X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

কেসিসি নির্বাচন: ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়ার অভিযোগ ইসলামী আন্দোলনেরও

এস এম সামছুর রহমান, খুলনা থেকে ফিরে
২১ মে ২০১৮, ২২:৪৩আপডেট : ২২ মে ২০১৮, ০৪:২০

খুলনা সিটি করপোরেশন নির্বাচন খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে ভোটারদের ভোটকেন্দ্র যেতে বাধা দানের অভিযোগ রয়েছে ইসলামী আন্দোলনেরও। আর এ কারণেই তারা প্রত্যাসা অনুযায়ী ভোট পাননি এমনটাই দাবি করেছেন ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মো. মোজাম্মিল হক। সোমবার (২১ মে) বিকালে মোজাম্মিল হকের সঙ্গে নির্বাচনের পরের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বাংলা ট্রিবিউনকে এমন অভিযোগ করেন।
মোজাম্মিল হক বলেন, ‘ভোটাররা নির্বিঘ্নে এবং নির্ভয়ে ভোট দিতে পারেননি। নিরীহ জনগণ ভোটকেন্দ্রে যাওয়ার পথে জেনেছে তাদের ভোট হয়ে গেছে। বহু কেন্দ্র বন্ধ করে রাখা হয়েছে, কাউকে ঢুকতে দেওয়া হয়নি। আর ভোট ডাকাতি ও ভোট জালিয়াতিতো অনেক হয়েছে। ভোট অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হয়নি।’
খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী মো. মোজাম্মিল হক হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচন করেছেন। আর এই নির্বাচনে তিনি ১৪ হাজার ৩৬৩ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন।
কেসিসি নির্বাচনের ফলাফলে দেখা গেছে, ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী মোজাম্মিল হক ৪টি কেন্দ্রে দুটি করে ভোট পেয়েছেন। তিনি বয়রা আলহাজ মুনছুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সর্বোচ্চ ১৯৭টি ভোট পেয়েছেন।
এই ফলাফল সম্পর্কে তিনি বলেন, ‘ভোটাররা ভোটকেন্দ্রে যেতে না পারার কারণে এমনটি হয়েছে। সকালের দিকে দুই-তিন ঘণ্টা ভালো ভোট হয়েছে তারপর একরকম অরাজকতা শুরু হয়।’
স্বাভাবিক ভোট হলে কত ভোট পেতেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভোটাররা ভোটকেন্দ্রে যেতে পারলে কমপক্ষে ৩০ হাজার ভোট পেতাম।’
গত ১৫ মে খুলনা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তালুকদার আব্দুল খালেক ১ লাখ ৭৪ হাজার ৮৫১ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি মনোনীত নজরুল ইসলাম। তিনি পান ১ লাখ ৯ হাজার ২৫১ ভোট। অবশ্য নির্বাচনের পর থেকেই ভোট ডাকাতির অভিযোগ তুলে ফল প্রত্যাখ্যান করে আসছেন মঞ্জু।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অরুণাচল প্রদেশ নিয়ে চীনের দাবি ‘অযৌক্তিক’: ভারত
অরুণাচল প্রদেশ নিয়ে চীনের দাবি ‘অযৌক্তিক’: ভারত
‘বিএনপি নির্বাচন বানচাল করতে চেয়েছিল, আ.লীগ তা ব্যর্থ করে দিয়েছে’
‘বিএনপি নির্বাচন বানচাল করতে চেয়েছিল, আ.লীগ তা ব্যর্থ করে দিয়েছে’
রাজধানীতে মুষলধারে বৃষ্টি, কমেছে তাপমাত্রা
রাজধানীতে মুষলধারে বৃষ্টি, কমেছে তাপমাত্রা
‘এখন দেখছি মরে গেলে লাশেরও নিরাপত্তা নেই’
কঙ্কাল চুরির পর বিক্ষুব্ধ স্বজন বললেন‘এখন দেখছি মরে গেলে লাশেরও নিরাপত্তা নেই’
সর্বাধিক পঠিত
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা সাকিবকে আমার বাসায় নিয়ে আসেন: মেজর হাফিজ
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই