোর করে। একপর্যায়ে সে আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত ও গালিগালাজ করে।’

আইবিএ’র পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, ‘আমরা জরুরি সভায় ওই ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করেছি। ওই ছাত্রের ইন্টার্নশিপ রিপোর্ট স্থগিত করেছি। এছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি দিয়েছি।’

এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান জানান, ওই ছাত্রের বিরুদ্ধে হাছানাত স্যার বাদী হয়ে মামলা করেছেন। আজ মঙ্গলবার তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন:

ত্রাণের জন্য অন্তহীন অপেক্ষা 

/এসএসএ/ বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সৎ মাকে বটি দিয়ে কোপালো কিশোর, ঢামেকে মৃত্যু
সৎ মাকে বটি দিয়ে কোপালো কিশোর, ঢামেকে মৃত্যু
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বুনো হাতির আক্রমণে কৃষক নিহত
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বুনো হাতির আক্রমণে কৃষক নিহত
কোনও রান না দিয়ে ৭ উইকেট, টি-টোয়েন্টিতে ইন্দোনেশিয়ার বোলারের বিশ্ব রেকর্ড
কোনও রান না দিয়ে ৭ উইকেট, টি-টোয়েন্টিতে ইন্দোনেশিয়ার বোলারের বিশ্ব রেকর্ড
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত