X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

২৪ ঘণ্টার ব্যবধানে যশোরের বিএনপি নেতা ইন-আউট!

যশোর প্রতিনিধি
২২ নভেম্বর ২০১৭, ১৮:১২আপডেট : ২২ নভেম্বর ২০১৭, ১৮:১৫

(বাঁয়ে) আবু তাহের সিদ্দিকীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের চিঠি, (ডানে) সেই আদেশ স্থগিত করে বহিষ্কারাদেশ বহালের চিঠি ২০১৫ সালের পৌর নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রার্থী হওয়ায় বহিষ্কৃত হয়েছিলেন যশোরের বাঘারপাড়ার বিএনপি নেতা আবু তাহের সিদ্দিকী। দীর্ঘ দুই বছর পর মঙ্গলবার (২১ নভেম্বর) তার সেই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। কিন্তু দলে ফিরে আসার এই আনন্দ ২৪ ঘণ্টাও স্থায়ী হলো না আবু তাহেরের। একদিন পরই তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের চিঠি স্থগিত করা হয়। ফলে একদিনের ব্যবধানেই দলে ‘ইন’ করে ফের ‘আউট’ হয়ে গেলেন তিনি।
স্থানীয় বিএনপি নেতারা বলছেন, কেন্দ্রীয় নেতাদের মিথ্যা তথ্য দিয়ে বহিষ্কারাদেশ প্রত্যাহার করিয়েছিলেন আবু তাহের। আর তার সহযোগীরা বলছেন, দলে ফেরার জন্য চেষ্টা অব্যাহত রাখবেন তারা।
দলীয় সূত্রে জানা গেছে, ২০১৫ সালে যশোরের বাঘারপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন আবু তাহের সিদ্দিকী। ওই বছর বাঘারপাড়া পৌরসভা নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হিসেবে অংশ নেন তিনি। এর জের ধরে কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী তাকে দলের সব ধরনের পদ থেকে বহিষ্কার করে যশোর জেলা বিএনপি।
প্রায় দুই বছর পর আবু তাহের তার বিরুদ্ধে বহিষ্কারের ওই আদেশ প্রত্যাহারের আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দলের কেন্দ্রীয় কমিটির দফতরের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর সই করা এক চিঠিতে তার সেই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।
ওই চিঠিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের স্বার্থবিরোধী তৎপরতায় লিপ্ত থাকার কারণে দলীয় গঠনতন্ত্রের ৫(গ) ধারা অনুযায়ী আপনাকে (আবু তাহের সিদ্দিকী) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। আপনার আবেদনের পরিপ্রেক্ষিতে সেই আদেশ প্রত্যাহার করা হলো। এখন থেকে আপনি দলের সাংগঠনিক কর্মকাণ্ডসহ দলের শক্তি বাড়াতে ভূমিকা রাখবেন বলে দল আশা করে।
এর পরদিনই আজ বুধবার রুহুল কবির রিজভীর সই করা আরেক চিঠিতে মঙ্গলবারের চিঠিটি স্থগিত করা হয়। বুধবারের চিঠিতে বলা হয়, ‘২১ নভেম্বর আপনার বহিষ্কারের আদেশ প্রত্যাহার করা হয়েছিল। নির্দেশক্রমে এই সিদ্ধান্ত স্থগিত করে আপনার বহিষ্কার বলবৎ করা হলো।’
বর্তমানে একটি মামলায় তাহের সিদ্দিকী কারাগারে থাকায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে তার সহযোগী জেলা ছাত্রদলের সাবেক সহ-সম্পাদক বহিষ্কারের আদেশ নিয়ে দুই দিনে দুই চিঠির বিষয়টি স্বীকার করে নিয়েছেন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা এই আদেশ প্রত্যাহারের জন্য আবার চেষ্টা চালাবো। আশা করি, আবু তাহের ভাই দলে ফিরে আসবেন।’
এদিকে, স্থানীয় নেতারা বলছেন, ভুল তথ্য দিয়ে বহিষ্কারের আদেশ প্রত্যাহার করিয়ে নিয়েছিলেন আবু তাহের। বাঘারপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তাহের সিদ্দিকী দলের কেন্দ্রীয় নেতাদের ভুল ও মিথ্যা তথ্য দিয়ে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করান। বিষয়টি কেন্দ্রীয় নেতারা বুঝতে পেরে ফের তা বলবৎ করেছেন।’
আরও পড়ুন-
নিরাপদ প্রস্থানের পথ খুঁজছে আ.লীগ: গয়েশ্বর
স্বাধীনতা যুদ্ধে জিয়াউর রহমান পাকিস্তানের এজেন্ট ছিলেন: হানিফ

/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিজয়ের সেঞ্চুরিতে অপরাজিত চ্যাম্পিয়ন আবাহনী
বিজয়ের সেঞ্চুরিতে অপরাজিত চ্যাম্পিয়ন আবাহনী
যশোরে বার অ্যাসোসিয়েশন ভবন নির্মাণের আশ্বাস আইনমন্ত্রীর
যশোরে বার অ্যাসোসিয়েশন ভবন নির্মাণের আশ্বাস আইনমন্ত্রীর
সুন্দরবনে আগুনে ৫ একর এলাকার ক্ষতি
সুন্দরবনে আগুনে ৫ একর এলাকার ক্ষতি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গাছে ঝুলছিল যুবকের লাশ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গাছে ঝুলছিল যুবকের লাশ
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ