X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

রাজনীতিক ‘বড় ভাইয়ের’ নির্দেশে কিশোরদের হাতে পিস্তল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৫৩আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৮, ২০:২১

চট্টগ্রাম

চেকপোস্টে উপ-পরিদর্শকের ওপর গুলি ছোড়া কিশোররা ‘বড় ভাইয়ের’ (যিনি রাজনীতির সঙ্গে জড়িত) নির্দেশে পিস্তুলে গুলি লোড করে নিয়ে যাচ্ছিল। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা এ কথা জানিয়েছে। পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক নুরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন । 

তিনি আরও জানান, ‘‘ গ্রেফতার কিশোররা পুলিশকে জানিয়েছে, ক্যান্টনমেন্ট স্কুলের দুই শিক্ষার্থী বিবাদে জড়ালে এক কিশোর তার এক পরিচিত ও রাজনীতির সঙ্গে জড়িত ‘বড় ভাই’য়ের আশ্রয় নেয়। ওই ‘বড় ভাই’ বিষয়টি মীমাংসা করতে গেলে প্রতিপক্ষ তার সঙ্গে দুর্ব্যবহার করে। এতে তিনি মারাত্মক ক্ষুব্ধ হন। কিশোরদের বিষয় নিয়ে ওই ঝামেলা মিটিয়ে দিতে শুক্রবার সন্ধ্যায় হল টুয়েন্টিফোর সংলগ্ন এলাকায় উভয়পক্ষের বসার কথা ছিল। কিন্তু, সে বৈঠকে ফল পক্ষে না এলে প্রতিপক্ষকে শায়েস্তার নির্দেশ দিয়ে রাখে ওই বড়ভাই। এ কারণে বৈঠকে যাওয়ার সময় ওই বড় ভাইয়ের নির্দেশে তারা লোড করা পিস্তল নিয়ে যাচ্ছিল। আর সে সময় পুলিশ তাদের চ্যালেঞ্জ করলে ধরা পড়া এড়াতে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে।”

এদিকে শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকালের এ ঘটনারর পর রাতেই নগরীর পাঁচলাইশ এলাকা থেকে আরও দুই কিশোরকে গ্রেফতার করে পুলিশ।  গ্রেফতার দুই কিশোর হলো, প্রত্যয় (১৭) ও রাকিব (১৭)। তারা উভয়েই এসএসসি পরীক্ষার্থী। এ নিয়ে এ ঘটনায় মোট তিনজনকে গ্রেফতার হলো। এর আগে ঘটনার সময় পুলিশ আব্দুল হাকিম (১৯) নামে এক তরুণকে আটক করে।
পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম জানান, পুলিশি বাধা না পেলে তারা হয়তো বড় ধরনের অপরাধ করে ফেলতো। এ কারণে কিশোররা হল টুয়েন্টিফোরের দিকে যাওয়ার সময় তাদের মোটরসাইকেলের নম্বর প্লেট কাগজ দিয়ে ঢেকে দিয়েছেন।

পাঁচলাইশ থানার ওসি মহিউদ্দিন মাহমুদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি ক্যান্টনমেন্ট স্কুলের একটা ঘটনাকে কেন্দ্র করে তারা একটি বড় ধরনের অপরাধ সংগঠিত করার জন্য যাচ্ছিল। আমরা তদন্ত করে মূল কারণ বের করার চেষ্টা করছি।’

মামলার আসামিদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,‘মামলায় যে দশ জনকে আসামি করা হয়েছে তাদের অধিকাংশ স্থানীয় বখাটে। তাদের মধ্যে দুই জনের নামে থানায় আগেই মামলা আছে। আর দুই-তিন জন যারা শিক্ষার্থী রয়েছে তারাও অনেকটা বখাটে হয়ে গেছেন। তারা পরিবারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছেন। তারা স্কুলের কথা বলে বাসা থেকে বের হলেও আসলে স্কুলে যেত না।’

উল্লেখ্য, শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর ষোলশহর এলাকায় পুলিশের ওপর এই হামলার ঘটনা ঘটে। ওই সময় মোটরসাইকেলে করে যাওয়ার সময় আসামিদের থামতে বললে তারা পুলিশের ওপর গুলি ছুড়ে। তাদের গুলিতে পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক আব্দুল মালেক গুলিবিদ্ধ হন। এ ঘটনায় ওই দিন রাতেই উপ-পরিদর্শক নুরুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলায় দশ জনকে আসামি করা হয়েছে।

আরও পড়ুন: বুড়িমারী স্থলবন্দরে চাঁদাবাজি বন্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ




/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা