X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

তত্ত্বাবধায়ক সরকারে বিশ্বাস করি না: এরশাদ

দিনাজপুর প্রতিনিধি
০৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:২২আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৩১

বীরগঞ্জে এইচ এম এরশাদ

তত্ত্বাবধায়ক সরকারে বিশ্বাস নেই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেছেন, ‘তত্ত্বাবধায়ক সরকারে আমরা বিশ্বাস করি না। তত্ত্বাবধায়ক সরকার আমাদের প্রতি সুবিচার করে নাই। সংবিধানের আলোকেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।’

শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে দিনাজপুরের বীরগঞ্জে জাতীয় পার্টির এক পথসভায় এসব কথা বলেছেন তিনি।

এসময় আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনশ’ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়ে এরশাদ বলেন, ‘সব আসনেই আমাদের প্রার্থী থাকবে।’

জাতীয় পার্টিকে নির্বাচনমুখী দল হিসেবে উল্লেখ করে এরশাদ বলেন, ‘নির্বাচন ছাড়া ক্ষমতার পরিবর্তন করা যায় না। জেলে থেকেও নির্বাচনে অংশ নিয়েছি। তাই আগামী নির্বাচনেও যেভাবেই হোক জাতীয় পার্টি অংশ নেবে এবং তিনশ’ আসনেই আমাদের প্রার্থী রয়েছে ।’

জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন, ‘আগামীতে ক্ষমতায় এলে দুঃশাসন নয় সুশাসন প্রতিষ্ঠা করবো। জাতীয় পার্টির ওপর ৬ বছর অত্যাচার নির্যাতন চালানো হয়েছে। তবুও জনগণের আস্থা ও ভালোবাসায় জাতীয় পার্টি টিকে আছে। বর্তমানে সরকারি চাকরিতে অনেক টাকা লাগে। যুব-সমাজ আজ অন্ধকারে রয়েছে। টাকা ছাড়া কোনও চাকরি নেই। আমাকে ভোট দিলে অবস্থার পরিবর্তন হবে।’

তিনি আরও বলেন, ‘উত্তরবঙ্গে কোনও কলকারখানা নেই। উত্তরবঙ্গে সরকারের কোনও প্রকার সু-দৃষ্টি নেই। এখানকার মানুষ খুব অবহেলিত।’

আগামী ৮ ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অবস্থা প্রসঙ্গে এরশাদ বলেন, ‘আগে রায় হোক, তারপর দেখা যাবে।’

তবে এ প্রসঙ্গে তিনি আরও বলেছেন, ‘জাতীয় পার্টি একটি শান্তিপ্রিয় দল। সংঘাত ও বাসে আগুন দিয়ে মানুষ পোড়ানোসহ জ্বালাও-পোড়াও বিশ্বাস করে না এই পার্টি।’

শনিবার বীরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি নিজামুদ্দৌলা মতির সভাপতিত্বে এই পথসভায় আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং স্থানীয় সরকার, সমবায় ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমান, বীরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম শাহীন প্রমুখ।

এর আগে সকাল ১১টায় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রাণীরবন্দরে স্থানীয় জাতীয় পার্টির আয়োজনে এক পথসভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চারতলা ভবনের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু
চারতলা ভবনের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু
বাংলাদেশে চিকিৎসা খাতে থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
বাংলাদেশে চিকিৎসা খাতে থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
এবার ঘুমটা ভালো হবে ডু প্লেসির
এবার ঘুমটা ভালো হবে ডু প্লেসির
সৎ মাকে বটি দিয়ে কোপালো কিশোর, ঢামেকে মৃত্যু
সৎ মাকে বটি দিয়ে কোপালো কিশোর, ঢামেকে মৃত্যু
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত