X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘ক্ষমতার লোভে ফখরুল বেশি বেশি কাঁদছেন’

কুমিল্লা প্রতিনিধি
২২ নভেম্বর ২০১৭, ১৮:২৪আপডেট : ২২ নভেম্বর ২০১৭, ১৮:২৫

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মাহবুবউল আলম হানিফ ‘গতকাল (মঙ্গলবার) এক গণমাধ্যমে দেখেছি ঠাকুরগাঁওয়ে এক মহিলা সমাবেশে মির্জা ফখরুল কেঁদেছেন। তিনি ইদানীং ক্ষমতার লোভে বেশি বেশি কাঁদছেন। দশম জাতীয় সংসদ নির্বাচনে না এসে আন্দোলনের নামে জামায়াতকে সঙ্গে নিয়ে দেশজুড়ে হত্যাকাণ্ড চালিয়েছে বিএনপি। আর এখন সমাবেশে গিয়ে জনগণের সামনে কান্না করছেন।’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে এই কথাগুলো বলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

বুধবার (২২ নভেম্বর) কুমিল্লা নগরীর টাউনহল মাঠে কুমিল্লা সদর উপজেলার ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে হানিফ এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘আমরা আশা করি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংবিধান মেনে বাংলাদেশের সব রাজনৈতিক দল অংশগ্রহণ করবে। কোনও ধরনের উসকানিমূলক বক্তব্য দিয়ে দেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করবেন না।’

আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, ‘আন্দোলনের নামে পেট্রোল বোমা মেরে, দেশের সাধারণ মানুষকে অন্যায়ভাবে হত্যা করে এখন নতুন চক্রান্তে নেমেছে বিএনপি। দেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করেছে। সংখ্যালঘু নির্যাতন, সাম্প্রদায়িকতা, হত্যা ও ধ্বংসযজ্ঞ চালিয়ে সরকারের বিরুদ্ধে চক্রান্তে নেমেছে বিএনপি-জামায়াত। আমি বিএনপি আর ফখরুলকে বলবো, আগুন নিয়ে খেলা করবেন না।’

উল্লেখ্য, বর্তমান সরকারকে ‘অবৈধ সরকার’ অভিহিত করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (২১ নভেম্বর) জাতীয়তাবাদী মহিলা দল ঠাকুরগাঁও জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে মঙ্গলবার বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে। মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে। এমনকি, মানুষের ভোটের অধিকারও তারা কেড়ে নিয়েছে। এ সরকারের হাতে দেশবাসী জিম্মি হয়ে পড়েছেন। গত কয়েক বছরে কয়েক হাজার মানুষকে হত্যা ও ৫০০ এর বেশি মানুষকে গুম করা হয়েছে। তবে বিএনপি দমে যায়নি, ভয় পেয়ে ঘরের কোণে লুকায়নি। আমরা গণতন্ত্রকে উদ্ধার করবোই করবো।’

আরও পড়ুন- 

স্বাধীনতা যুদ্ধে জিয়াউর রহমান ছিলেন পাকিস্তানের এজেন্ট: হানিফ 

সরকারের হাতে দেশবাসী জিম্মি: মির্জা ফখরুল






/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
সর্বাধিক পঠিত
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!