X
শনিবার, ১১ মে ২০২৪
২৭ বৈশাখ ১৪৩১

অবশেষে ফুটপাত নিয়ন্ত্রণকারীদের তালিকা দিলেন মেয়র আরিফুল

সিলেট প্রতিনিধি
১৬ অক্টোবর ২০১৭, ১৮:১১আপডেট : ১৬ অক্টোবর ২০১৭, ১৮:১১

ফুটপাত নিয়ন্ত্রণকারীদের তালিকা আদালতে দিলেন সিলেটের মেয়র আরিফুল সিলেটে হকার নিয়ন্ত্রণকারীদের তালিকা আদালতে দাখিল করেছেন মেয়র আরিফুল হক চৌধুরী। সোমবার (১৬ অক্টোবর) চিফ মেট্রোপলিটন আদালতের বিচারক সাইফুজ্জামান হিরোর কাছে ওই তালিকা দেন মেয়র। এ সময় তার সঙ্গে ছিলেন মহানগর কোতোয়ালি থানার ওসি গৌছুল হোসেন। তারা আদালতের বেঁধে দেওয়া নির্ধারিত সময়ের মধ্যে হকার নিয়ন্ত্রণকারীদের তালিকা না দেওয়ারও ব্যাখ্যাও দেন।

এদিকে, আদালত মেয়রের দেওয়া তালিকাটি গ্রহণ করে সেখানে উল্লেখকৃতদের বর্তমান ঠিকানাসহ পুনরায় ওসি গৌছুল হোসেনকে আগামী তিন দিনের মধ্যে (১৯ অক্টোবর) আদালতে তালিকা দাখিলের নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী আইয়ুব আলী।

গত ৫ অক্টোবর ‘‍‍‌আদালতের নির্দেশ সত্ত্বেও হকার নিয়ন্ত্রণকারীদের তালিকা দেননি মেয়র আরিফ’- শিরোনামে বাংলা ট্রিবিউনে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। বিষয়টি আদালতের নজরে আসলে তিনি মেয়র আরিফুল হক চৌধুরী ও ওসি গৌছুল হোসেনকে আদালতে উপস্থিত হয়ে ব্যাখা দেওয়ার নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা যায়, আদালতে দাখিলকৃত তালিকায় সিলেট মহানগর হকার্স কল্যাণ সমবায় সমিতির সভাপতি ও হকারদের নিয়ন্ত্রণকারী রকিব আলীসহ ৩৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া কোতোয়ালি থানাধীন জিন্দাবাজার কোর্ট পয়েন্টে অটোরিকশা স্ট্যান্ডসহ চারটি স্ট্যান্ডের নিয়ন্ত্রণকারীদের নামও আদালতে জমা দেওয়া হয়েছে।
সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘আদালতের নির্দেশে হকার নিয়ন্ত্রণকারীসহ বিভিন্ন স্ট্যান্ডের নিয়ন্ত্রণকারীদের তালিকা আদালতে দাখিল করা হয়েছে। এছাড়াও নির্ধারিত সময়ের মধ্যে তালিকা কেন দিতে পারিনি সে ব্যাখ্যা আদালতের কাছে দিয়েছি।’

তিনি জানান, অসুস্থতা ও হজ্বে যাওয়ার কারণে তিনি আদালতে যথাসময়ে তালিকা দিতে পারেননি।
কোতোয়ালি থানার ওসি গৌছুল হোসেন বলেন, ‘তালিকা তৈরি করার কাজটি পুলিশের পক্ষে খুব কঠিন ছিলো। কিন্তু আদালতের নির্দেশ থাকায় কাজটি খুব সহজেই করা সম্ভব হয়েছে।’

আরও পড়ুন:
‘আশিয়ানভুক্ত দেশগুলো চাপ দিলেই রোহিঙ্গাদের ফেরত পাঠানো সম্ভব’

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চট্টগ্রামে নিখোঁজের দুই দিন পর সাগর থেকে মালয়েশিয়ান নাবিকের মরদেহ উদ্ধার
চট্টগ্রামে নিখোঁজের দুই দিন পর সাগর থেকে মালয়েশিয়ান নাবিকের মরদেহ উদ্ধার
সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে পল্লী চিকিৎসকের মৃত্যু
সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে পল্লী চিকিৎসকের মৃত্যু
শাহ আমানত বিমানবন্দরের টয়লেট থেকে ৭০ লাখ টাকার সোনা উদ্ধার
শাহ আমানত বিমানবন্দরের টয়লেট থেকে ৭০ লাখ টাকার সোনা উদ্ধার
গুজরাটের ওপেনিং জুটির রানও করতে পারেনি চেন্নাই
গুজরাটের ওপেনিং জুটির রানও করতে পারেনি চেন্নাই
সর্বাধিক পঠিত
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
একই গ্রাম থেকে নির্বাচিত হলেন তিন চেয়ারম্যান
একই গ্রাম থেকে নির্বাচিত হলেন তিন চেয়ারম্যান
সরকারি গাড়ির যথেচ্ছ ব্যবহার, তুলছেন ভ্রমণ বিলও
সরকারি গাড়ির যথেচ্ছ ব্যবহার, তুলছেন ভ্রমণ বিলও
প্রশ্নফাঁস: বিমানের ডিজিএমসহ ৩০ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র
প্রশ্নফাঁস: বিমানের ডিজিএমসহ ৩০ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র