X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

রাজশাহীতে শিশু উৎসব শুরু

রাজশাহী প্রতিনিধি
১৭ মার্চ ২০১৮, ০৯:৩৯আপডেট : ১৭ মার্চ ২০১৮, ০৯:৩৯

 রাজশাহীতে অনুষ্ঠিত শিশু উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা

শিশুদের মধ্যে বঙ্গবন্ধুর চেতনাকে ছড়িয়ে দিতে এবং অসুন্দরের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয়কে সামনে রেখে রাজশাহীতে শুরু হয়েছে শিশু উৎসব। শুক্রবার সন্ধ্যায় নগরীর ভুবনমোহন পার্কে দুই দিনব্যাপী এ শিশু উৎসবের উদ্বোধন করেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত নাট্য ব্যক্তিত্ব অধ্যাপক মলয় ভৌমিক।

রাজশাহী থিয়াটারের সভাপতি কামারুল্লা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাষা সৈনিক আবুল হোসেন। ‘অসুন্দরের বিরুদ্ধে রুখে দাঁড়াবে শিশু প্রাণে সংস্কৃতির ছোঁয়া’ এই স্লোগানকে সামনে রেখে ‘জয়বাংলা গণসঙ্গীতের দল’ তাদের ২৫ বছর পূর্তি ও বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে ভাষা সৈনিক আবুল হোসেন বলেন,‘বাঙালি হতে হলে তাকে অবশ্যই অসাম্প্রদায়িক চেতনার অধিকারী হতে হবে। যে চেতনার লালন পালন করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সামনে নির্বাচন। সাম্প্রদায়িক শক্তিরা উত্থানের জন্য ওৎ পেতে রয়েছে। তারা দেশের বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। তাদের অবশ্যই রুখে দিতে হবে অসাম্প্রদায়িক চেতনা নিয়ে।’

তিনি আরও বলেন,‘বাংলাদেশ একটা মডেল তাকে অক্ষুণ্ন রাখতে হবে। তাই অক্ষুণ্ন রাখতে হলে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে আবার ক্ষমতায় নিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক তরুণ কুমার সরকার, বাংলাদেশ মহিলা পরিষদের রাজশাহী জেলা সভাপতি কল্পনা রায়, ঋত্বিক ঘটক চলচ্চিত্র সংসদের সভাপতি ডা. এফএমএ জাহিদ ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মো. কামারুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন জয়বাংলা গণসঙ্গীত দলের সাধারণ সম্পাদক দিলীপ কুমার ঘোষ।

শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবে রাজশাহী নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। জয়বাংলা গণসঙ্গীতের দলের সভাপতি নিজামুল হুদা লিটনের সভাপতিত্বে বিশেষ অতিথি থাকবেন সমাজসেবী শাহীন আক্তার রেনী ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।

উল্লেখ্য, গত ৮, ৯ ও ১০ মার্চ শিশু-কিশোর ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে চিত্রাঙ্কন ও সাংষ্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। শনিবার সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হবে।#

আরও পড়ুন: রাজশাহীতে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: হাফিজ উদ্দীন
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: হাফিজ উদ্দীন
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৩
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৩
কুমিল্লায় ছাত্রলীগের কমিটি ঘোষণা, শেখ ইনানকে হত্যার হুমকি
কুমিল্লায় ছাত্রলীগের কমিটি ঘোষণা, শেখ ইনানকে হত্যার হুমকি
হলমার্কের এমডি তানভীর ও তার স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড
হলমার্কের এমডি তানভীর ও তার স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড
সর্বাধিক পঠিত
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
পদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
একীভূত হলো দুই ব্যাংকপদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই