X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

জেলা পরিষদের কর্মচারীসহ পাঁচ জনকে পেটালেন উপজেলা চেয়ারম্যান

বাগেরহাট প্রতিনিধি
২৪ অক্টোবর ২০১৭, ০৯:২৪আপডেট : ২৪ অক্টোবর ২০১৭, ১০:১১

বাগেরহাট

বাগেরহাটে সরকারি রাস্তার গাছ পরিমাপ ও সনাক্তকরণের কাজ করতে গিয়ে উপজেলা চেয়ারম্যানের হাতে মার খেলেন বাগেরহাট জেলা পরিষদের সার্ভেয়ারসহ পাঁচ জন । সোমবার সকাল সাড়ে নয়টার দিকে কচুয়া উপজেলার সাইনবোর্ড এলাকায় চেয়ারম্যানের বাড়ির সামনে ঘটনা ঘটে। আহতদের বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

আহতরা হলেন, বাগেরহাট জেলা পরিষদের সার্ভেয়ার মো. ইমরান আলী, অফিস সহায়ক মো. রাকিবুল ইসলাম, কেয়ারটেকার রেজওয়ান উল হক হিমেল এবং খণ্ডকালীন দুই শ্রমিক জাহিদ হোসেন ও আলমগীর হোসেন।

বাগেরহাট জেলা পরিষদের সার্ভেয়ার মো. ইমরান আলী বলেন,‘সম্প্রতি বাগেরহাটের কচুয়া উপজেলার সাইনবোর্ড-কচুয়া সড়কটি প্রসস্থকরণের জন্য সড়ক ও জনপথ বিভাগ জেলা পরিষদের মালিকানাধীন সব গাছ কেটে নিতে চিঠি দেয়। এ কারণে জেলা পরিষদ ওই সড়কের সাইনবোর্ড এলাকার গাছের পরিমাণ সনাক্তকরণের কাজ শুরু করে। খবর পেয়ে কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম মাহফুজুর রহমান ও তার ভাই ইমাম আলী লোকজন নিয়ে ঘটনাস্থলে গিয়ে ওই সড়কের প্রায় ত্রিশটি মেহগনি গাছ নিজের জমিতে রয়েছে বলে দাবি করেন। তখন আমরা ওই এলাকায় কাজ বন্ধ করে সামনে এগিয়ে আবার কাজ শুরু করি। তিনি সেখানে গিয়েও ওই গাছগুলো তার বলে দাবি করে আমাদের ওপর চড়াও হন। প্রথমে চেয়ারম্যান নিজে আমাকে মারধর শুরু করেন। পরে তার সঙ্গে থাকা ১৪-১৫ জন লোক লাঠিসোটা দিয়ে আমাদের সবাইকে এলোপাথাড়ি পিটাতে শুরু করে। এসময় আমাদের কাছে থাকা জেলা পরিষদের ফাইলও ছিড়ে ফেলে। মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়। পরে চেয়ারম্যানের লোকজন আমাদের ঘিরে রাখে। পরে আমরা সেখান থেকে কৌশলে পালিয়ে আসি। মারধরে আমরা সবাই কমবেশি আহত হয়েছি। আমি বিষয়টি লিখিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’

বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আনিসুজ্জামান মাসুদ বলেন,‘প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে কচুয়া উপজেলার সাইনবোর্ড ভায়া কচুয়া সদরের জিরো পয়েন্ট পর্যন্ত সাড়ে সাত কিলোমিটার সড়ক ১৮ মিটার প্রসস্থকরণের কাজ হবে। এ কারণে ১৫ দিন আগে আমি জেলা পরিষদের মালিকানাধীন ওই সড়কের সব গাছ কেটে নিতে পরিষদের প্রধান নির্বাহীকে অনুরোধ জানিয়েছিলাম। সরকারি কাজ করতে গিয়ে জেলা পরিষদের কর্মচারীরা মারধরের শিকার হওয়া ঘটনা দুঃখজনক।’

বাগেরহাট জেলা পরিষদের প্রধান নির্বাহী শৈলেন্দ্রনাথ মণ্ডল বলেন,‘জেলা পরিষদের মালিকানাধীন গাছ পরিমাপ ও সনাক্তকরণের কাজ করতে গিয়ে আমার তিন কর্মচারীসহ পাঁচজন কচুয়া উপজেলা চেয়ারম্যান এস এম মাহফুজুর রহমানের হাতে মার খেয়েছেন। তাদের বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। নিরাপত্তার কারণে বর্তমানে কাজ বন্ধ রাখা হয়েছে। সরকারি কর্মচারীদের মারধর করার ঘটনাটি খুবই দুঃখজনক। তিনি নিজে একজন জনপ্রনিধি হয়ে সরকারি কাজে বাধা দিতে পারেন না। আমি মারধরের ঘটনাটি জেলা প্রশাসককে জানিয়েছি।’

উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য এস এম মাহফুজুর রহমান মারধরের অভিযোগ অস্বীকার করে বলেন,‘সোমবার সকালে জেলা পরিষদের একটি দল সাইবোর্ড-কচুয়া সড়কের পাশে আমার মালিকানাধীন জমিতে থাকা মেহগনি গাছ তাদের বলে সনাক্ত করে তাতে রং লাগাতে শুরু করে। তখন আমার লোকজন তাদের নিষেধ করলে তারা আমাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে। পরে আমি সেখানে পৌঁছালে আবারও আমাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে। তখন আমার সঙ্গে থাকা লোকজন তাদের ওপর ক্ষিপ্ত হলেও আমি তাদের কোনও ঝামেল করতে দেইনি।’

আরও পড়তে পারেন: রাবিতে ছুরিকাঘাতে ভর্তিচ্ছু শিক্ষার্থী আহত

 

 

 

 

 

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
নির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
শনিবার জাতীয় পার্টির বর্ধিত সভানির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ