X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সরকারের একটি চ্যালেঞ্জ: নাসিম

সিরাজগঞ্জ প্রতিনিধি
২১ অক্টোবর ২০১৭, ১৮:৪২আপডেট : ২১ অক্টোবর ২০১৭, ১৮:৪২

মোহাম্মদ নাসিম

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সরকারের একটি চ্যালেঞ্জ মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ‘এই নির্বাচনী চ্যালেঞ্জ মোকাবিলায় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে। দলীয় সভানেত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশ মেনে কাজ করতে হবে। আওয়ামী লীগ জনগণের দল। তাই জনগণের ভালোবাসা নিয়ে ও মন জয় করে নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। জনগণের রায় নিয়ে শেখ হাসিনা আবারও সরকার গঠন করবে।’ শনিবার দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সরকারি কর্মসূচি স্থগিত করে তার নির্বাচনী এলাকা কাজিপুরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন।

শনিবার বিকেলে কাজিপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত অনির্ধারিত এ মতবিনিময় সভায় বিএনপিসহ নিবন্ধিত সব রাজনৈতিক দলকে নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, ‘নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের কোনও বিকল্প নেই। আন্দোলনের হুমকি ধমকি দিয়ে আওয়ামী লীগকে ভয় দেখানো যাবে না। আওয়ামী লীগ জনগণের দল, তাই কোনও হুমকি ধমকিতে ভয় পায় না। ’

সুপ্রিম কোর্টের ষোড়শ সংশোধনীর রায়ের পর্যবেক্ষণ ও প্রধান বিচারপতিকে নিয়ে বিএনপি দেশে নতুন করে ষড়যন্ত্র সৃষ্টির পায়তারা করছে মন্তব্য করে তিনি বলেন,‘অতীতের মত শেখ হাসিনার নেতৃত্ব জনগণ তাদের এ ষড়যন্ত্র নস্যাত করে দেবে। একাদশ সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই অনুষ্ঠিত হবে। সংবিধানের বাইরে যাওয়ার কোনও সুযোগ নেই। বিএনপির অতীতের আন্দোলন এদেশের মানুষ দেখেছে। তাদের জ্বালাও পোড়াও এবং মানুষ পুড়িয়ে হত্যার আন্দোলন জনগণ সমর্থন করে না।’

অনির্ধারিত এ মত বিনিময় সভায় কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, উপজেলা চেয়রম্যান মোজাম্মেল হক সরকার বকুল, পৌর মেয়র হাজী নিজাম উদ্দিন,গান্ধাইল ইউপি চেয়ারম্যন আশরাফুল ইসলাম, গিয়াস উদ্দিন, যুবলীগ সভাপতি লুৎফর রহমান, সাধার সম্পাদক জিয়াউর রহমান জিয়াসহ নেতারা উপস্থিত ছিলেন। পরে তিনি বিভিন্ন উন্নয়নমূলক কজের অগ্রগতি পরিদর্শন  করেন।

আরও পড়তে পারেন: এ সপ্তাহের মধ্যে রোহিঙ্গা শূন্য হচ্ছে বান্দরবান

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বুনো হাতির আক্রমণে কৃষক নিহত
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বুনো হাতির আক্রমণে কৃষক নিহত
কোনও রান না দিয়ে ৭ উইকেট, টি-টোয়েন্টিতে ইন্দোনেশিয়ার বোলারের বিশ্ব রেকর্ড
কোনও রান না দিয়ে ৭ উইকেট, টি-টোয়েন্টিতে ইন্দোনেশিয়ার বোলারের বিশ্ব রেকর্ড
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
ঢামেক হাসপাতালে কারাবন্দীর মৃত্যু
ঢামেক হাসপাতালে কারাবন্দীর মৃত্যু
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত