X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

জিসিসি নির্বাচন: ১৭২ প্রার্থীর বিরুদ্ধে মামলা নেই

রায়হানুল ইসলাম আকন্দ, গাজীপুর
২৩ এপ্রিল ২০১৮, ১১:০৩আপডেট : ২৩ এপ্রিল ২০১৮, ১১:০৯

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদের ৬০ ভাগ প্রার্থীর বিরুদ্ধে কোনও মামলা মোকদ্দমা নেই। মামলামুক্ত থাকার বিষয়টি প্রার্থীদের গ্রহণযোগ্যতা বাড়ানোর ক্ষেত্রে ভূমিকা রাখতে বলে মনে করছেন ভোটাররা।

কাউন্সিলর পদে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী ২৮৬ জন। এর মধ্যে ১৭২ জন প্রার্থীর নামে কোনও মামলা নেই। হলফনামায় দেখা গেছে, মামলা নেই এমন প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থিত প্রার্থী রয়েছেন। কোনও রাজনৈতিক দলের সাথে যুক্ত নন এমন প্রার্থীও রয়েছেন অনেকে, যাদের বিরুদ্ধে মামলা নেই।

দেওয়ান সোলেমান ১২ নং ওয়ার্ডের কাউন্সিলর পদ প্রার্থী। তিনি জানান, এর আগেও তিনি নির্বাচনে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তার বিরুদ্ধে গাজীপুর জেলা আমলি আদালতে হত্যা চেষ্টার একটি মামলা চলমান রয়েছে। উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলাটি দায়ের করা হয়েছে বলে দাবি করেন তিনি।

মহানগরের চান্দনা গ্রামের হাজী মেহেদী হাসান ফারুক এবারও ১৭ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদপ্রার্থী। তিনি হলফনামায় তার বিরুদ্ধে তিনটি মামলার কথা উল্লেখ করেছেন। হত্যাচেষ্টার অভিযোগসহ বিশেষ ক্ষমতা আইনে মামলাগুলো জয়দেবপুর থানায় দায়ের করা হয়। এর মধ্যে একটি তদন্তাধীন এবং দুটি বিচারাধীন। তিনি বলেন, ‘মামলাগুলো উদ্দেশ্যপ্রণোদিত। মিথ্যা অভিযোগে মামলাগুলো দায়ের করা হয়েছে। ভোটারেরা আমার এলাকার লোক। তারা আমার ব্যাপারে জানেন। সেকারণে ভোটারদের সমর্থন আদায়ে মামলাগুলো কোনও প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না।’

মহানগরের ১৭ নং ওয়ার্ডের বাসিন্দা ও চান্দনা এলাকার ইলেকট্রিক ব্যবসায়ী নাজমুল হাসান বলেন, ‘প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে ব্যক্তি চরিত্রটাকে গুরুত্ব দেওয়া হয়। সেক্ষেত্রে কোনও প্রার্থীর বিরুদ্ধে মামলা থাকলে একজন ভোটার তাকে খুব একটা ইতিবাচক দৃষ্টিতে দেখেন না। মামলায় অভিযুক্ত প্রার্থীরা ভোটারদের কাছে প্রার্থীদের তুলনায় কিছুটা পিছয়ে থাকেন। তবে বড় ধরনের ঘটনা না হলে অনেক ক্ষেত্রে প্রার্থীর মামলার বিষয়ে ভোটাররা খোঁজই রাখেন না।’

গাজীপুর আদালতের আইনজীবী এমদাদুল হক মাসুম বলেন, ‘রাজনৈতিক ব্যক্তিদের নামে মামলা থাকাটা অস্বাভাবিক কিছু না। মামলা থাকলেই তিনি খারাপ মানুষ বা দোষী তা নিশ্চিত করে বলা যাবে না। সর্বোচ্চ আদালতে তিনি দোষী সাব্যস্ত না হলে তাকে অপরাধী বলা যাবে না।’ তিনি আরও বলেন, ‘অনেক ক্ষেত্রে প্রার্থীর মামলাগুলো নির্বাচনের ক্ষেত্রে পজেটিভও হয়। মামলা হয়েছে বলে প্রার্থী ভোটারদের সহানুভূতিকে কাজে লাগিয়ে সমর্থন আদায় করতে পারবেন।’

আরও পড়ুন- 

গণমাধ্যমের সহযোগিতা চাইলেন গাজীপুরের দুই মেয়র প্রার্থী

সিটি নির্বাচন: আইনশৃঙ্খলা রক্ষাসহ প্রাণহানি ঠেকাতে নজরদারির নির্দেশ

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ