X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

২৪ ঘণ্টার ব্যবধানে যশোরের বিএনপি নেতা ইন-আউট!

যশোর প্রতিনিধি
২২ নভেম্বর ২০১৭, ১৮:১২আপডেট : ২২ নভেম্বর ২০১৭, ১৮:১৫

(বাঁয়ে) আবু তাহের সিদ্দিকীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের চিঠি, (ডানে) সেই আদেশ স্থগিত করে বহিষ্কারাদেশ বহালের চিঠি ২০১৫ সালের পৌর নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রার্থী হওয়ায় বহিষ্কৃত হয়েছিলেন যশোরের বাঘারপাড়ার বিএনপি নেতা আবু তাহের সিদ্দিকী। দীর্ঘ দুই বছর পর মঙ্গলবার (২১ নভেম্বর) তার সেই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। কিন্তু দলে ফিরে আসার এই আনন্দ ২৪ ঘণ্টাও স্থায়ী হলো না আবু তাহেরের। একদিন পরই তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের চিঠি স্থগিত করা হয়। ফলে একদিনের ব্যবধানেই দলে ‘ইন’ করে ফের ‘আউট’ হয়ে গেলেন তিনি।
স্থানীয় বিএনপি নেতারা বলছেন, কেন্দ্রীয় নেতাদের মিথ্যা তথ্য দিয়ে বহিষ্কারাদেশ প্রত্যাহার করিয়েছিলেন আবু তাহের। আর তার সহযোগীরা বলছেন, দলে ফেরার জন্য চেষ্টা অব্যাহত রাখবেন তারা।
দলীয় সূত্রে জানা গেছে, ২০১৫ সালে যশোরের বাঘারপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন আবু তাহের সিদ্দিকী। ওই বছর বাঘারপাড়া পৌরসভা নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হিসেবে অংশ নেন তিনি। এর জের ধরে কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী তাকে দলের সব ধরনের পদ থেকে বহিষ্কার করে যশোর জেলা বিএনপি।
প্রায় দুই বছর পর আবু তাহের তার বিরুদ্ধে বহিষ্কারের ওই আদেশ প্রত্যাহারের আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দলের কেন্দ্রীয় কমিটির দফতরের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর সই করা এক চিঠিতে তার সেই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।
ওই চিঠিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের স্বার্থবিরোধী তৎপরতায় লিপ্ত থাকার কারণে দলীয় গঠনতন্ত্রের ৫(গ) ধারা অনুযায়ী আপনাকে (আবু তাহের সিদ্দিকী) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। আপনার আবেদনের পরিপ্রেক্ষিতে সেই আদেশ প্রত্যাহার করা হলো। এখন থেকে আপনি দলের সাংগঠনিক কর্মকাণ্ডসহ দলের শক্তি বাড়াতে ভূমিকা রাখবেন বলে দল আশা করে।
এর পরদিনই আজ বুধবার রুহুল কবির রিজভীর সই করা আরেক চিঠিতে মঙ্গলবারের চিঠিটি স্থগিত করা হয়। বুধবারের চিঠিতে বলা হয়, ‘২১ নভেম্বর আপনার বহিষ্কারের আদেশ প্রত্যাহার করা হয়েছিল। নির্দেশক্রমে এই সিদ্ধান্ত স্থগিত করে আপনার বহিষ্কার বলবৎ করা হলো।’
বর্তমানে একটি মামলায় তাহের সিদ্দিকী কারাগারে থাকায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে তার সহযোগী জেলা ছাত্রদলের সাবেক সহ-সম্পাদক বহিষ্কারের আদেশ নিয়ে দুই দিনে দুই চিঠির বিষয়টি স্বীকার করে নিয়েছেন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা এই আদেশ প্রত্যাহারের জন্য আবার চেষ্টা চালাবো। আশা করি, আবু তাহের ভাই দলে ফিরে আসবেন।’
এদিকে, স্থানীয় নেতারা বলছেন, ভুল তথ্য দিয়ে বহিষ্কারের আদেশ প্রত্যাহার করিয়ে নিয়েছিলেন আবু তাহের। বাঘারপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তাহের সিদ্দিকী দলের কেন্দ্রীয় নেতাদের ভুল ও মিথ্যা তথ্য দিয়ে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করান। বিষয়টি কেন্দ্রীয় নেতারা বুঝতে পেরে ফের তা বলবৎ করেছেন।’
আরও পড়ুন-
নিরাপদ প্রস্থানের পথ খুঁজছে আ.লীগ: গয়েশ্বর
স্বাধীনতা যুদ্ধে জিয়াউর রহমান পাকিস্তানের এজেন্ট ছিলেন: হানিফ

/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
সাফের আগে চাইনিজ তাইপের বিপক্ষে সাবিনাদের ম্যাচ
সাফের আগে চাইনিজ তাইপের বিপক্ষে সাবিনাদের ম্যাচ
কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ