X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

কুড়িগ্রামে খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত ২৭

কুড়িগ্রাম প্রতিনিধি
২২ নভেম্বর ২০১৭, ১৮:১৫আপডেট : ২২ নভেম্বর ২০১৭, ১৮:৪৬

রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মশালার খাবার খেয়ে অসুস্থ ব্যক্তিরা হাসপাতালে চিকিৎসাধীন

কুড়িগ্রামের রাজারহাটে রেড ক্রিসেন্ট সোসাইটির স্যানিটেশন বিষয়ক কর্মশালায় বিরিয়ানি খেয়ে একই গ্রামের কমপক্ষে ২৭ জন বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মঙ্গলবার (২১ নভেম্বর) রাত থেকে বুধবার (২২ নভেম্বর) বিকাল পর্যন্ত ১৪ জনকে রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রাজারহাট স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শহীদুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। রেড ক্রিসেন্টের স্থানীয় প্রতিনিধিরা বলছেন, তারা অসুস্থদের খোঁজখবর রাখছেন।
জানা গেছে, মঙ্গলবার উপজেলা সদরের হরিশ্বর তালুক গ্রামে ২৬ জন ব্যক্তিকে নিয়ে রেড ক্রিসেন্ট সোসাইটির স্যানিটেশন বিষয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালা শেষে বিকালে এতে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে খাবার বিতরণ করা হয়। খাবারের প্যাকেটগুলোতে সরবরাহকারী প্রতিষ্ঠানের ঠিকানা লেখা ছিল— ‘ঢাকা বিরানী হাউজ, দাদা মোড়, কুড়িগ্রাম’।
অংশ নেওয়া ব্যক্তিদের অনেকেই সেই খাবার কর্মশালা শেষেই খেয়ে নেন, কেউ বাসায় নিয়ে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে তা ভাগ করে খান। এরপর মঙ্গলবার রাত থেকে একে একে ২৭ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে পড়েন।
খবর পেয়ে একটি মেডিক্যাল টিম তাৎক্ষণিক হরিশ্বর তালুক গ্রামে গিয়ে ১২ জনকে প্রাথমিক চিকিৎসা দেন। পরে মঙ্গলবার রাতে আক্রান্তদের মধ্যে মিম (৮), রওশনারা (৩০), রাবেয়া (১৮), রেহেনা (২১), মাসুদা (৯), মাসুমা (১৮), মোজাম্মেল (১৩), ইরিনা (৫), ইব্রাহীম (৫২), কাদের মোল্লা (৭০), সাকেরা (৫৫), নবীজন (৩৫), উম্মে কুলসুম (৩০) ও নাসিমাকে (৩০) রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
চিকিৎসাধীন রাজারহাট মহিলা ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মাসুমা ইয়াছমিন জানান, ওই খাবার খেয়ে মঙ্গলবার রাত থেকেই তিনি ডায়রিয়ায় আক্রান্ত হন। এ কারণে বুধবারে কলেজের একটি পরীক্ষায় অংশ নিতে পারেননি তিনি। ডায়রিয়ায় আক্রান্ত আরেক রোগী দিনাজপুর টেক্সটাইল ইনস্টিটিউটের পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থী রাবেয়া খাতুনও জানান, কর্মশালার খাবার খেয়েই পাতলা পায়খানা ও বমি শুরু হয় তার।
এ বিষয়ে জানতে চাইলে রেড ক্রিসেন্ট সোসাইটির উপজেলা প্রোগ্রাম অফিসার শামিম আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কর্মশালায় অংশ নেওয়া ব্যক্তিদের জন্য আমরা কুড়িগ্রাম শহরের ঢাকা বিরিয়ানি হাউজ থেকে খাবার আনিয়েছিলাম। খাবারের মাধ্যমে বিষক্রিয়া ছড়িয়ে পড়বে— এটা আমরা কোনোভাবেই বুঝতে পারিনি। এ ঘটনায় আমরা হতাশ। তবে আমরা সার্বক্ষণিক আক্রান্তদের খোঁজ-খবর রাখছি।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শহীদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘খাদ্যে বিষক্রিয়ার কারণে প্রায় ২৭ জন আক্রান্ত হয়েছেন। তারা সবাই পাতলা পায়খানা ও বমি করছেন। কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। যারা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে, তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।’
আরও পড়ুন-
কৃষকদের স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণ
২৪ ঘণ্টার ব্যবধানে যশোরের বিএনপি নেতা ইন-আউট!

/জেবি/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ ব্যাংকে সংবাদকর্মীদের প্রবেশে বাধা: উদ্বিগ্ন টিআইবি
বাংলাদেশ ব্যাংকে সংবাদকর্মীদের প্রবেশে বাধা: উদ্বিগ্ন টিআইবি
আপাতত গরমেই খেলতে হচ্ছে সাবিনা-সানজিদাদের
আপাতত গরমেই খেলতে হচ্ছে সাবিনা-সানজিদাদের
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
টি-টোয়েন্টি বিশ্বকাপের অ্যাম্বাসেডর যুবরাজ
টি-টোয়েন্টি বিশ্বকাপের অ্যাম্বাসেডর যুবরাজ
সর্বাধিক পঠিত
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন